ভালোবাসার ছোট গল্প

ভালোবাসার ছোট গল্প

১. তমাল নিজের বাড়ির ছাদে দাড়িয়েছিলো। আমি ওকে নিচে রাস্তা থেকে ডাকলাম, ‘ ওই তমাল, বেরো না বাইরে।’ তমাল জবাব দিলো, ‘ আসছি।’ পরক্ষনেই আমার পাশ থেকে তমালের গলা, ‘ কাকে ডাকছিস ওপর থেকে?’ আমি কাঠ হয়ে দাড়িয়ে রইলাম, আর নীচে রাস্তায় তমালের দিকে আর ওপরে ছাদের দিকে দেখতে থাকলাম। কে ছিল সে, যে তমালের মতো দেখতে আর জবাবও দিলো? তমালের তো কোনো যমজ ভাই নেই।

২. ভিড় দেখে এগিয়ে যাচ্ছিলাম দেখতে কি ঘটলো সকাল সকাল। সেন কাকু ও দেখলাম আমার পাশ দিয়ে এগোচ্ছেন। ‘ কি হলো কাকু? ‘ জবাব এলো ,’ অ্যাকসিডেন্ট হয়েছে গলির মুখে। গাড়িটা দেখলাম ধাক্কা মেরে পালালো। সেডান গাড়ি, WB 01 2233।’ ঘটনাস্থলে পৌঁছে দেখি অ্যাকসিডেন্ট এ মারা পরে আছেন সেন কাকু। পাশে তাকিয়ে দেখি – কোথায় সেন কাকু?

৩. ঘুম টা হঠাৎ ভেঙ্গে গেলো আমার। সেই ঘুমো চোখেই দেখলাম পাশে রণিতা পুরো মাথা অবধি কম্বল চাপা দিয়ে ওপাশে ফিরলো। আমি আবার ঘুমাতে যাচ্ছি, হঠাৎ ঘরের দরজা খুলে গেল, আর নাইট ল্যাম্পের হালকা আলো ভেদ করে ভেতরে ঢুকলো এক ছায়া। আমি চমকে জিজ্ঞেস করলাম, ‘ কে?’ জবাব এলো রণিতার, ‘ কে মানে? আমি, আবার কে?’ আমি আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠলাম, ‘ তাহলে আমার পাশে – ।’ হাত বাড়িয়ে বোধ করলাম – আমার পাশে এখন আর কেউ নেই।

৪. অফিসে ঢোকার তাড়াহুড়োতে আমি রাস্তা আর ট্র্যাফিক সিগন্যাল ঠিক করে না দেখে, দৌড়ে পাড় হচ্ছিলাম। হঠাৎ চোখের সামনে মৃত্যু ভেসে উঠলো, কারন একটা বাস আমার থেকে ঠিক নয় দশ হাত দূরে, আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। দাড়িয়ে পড়লাম অসাড় অবস্থায়। বাস আর পাঁচ হাত দূরে আমার, এমন সময়ে কে যেনো আমাকে পেছন প্রচণ্ড জোড়ে ঠেলে ছিটকে ফেলে দিলো ফুটপাথ এর ওপরে, ‘ সরে দারা বুবাই ‘। বাস বেরিয়ে গেলো পাশ দিয়ে, আর আমি বেঁচে গেলাম একজনের দয়াতে। ‘কেউ এইভাবে রাস্তা ক্রস করে?’ ধমক খেলাম আমার রক্ষকের কাছে। হঠাৎ খেয়াল হলো, রক্ষক আমার নাম জানলো কি করে? আর গলার আওয়াজটাও চেনা, পুরো আমার বাবার মতো। আমার পাশেও এই মুহূর্তে কেউ দাড়িয়ে নেই। তার মানে – ? কিন্তু এটা কি করে সম্ভব? বাবা আর জীবিত নেই অনেক বছর হয়ে গেলো। এসবের পর আরো কিছু লোক জড়ো হয়ে গেছে আমার চারপাশে। একজন বলে উঠল, ‘ একদম ঠিক সময়ে ফুটপাথে ঝাঁপ মেরেছেন দাদা। ভগবান বাঁচিয়েছে আপনাকে।’

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত