একটি ষাঁড় ও ব্যাং

একটি ষাঁড় ও ব্যাং

জলার ধারে এক ব্যাং তার পরিবার নিয়ে বাস করত। সেই ব্যাঙের অনেকগুলো বাচ্চা ছিল। একদিন একটি ব্যাঙের বাচ্চা জলার পাশে স্যাঁতস্যাঁতে মাঠে ঘুরছিল। সেই মাঠে তখন একটি ষাঁড় চরছিল। বিশাল ষাঁড়টাকে দেখে বাচ্চা ব্যাঙটি প্রথমটায় একটু হকচকিয়ে গিয়েছিল। পরে সাহস করে দূর থেকে তাকে ভালো করে দেখতে লাগল। আর যতই তাকে দেখতে লাগল ততই সে অবাক হয়ে যেতে লাগল। তারপর এক সময় সে ঘরে ফিরে এল।

ফিরে এসে ব্যাঙের বাচ্চাটি তার মাকে বলল মা, মা, আজকে মাঠে আমি একটা বিরাট জানোয়ার দেখে এলাম। সে যে কত বড়ো আর মোটা তা না দেখলে তুমি বুঝতে পারবে না।
ব্যাং বাচ্চাটির মা তখন একটু অহংকারের স্বরে বলল- অ্যাঁ, কি বললি? – সে আমার চেয়েও বড়ো দেখতে?
বাচ্চাটি হাসতে হাসতে বলল- তুমি কি বলছ, মা। তোমার চেয়ে সেই জানোয়ারটা অনেক অনেক গুণ বড়ো।
মা- ব্যাঙটি তখন তার পেটটা ফুলিয়ে বলল, ‘এই এত বড়ো?’
বাচ্চা ব্যাঙটি হা হা করে  হেসে বলল- তুমি তার একশো ভাগ এর এক ভাগও না। মা- ব্যাঙটি তখন তার পেটটা আরও ফুলিয়ে বলল- এবার! বাচ্চা ব্যাঙটি তখন হাসতে হাসতে বলল- ‘মা, তুমি হাজার ছেস্তা করলেও তার মত বড়ো হতে পারবে না।
ব্যাং- বাচ্চাটির এই কথা শুনে মা- ব্যাং রেগেমেগে তার পেটটা আরও বড়ো করে ফুলাতে লাগল আর ওমনি ফটাস করে ফেটে গেল তার পেটটা। মা- ব্যাঙটি মারা গেল।

নিতিঃ  অহংকার করা কোনও সময়ই উচিত নয়। 

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত