চুপকথা

চুপকথা

ওই উঠ আযান দিছে।।অভির!!!!
অরণীরর ডাকে আড়মোড়া দিয়ে ছোট্ট করে আওয়াজ দিলো….
উমমমম
সাথে সাথেই শুরু হলো গোলাবর্ষন।।
ওই কিচ্চে মারস কিল্লাই(অভির)
চুপ।।যাহ নামাজ পর(অভির)
ওই বাবু পাখি স্পনা আজ একটু ঘুমাই উহুহুহু(অভির)
তুই ঊঠবি!!!(অরণী কপট রাগ দেখিয়ে বলল)
অগত্যা….
উহুহুহু কি ঠান্ডা!!!!!(অভির)
ওই যাতো কানের কাছে প্যাক প্যাক করবি না একদম।।রান্নায় ডিস্টার্ব হয়।যা ভাগ এখান থেকে(অরণী)
ধুর ক্যামন বৌ তুই!!!হুট।(অভির অনেকটা রগ আর অভিমান কপ্রে চলে গেলো)
যদিও অরণীরর তাতে কোনো ভ্রুহ্মেপ নেই।কারন ভালো করেই যানে একটু পরেই আবার পেছন থেকে নিজেই জরিয়ে ধরে বলবে ওই বাবু সরি!!অরণী একটু মুচকি হেসে দিল।
এই হলো অভির।নেভি তে সিনিওর লেফটেন্যান্ট।। আর অন্য রাগপরী টা হলো অরণী। একজন ডক্টর।। আর অভিরের ছোটোবেলার ফ্রেন্ড ও জানের বৌ।।
হুট্টট্ট ভাল্লাগেনা।। কিইইই হচ্চে এসব।এমন করে জীবন চলে!!(মনে মনে কপট রাগ নিয়ে বক বক করছে অভির)
একটা ডায়রীর প্রতি নজর পড়লো।।আরে এটাতো তারোই।।হায় হায় অরণী এইটা পড়ছে নাকি!!!পড়ছে তো শ্যাস আজ।কপালে শনি আছে।কৌতুহল নিয়ে আরেফেলেত চেয়ার টা টেনে নিয়ে বেল্কনির রোদে বসে নিজের অতীতে ফিরে গেলো।।প্রানের মাঝে আরো একটিবার।
ক্রিং ক্রিং ক্রিং(অভিরের ফোন বেজেই চলেছে)
রিসিভ করতেই…
ওই শুওর।কইরে তুই!!!!তোর জন্য আর কতহ্মন বসে থাকবো।।(অরণী)
…….(অভির)
কি হলো চুপ করে আছিস ক্যান!!!!(অরনী)
মা অভির তো মাঠে খেলতে গেছে!তুমি কে!!!(অভিরের বাবা)
অরণী কি বলবে ভেবে পাচ্ছে না।।
আংকেল।উমমম স্যরি।।আচ্ছা আংকেল রাখি আসসালামু আলাইকুম(অরণী জিব্বা কামরে দিয়ে বসে আছে)
কিরে কিচ্চে বান্দরনির মতো মক খান করে আছিস ক্যান!!!(অভির)
পেছনে ঘুরেই প্রথমে ব্যাগ টা অভিরের দিক ছুড়ে মারলো।।
এদিকে অভির দৌরাতে লাগলো।।
ওই শুওর থাম বলছি থাম!!!
ওই আমি কি করছি সেটা তো বলবি!!!!!(অভির)
কি করছিস না!!!তর ফোন কই(অরণী)
ফো..ফোন আমার ফোন কই গেলো!!!(অরণী)
অভির পকেট গুলো হাতরাতে লাগলো।
হুহ আর ঢং দেখানো লাগবেনা।।(অরণী)
হিহিহি চ্যরি দোস্ত(অভির অভিমানী কন্ঠে)
হুহ এখন বল ক্যান ডাকছিস(অরণী)
দোস্ত বিষ্ফোড়ন ঘটাবি না প্রমিস কর!!!(অভির)
ওক্কে যাহ এখন বল(অরণী)
দোস্ত মানে বাবু শুননা!!!(অভির)
ওই শুওর ফেসবুকের ফান বাইরে আনবিনা এক্কে সডে মারি ফ্যালাইম।(অরণী)
দোস্ত আম সিরিয়াস।।আই ওয়ান্না হ্যাব ইউ ফরিভার ইন মাই লাইফ।।প্লিজ ডন্ট লিভ মিহ এলোন।আই রিয়ালি লাভ ইউ(অভির চোখ বন্ধ করে সবটা বলে দিল)
চোখ খুলে দেখে অরনী নাই।।
ভয়ার্ত কন্ঠে ডাকতে লাগলো আরনী!!!!
পেছন ফিরতেই দেখে ইয়া বড় একটা ইট নিয়ে দ্বারায় আছে।।
আর কে অভিরকে পায়।
অভির দিলো এক দৌড় যেনো উসাইন বোল্ট ফেইল।
অবশ্য এর আগেও এমন দৌড় দিয়েছিল কুকুরের ধাওয়াতে।।
কথাটি খুব অরনী কে বলার ইচ্ছা থাকলেও সাহস করলো না অভির।।কারন এবার যদি এই কথা বলে তার মানে অরণী একটা কুত্তা আর এইডা শুনলে অভিররে নেক্সট প্রজন্মের নিউ দৌড়ের রেকর্ড ধারির বেগ অনুমান করে দৌড় দিতে হবে।।
বাসায় এসেই আম্মু বললো আব্বু অরণী ফোন করছিল।
এটা অভিরের বাসায় সাধারণ ব্যাপার।
ক্রিং ক্রিং
হ্যালো(অভির)
ওই কবে চলে যাবি!!!(অরণী)
আজকে দোস্ত (অভির)
ওহ আচ্ছা দেখা হচ্ছে কবে!!!(অরণী)
যদি নেভির আইএসেসবিতে গ্রিন কার্ড পেয়ে যাই তাহলে মিট করতে আসবো।।আর যদি না পাই তাহলে একেবারে এইচ এস সির পর(অভির)
আইচ্ছা দোস্ত(অরণী)
এখনো দোস্ত!!!!(অভির)
শুওওওর!!!(অরনি)
হিহিহি(অভির)
বেস্ট অফ লাক সি ইউ সুন(অরণী)
ওকে ডিয়ার উমমমমম্মাহহহ(কিছু বলার আগেই অভির ফোন্টা কেটে দিয়ে একটা মুচকি হাসি দিলো)
আজ আইএসেসবির রেজাল্ট হয়েছে।অভির গ্রীন কার্ড পেয়েছে।।
এখন শুধু ইন্টারের গন্ডি টাই পার করা বাকি
সেবার আর অরণীর সাথে দেখা করার সুযোগ মিলল না অভিরের।।
ইন্টার পরীহ্মা শেষ হতে না হতেই বি.এম.এ তে চলে যায়।।যাওয়ার আগে অবশ্য ফোনে কথা হয়েছিল।
হ্যালো(অভির)
হুম(অরণী)
থাক যাচ্ছি।। আর হুম চলে যাস না কোথাও যেন(অভির)
গেলে কি করবি আহুনি(অরণী)
যার লগে যাবি তারে সরাসরি শুট করবো হুহ(অভির)
হাহাহা ওকে যাবো না।।ভালোভাবে বিএমএ কমপ্লিট কর দোয়া করি বাবা হিহিহি(অরণী)
কিইই বাবা!!!(অভির)
নাহ কিছু না।(অরণী)
আচ্ছা যাওয়ার আগে একটা দে না!!!(অভির)
ক্যারে মুই কি তোর জিএফ যে দেইম!!!(অভির)
হিহিহি যাই হস না ক্যানো দে(অভির)
অনিচ্ছা স্বত্তেও অরনি…
উমমমম্মমাহ হ্যাপি!! এবার যাহ(অরণী)
হুম উম্মাহ।।লাভিউ।বায় সি ইউ।(অভির)
হুম(অরণী)
অরণী র বিরক্ত লাগে অভিরের এইসব কার্যযকলাপ।।
বিএম এর কঠোর ট্রেইনিং এর মাঝে অরণীর কথা ভাবার সময় পায় নি অভির।।
তার পরো ৫ মিনিটের মিল্ক ব্রেকে জমিয়ে ডায়রীর সাথে আলাপন চলে অভিরের।
ভ্যাকেশন গুলোও ঘুমের দেশে চলে যায়।
হঠাৎ একদিন।
হে ইউ বয়!!
অভির তাকিয়ে দেখে সাজিদ আর শোভোন ভাইয়া।।অভির যে কলেজে পড়তো সেই কলেজের প্রথম ব্যাচের ভায়া যারা অফিসার ক্যাডেট হিসেবে চান্স পেয়েছে।
আরে ভাইয়া ক্যামন আছ!!(উচ্ছাসের ছলে এগিয়ে গেলো অভির)
কিন্তু কি থেকে কি হয়ে গেলো!!
দুই মিনিট পর নিজেকে আবিষ্কার করলো কাদায় মাখা মাখি ফ্রন্ট রোল গ্রাউন্ডে।।
অভির মুচকি হাসলো।।
এরকম হঠাৎ অন্যভাবে নিজেকে আবিষ্কার করার বিষয়টি বিএমে তে অস্বভাবিক এখন আর লাগে না।।এখন মনে পড়লো এটা তো বিএমএ।যেখানে একদিনের সিনিওর ও বাপের ন্যায়।হাহায়াহহা
এদিকে অরণী একটু একটু মিস করতে লেগেছে অভিরকে।।অভিরের কেয়ারিং ফাজলামি গুলো।।
হাসান আর আদিবকে একসাথে দেখা গেলেও খুজে পাওয়া যায় না অভির কে।।অরণী ভেবে পাচ্ছে না ক্যানো এই বিরক্ত টাকে এতো মিস করছে।।
অভির যেবার আসলো অরণীর অজান্তে চোখ দিয়ে দু ফোটা পানি গাল বেয়ে পড়ে গেলো।।
অভিরের চ্যাহারা দেখার মতো নেই।।
কালো।।আর যে ছেলের চুলের বাহার ছিলো তার মাথায় চুল মিলি ইঞ্চি।
রাস্তা দিয়ে হাটার সময় অনেকে অজব চোখে দেখে।।বাট অভিরের ভালো লাগে ওই দৃষ্টিটা।।কারন এটাই তার এইম ছিল।
দেখতে দেখতে ট্রেনিং শেষে পাসিং আউট প্যারেডের মাধ্যমে শেষ করলো ট্রেইনিং লাইফ।।বাবা মায়ের মুখে হাসি দেখে অনেকটা খুশি অভির।
অভির ইউনিটে জয়েন করলো সাব লেফটেন্যান্ট হিসেবে চট্রগ্রামে।
ভ্যাকেশনে বাসায় ফিরেই অভির অরণীর সাথে মিট করলো আর যা জানতে পারলো তাতে মাথায় আকাশ ভেঙে পড়লো অভিরের।।অরণীর বিয়ে ঠিক হয়েছে।
অভির সেদিন অরণীর সাথে না থেকে সোজা অরণীর বাসায় চলে যায়।।আর তার বাবাকে সরাসরি বিয়ের কথা বলে।।
কিন্তু অরনীর বাবা না করে দেয়।সে কোনো ডিফেন্স মেম্বারের সাথে তার মেয়ে দিতে রাজি নয়।।
এবার অভির তার বাবা মাকে সাহস করে অরণীর কথা বললো।।অভিরের পরিবার অরণীর বাবা কে অনুরোধ করায় তিনি রাজি হয়ে গেলেন।
ইনগেজমেন্ট করে রাখা হলো কিন্তু বিয়ে হবে লেফটেনেন্ট হউয়ার পর।।
এর মাঝে যে যার মতো জীবন চালাতে লাগলো।।
এভাবেই সে আশার দিন্টি চলে এলো।। অরণী আর অভিরের বিয়ে।।
বাসর রাতে….
অভির অরনীর কাছে যেতেই অরণী স্বামী নির্যাযাতন করা শুরু করে দিল।।
একি এমন করিস ক্যানো!!
চুপ।।খুব শখ বিয়ে করার না!!!…এতোদিনে মোর বিয়া হইতো একটা বেবি থাক্তো আমাকে মামনি বলে ডাকতো আর তুই শুওর লেট লতিফ আমার সব স্বপ্নে পানি দিলি।।আজ সারারাত কান ধরে বসে থাকবি হুহ।
মানে টা কি(অভির)
যা শুঞ্চহিস তাই হুহ(অরনি)
দোস্ত একটু…
চুপপ(অরনী)
ভোর বেলা অরনীর চুলের ছিটে পানির জন্য ঘুম ভেঙে যায় অভিরের।।
অভির অপলক তাকিয়ে ছিল।।উফফফ।।
ঘুম থেকে উঠেই পেছন থেকে অভির জড়িয়ে ধরে আদর করতে লাগলো।।
এই ফাজিল ছাড় বলছি(অরণী)
উহু(অভির)
হুম জড়িয়ে থাকবি কিন্তু ছাড়লেই কিন্তু বিপদ আছে!!হিহিহু(অরনী)
হাহাহাহা হুম একদম ছাড়বোনা।
সেদিন বাথরুম যাওয়ার জন্য অরনিকে ছাড়তে হয়েছিল যার জন্য পানিস্মেন্ট ছিল দশ দিন টাচ করতে বা কথা বলতে পারবে না।।।
ওই শুওর কি করিস!!!
অরনির ডাকে অভির ডায়রী থেকে মুখ তুলে বাস্তবে চলে এলো।।
হুম বল।।(অভির)
আমার বাবুটা মন খারাপ করছে তাই না!!(অরনী)
হুহ(অভির)
হুম খুব জটিল সমস্যা।।এখন চলো খাইয়ে দি আসো।(অরনী)
উফফফফ যা তো কথা বলবু না(অভির)
হিহিহি তর মন ভালো করার ওশুধ আমার কাছে আছে।।(অরনি)
কি সেতা!!(অভির)
সে আসছে(অরনী)
কে!!!(অভির)
চুপকথা(অরনী)
অরনী অভিরের বুকে মুখ লুকালো।।
কিছু বিষয় বুঝে নেয়াই শ্রেয়।।
বেচে থাকুক চিরকাল নতুন বছরের ভালোবাসা।।
চুপকথা…………..😍😍😍

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত