মধ্যবিত্তের সীমাবদ্ধ জীবন

মধ্যবিত্তের সীমাবদ্ধ জীবন

__দোস্ত কাল শহরে নতুন একটা রেস্টুরেন্টের শুভ উদ্ভবন হবে শুনলাম। খাবারের মান নাকি সেই রকম ভালো।। (সজীব)
.
__ওহ্ তাই..! (রবিন)
.
__তাই মানে? অারে কাল রেডি থাকিস খেতে যাবো। নতুন রেস্টুরেন্ট অার অামি যাবনা তা হয় নাকি..!!
.
__নাহ্। তুই ঘুরে অাসিস অামি যাবনা।
.
___যাবনা মানে? কেন যাবিনা কি জন্য?
.
__এমনি রে। হাতের অবস্থা তেমন ভাল নাই।
.
__অারে মাসের প্রথমে হাতের চিন্তুা করিস ক্যান? দুই দিন অাগেই না টিউশনির বেতন পাইলি?
.
__বললাম তো অামি যাবনা বার বার এক কথা বলবি না। যা তো এখন।
.
রবিন রাগত স্বরে কথা গুলো বলে নিজেই বেরিয়ে গেলো..!
কারন এখানে থাকলে হয়তো কিছু ক্ষনের মাঝে টিউশনির বেতন গত মাসের বাকি মেস ভাড়া দিয়েছে তা বলতে হতো সজীব কে।।
।।।।।।।।।।।।।।।।।।
সকাল এগারটা। প্রচন্ড খুধা পাইছে। সকালে মেসে রান্নাও হয়নি। মানি-ব্যাগটা খুলে দেখল রবিন। খুরচা ২ টাকার একটি অার ১ টাকার দুটি কয়েন। অন্য পকেটে একটা দশ টাকার নোট।
সেগুলো নিয়েই দোকানে গিয়ে এক কাপ চা সাথে পাঁচ টাকার একটা রুটি নিঢে চিবুতে লাগল।
প্রায় এ অাইটেম দিয়েই সকালটা চলে যায় রবিনের।
.
__দোস্ত চলনা একটা শার্ট কিনবো,মার্কেট থেকে ঘুড়ে অাসি চল। (সজীব)
.
__অাচ্ছা চল। (রবিন)
.
সজীবের শার্ট নেওয়া শেষ।
.
__এই শার্ট’টা অনেক সুন্দর তাই না রে?(রবিন)
.
__হ্যাঁ দোস্ত তুই নে। মানাবে ভালো তোকে।(সজীব)
.
__নাহ্। অামার অনেক শার্ট। নিবো একসময়।
মিথ্যা বলার সময় গলার স্বরচিহ্ন কম্পমান হবে এটাই স্বাভাবিক। কম্পমান কন্ঠের অনুধাবন শুধু রবিনের জন্যই,তাই অপূর্নতায় ও নিজেকে সম্পূর্ন ভাবতে শিখে গেছে ছেলেটা..!
কারন সে যে মধ্যবিত্ত।
.
বিলাসীতা কি মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাম্য নয়? তাদের অপরাধ নয় তারা মধ্যবিত্ত বলে। তবে সমাজ তাদের দিয়েছে অসীম সীমাবদ্ধতা। স্টাইল করে চুল কাটলে মধ্যবিত্তদের হয় অহংকার,অার একই স্টাইলে কোন অাদরের দুলাল চুল কাটলে হয় অভিজাত্যের বহিঃপ্রকাশ..!
.
মধ্য-বিত্ত… হ্যাঁ অবস্থানটা মাঝখানে তাই রিকশাও চালাতে পারে না,অাবার এসি রুমে ভুঁড়ি পালাও সম্ভব হয় না।
শখ-অাল্লাদ গুলো ভেতরেই ঢুঁকরে ঢুঁকরে কেঁদে মরে ইচ্ছার সমাধীতে।
বাহিরের পৃথিবীতে হাস্যচ্ছল অভিনেতা হলেও নিজের ইচ্ছা’র কাছে সর্বদা খল চরিত্রে অভিনয় করতে হয় তাদের প্রতিনিয়তো।।
তবে অামার মনে হয় কিছু নাই বলেই অর্জনের নেশায় মধ্যবিত্ত’রা জয় করতে পারে অনেক কিছু।। পৃথিবীতে সফল মানুষদের তালিকায় শতকরা ৮০% থাকেন মধ্যবিত্ত মানুষেরা..!

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত