তোমাকে চাই

তোমাকে চাই

–এই উঠো,আর কতক্ষন ঘুমাবে?(অদ্রী)
–আর অল্প একটু প্লিজ। (আমি)
–না এখনই উঠবে।আমি নাস্তা রেডি করতে গেলাম।ফ্রেশ হয়ে এসো।

অদ্রীর কথা মতো আমি উঠে ফ্রেশ হয়ে টেবিলে বসলাম…

–কই ১ টা ডিম ভাজতে তোমার এতক্ষণ সময় লাগে?(আমি)
–উফ হো,তমার ধৈর্য এত কম কেন?১ মিনিট ও সহ্য হয় না তোমার?(অদ্রী)
–প্রতিদিন কিন্তু তোমার এই ডিম ভাজা নিয়ে নাস্তার টেবিলে অনেক্ষ্ণ সময় নষ্ট করতে হয় আমাকে।
— তুমি তো বুঝবেনা।গরম ডিমের মজাই আলাদা যেইটা তুমি ঠান্ডা দিমে পাবে না।জাস্ট ৫ মিনিট ওয়েট প্লিজ!! (৫ মিনিট পর)

–এই পিচ্ছি ছেলে বউ এর ভালোবাসার মুল্য দিতে হয় বুঝেছো??Thank u বলো।
–অদ্রী তোমাকে না বলেছি,আমকে একদম পিচ্ছি বলে ডাকবানা প্লিজ।
–কেনো পিচ্ছি ডাকবো না? তুই তো পিচ্ছি ই। পিচ্ছি একটা।
–উফফফ তোমাকে নিয়ে আর পারিনা।
–অভ্র ,আমাদের বিয়ের বয়স ১৫ দিন হচ্ছে।আমরা এই ১৫ দিন একসাথে থাকছি,খাচ্ছি,ঘুরে বেড়াচ্ছি,আমি তোমারজন্য সুন্দর সুন্দর রান্না করে দিচ্ছি ,তোমার সেবা করছি আমি,কিন্তু মাঝে মাঝে না আমার বিশ্বাস করতে কষ্ট হয় ।
— কোনটা??
–তুমি কি আসলেই আমার স্বামী??
— হুম।

আমার ভালোবাসার একটা শক্তি আছে আর সেই শক্তি দিয়েই আমি সকল বাধা দূর করে তোমকে কাছে পেয়েছি।

–অভ্র শুনো।আজকে অফিসে না গেলে হয় না?(মন খারাপ করে)
–কেনো আমি অফিসে গেলে তোমার একা থাকতে কষ্ট হয় বুঝি??
— তা তো একটু হবেই।
–কোন চিন্তা করো না আমি তোমার জন্য একটা বাবু এনে দিব।
— তাই?
–হুম।
–এত রোমান্টিক একটা মুহূর্ত তৈরি করে আজকে তো তোমাকে আমি অফিসে যেতে দিব না। আজকে তোমার অফিস যাওয়া বন্ধ।
–অফিসে না গেলে আমার চাকরি থাকবে না অদ্রী।
–তাই না?
–হুম।
–আমি ৩ সেকেন্ডের মধ্য তোমার অফিস যাওয়া বন্ধ করছি।

এককককককক….. দুইইইইইইইইইই….(আমার টাই ধরে তার কোলের কাছে টানতে টানতে) তিইইইই…

–কিরে আর কতক্ষণ পড়ে পড়ে ঘুমাবি?ভার্সিটিতে যাবি না??(মা)
–হুম মা যাব।

(ধ্যাত সকাল সকাল ঘুমের ১২ টা বেজে গেলো সাথে রোমান্টিক মুহূর্তটাও।মেয়েটা যা ছিলো না।জাস্ট wow ।) তাড়াতাড়ি খেয়ে ভার্সিটিতে যাবার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হলাম।বাসা থেকে বের হয়েই দেখি একটা মেয়ে রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে আছে। যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি তো মেয়েটাকে দেখে রিতীমতো অবাক হয়ে গেলাম। স্বপ্ন বাস্তব হয় এখন বিশ্বাস করলাম। মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম, হঠাৎ খেয়াল হলো ভার্সিটিতে যাবার সময় হয়ে গেছে।

–ওই রিক্সা যাবা?(আমি) সাথে সাথে মেয়েটাও ডাক দিল
–মামা আপনারা ২ জনই একসাথে ডাকলেন কার কাছে যাব বুঝতেছিনা(রিক্সাওয়ালা) রিক্সাওয়ালা কথা বলতে বলতে অদ্রী রিক্সাই উঠে বললো আপনাকে অত বুঝতে হবে না কোন দিকে যেতে হবে,
আপাতত ভার্সিটির দিকে চলেন।

— মামা আমি কিন্তু তোমাকে দেখেছিলাম আগে।তুমি আগে আমাকে নিবা(আমি)
–মামা আগে ডাকলে হবে না। আমি আগে উঠে পড়েছি সো আমি ই আগে যাবো। (অদ্রী)
–আচ্ছা দেখেন আমার না ক্লাসে যাবার সময় হয়ে গেছে আপনি একটু সরে বসুন।আমাকে একটি লিফট দিন প্লিজ।
— এই মামা যান তো।আমি কি হাতিমতাই নাকি?যে সবার উপকার করতে যাবো? আর তাছাড়া উনি খুব সুন্দর নরমাল একটা মানুষ,সুন্দর করে হেটে হেটে আসতে পারবে।
— মামা তাহলে আপনি হেটেই আসুন,কিছু মনে কইরেন না হাটলে সাস্থ্য ভালো থাকে(রিক্সাওয়ালা)
–ঐ মিয়া তুমি চুপ থাকো? কাকে নিছো জানো?সুন্দর দেইখা মাইয়াটারে নিছো যাও যাও ভাড়া কম দিবে তখন বুঝবা কারে নিছো। কিপটা(আমি)
–চলেন(অদ্রী রাগ করে বললো)

রিক্সা চলে গেল আর আমি ভাবতে লাগলাম একটু সুন্দর হইলো বলে মাইয়াটা আজ রিক্সা নয়ে চলে যেতে পারল
মেজাজ টা গরম করে দিয়ে চলে গেলো । না মেয়েটাকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। পরেরদিন সকালে আমি তার বাসায় সামনে গিয়ে চিল্লাতে লাগলাম। কিছুক্ষণ পর মেয়েটি বের হয়ে আসলো।

–ওই আপনার সাহস কি করে হয় আমার বাসার সামনে এসে চিল্লানোর?সকাল সকাল ঘুমের ১২ টা বাজিয়ে দিলেন।
–আমার গলা আমি চিল্লাইছি আপনার সমস্যা কোথায়?
–দেখেন খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু।
–কেনো খুব ভালো কিছু হবার কথা ছিলো নাকি?কিপটা??
–ঐ ঐ ঐ কিপটা কাকে বলছেন আপনি কিপটা।
–মানুষে জানে। খামোখা নিজের মান সম্মান ডুবায়েন না,
–ধ্যাত তোর সাথে কথা বলাই আমার ভুল হইছে। মেয়েটি চলে গেলো ফুলতে ফুলতে পরেরদিন কলেজে আবার দেখা হলো মেয়েটার সাথে আমাকে দেখেই তো তেলেবেগুনে জ্বলে উঠলো।

–আপনি এখানে?আমাকে ফলো করতে করতে চলে আসছেন? অবশ্য আপনার মতো থার্ড ক্লাসের ছেলেরা এমনি হয়
–আপনার কথা বলা কি শেষ হয়েছে?আমাকে কিছু বলতে দেন। আমি এই কলেজেতেই পড়ি। আপনার মতো লাল টমেটো মার্কা কাওকে ফলো করতে এখানে আসি নাই।(আমি)
–ঔ তুই আবার ঝগরা করতে আসছিস আমার সাথে?বেটা ফাউল পোলাপান
–ফাউল আমি না আপনি। ছেলেদের সাথে কেমন করে কথা বলতে হয় এইটাই জানে না আবার বড় বড় কথা।
–তোকে কিন্তু আমি….
–হুম আমাকে তুমি…বলো বলো থামলে কেন?
–তোকে আমি মেরে ফেলব দাড়া তুই।

আমি দিলাম ছুট  অদ্রীর সাথে এভাবেই ঝগড়া হত প্রতিটাদিন। আসতে আসতে আমি অদ্রীর প্রেমে পড়ে গেলাম। তো সিদ্ধান্ত নিলাম ওকে জানিয়ে দিব।কিন্তু কিভাবে বলবো? অবশেষে ঠিক করলাম ওর বাসায় গিয়ে জানাবো।অদ্রী বাসায় একা থাকে। চলে গেলাম অদ্রীর বাসায়  কলিংবেল বাজালাম ২ বার বাজানোর পর অদ্রী বের হয়ে আসলো।

–ওয়াও ম্যাচিং(আমি)(অদ্রীর জামার কালার আর আমার জামা কালার এক তাই বললাম)
–আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই?একটা মানুষ এ রকম হয়?(অদ্রী)
–আপনি ও তো এরকম
–আপনি এখানে কেন আসছেন?
–অদ্রী আমি একটা কথা বলতে আসছি।
— কি কথা?
— অদ্রী আমি তোমাকে ভালোবাসি

ঠাসসসসসসস।  (আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার হাত থেকে ফুলের তোরাটা মাটিতে ফেলে দিল) আপনি আমার লাইফটা বরবাদ করে দিয়েছেন।আমি আপনার জন্য মার্কেটে যেতে পারিনা,খেতে পারিনা।ভার্সিটিতে যেতে পারিনা,আমি ঘুমাতে যেতে পারিনা একটা মানুষ এমনভাবে বাচতে পারে??? কি চান আপনি আমার কাছে হ্যা?? একটা কথা বলি আপনি যদি আমার কাছে ভালোবাসা চান তাহলে আমি বলি এটাকে ভালোবাসা বলে না। আমি এতদিনে ভালো মতো বুঝতে পেরেছি আপনি খুব বাজে প্রকৃতির একজন মানুষ। যার কোনো personolity নাই। (কথাগুলো একটানে বলে দিল ,আমি শুধু গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে শুনতে লাগলাম কথা গুলো)

–না personolity আছে কিনা জানিনা কিন্তু আমি শুধু এটুকু জানি আমি আপনাকে অনেক ভালোবাসি।
–ভালোবাসেন?? এটাকে ভালোবাসা বলে?

আপনি যেগুলো করছেন সেইটাকে ভালোবাসা বলে না সেইটা হলো ইফটিজিং । আপনি এইকয়টা দিনে আমাকে বোঝাতেও পারেননি লাইক আমাকে ফিল ও করাতে পারেন নি যে আপনি আমাকে ভালোবাসেন।

–দেখেন ভালোবাসা কারো কাছে একফালি চাদ আবার কারো কাছে মেঘাচ্ছন্ন আকাশ। হয়তো আমার ভালোবাসাটা আপনার কাছে মেঘাচ্ছন্ন আকাশের মতো। তাই আপনি ফিল করতে পারেননি
–শোনেন একটা মেয়ে তার লাইফ পার্টনার হিসাবে একটা ব্যাক্তির্ত ছেলেকে পছন্দ করে। আমি এক মুহূর্তের জন্য আপনার চেহারাটা আর দেখতে চায় না আপনি যান।
–আমার কথাটা শোনো।
–এখনো যাচ্ছেন না কেন?
–একটা সুযোগ দাও প্লিজ।
–আমি কোন কথা শুনতে চাচ্ছি না ।

আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? যান এখান থেকে।
বলেই দরজাটি জোরে লাগিয়ে দিলো। অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন।কিচ্ছু ভাল লাগছিলো না। এদিকে অদ্রীর সাথে আমার আর কোন যোগাযোগ হত না। দেখা ও হয়নি, ১৫ দিন পর আমার ফোনে অচেনা নাম্বার থেকে একটা কল আসলো।

–হ্যালো (আমি)
–নো রিপ্লাই।
–হ্যালো,কে বলছেন?
–নো রিপ্লাই।
–হালোওওওওওওও,কে বলছেন?
–আমি তনু।
–কিছু বলবেন আপনি?
–হুম বলবো
–হুম বলুন কি বলতে চান আমার অনেক ঘুম আসছে ঘুমাতে হবে। যা বলার তাড়াতাড়ি বলেন
–আপনি কি কাল আমার সাথে একটু দেখা করতে পারবেন?
–চেষ্টা করব। পরেরদিন গেলাম দেখা করতে।
–আমি জানি আমাকে তোমার অনেক ভালো লাগে। আমার বুঝতে একটুও কষ্ট হয় নি অদ্রী
–তার মানে কি?1 side love নাকি?(আমি)
–হতেও পারে(একটু হাসি দিয়ে)
–তার মানে তুমি আমাকে এখানে ডেকে এনেছো এসব কথা বলার জন্য?
–আরে না।

–অদ্রী তুমি কি আমাকে কোনদিন ভালোবাসতে পারবে না? আমি তোমাকে কতটা ভালোবাসলে আমাকে একটু ভালোবাসবে তুমি?
–তুমি এত কেন কথা বলো ? সবসময় বেশী বুঝো তুমি।
–আচ্ছা আমি যখন বেশী বুঝি তাহলে আমি চললাম। বলেই ওখান থেকে যেই চলে আসতে লাগলাম পেছন অদ্রী বললো ভালোবাসিতো পাগল। আমি শুনেও না শোনার ভান করলাম,
–কি হলো শুনতে পায় নি কেও?নাকি? অদ্রী

আমি কোনোরকমে এড়িয়ে আসতে চাইলাম একটু পরই দেখি অদ্রী এসে আমাকে জড়িয়ে ধরলো। অদ্রী যখন আমাকে এসে জড়িয়ে ধরলো তখন নিজের ভেতর যেন কেমন একটু ভাব নিতে ইচ্ছা করলো। তাই ভাব নিয়েই বললাম

–কি হচ্ছে অদ্রী এসব?আমার এসব আদিক্ষেতা একদমই ভালো লাগে না। অদ্রী কথাটা শোনার সাথে সাথেই আমাকে ছেড়ে দিল  আর বললো
–অভ্র তোমার মনে হয় আমি তোমার সাথে আদিক্ষেতা করছি?
–তাছাড়া কি?

কথাটা বলার সাথে সাথেই দেখি অদ্রী কান্না জড়িত কণ্ঠে বলল আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেসি। তুমি আমার সাথে এখন কেন এমন করছো? আগে তো ভালোবাসতে । একটু আগেই তো বললে কতটুকু আমাকে ভালোবাসলে আমি তোমাকে একটু ভালোবাসবো। আর এখন আমি তোমাকে ভালোবাসি বললাম আর তুমি বলছ আদিক্ষেতা? আমি আর ভাব না নিয়ে এবার নিজেই জড়িয়ে ধরলাম তনুকে। আর নিজেই বললাম ভালোবাসি। এবার দেখি অদ্রী ভাব নিতে শুরু করলো।

–আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমার সাথে আগে ও নাই পিছে ও নাই আমি চললাম।( অদ্রী)
–দরকার নাই আমার সাথে থাকার। যাই আমি এখন(হালকা রেগে)
–তুমি এমন কেন? তোমার সাথে একটু মজাও করা যায় না
–বাবু তোমার চোখটা বন্ধ করোতো?
–কেন ?
–আহা করই না প্লিজ।
–ওকে করছি
–কিছু দেখতে পাও?
–শুধু অন্ধকার। কে যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে ।
–তাহলে হাত বাড়াও। অদ্রী আমার দিকে হাত বাড়িয়ে দিলো আর আমিও তার হাতে লাল টুকটুকে কাচের চুরি পড়িয়ে দিলাম।
–তুমি জানলে কীভাবে আমার কাচের চুরি পছন্দ???(অনেকটা খুশি হয়ে)
–এতদিনের সম্পর্ক তোমার সাথে আমার। আর আমিই জানবো না কোনটা তোমার পছন্দ আর কোনটা তোমার অপছন্দ?

–তুমি কেন এত সুন্দর???তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তাইতো ফিরে আসি বারবার তমার কাছে। জানিনা কি আছে তোমার মধ্যে আর তা আমকে সবসময় তোমাকে ভাবতে বাধ্য করে। শুধু এতটুকু জানি তোমার আমার ভালোবাসাটা হাওয়াই মিঠাই এর মতো।  যা দেখলে আন্দাজ করা যায় এর স্থায়িত্ত্ব কতটুকু , তবুও তোমার হাত ধরেই কাটিয়ে দিতে চাই আমার ভালোলাগার সময় গুলো।

–চলো আমি আর তুমি আজ কোথাও ঘুরতে যায় অনেক দূরে।
–হুম চলো।তবে শর্ত আছে।
–আবার কি শর্ত?
–আমার হাতটা ধরে হাটতে হবে। কি পারবে তো?
–হাতে হাতটা দিয়েই দেখো পারি কি না। সবকিছুর বিনিময়েও আনি তোমাকে চাই । তারপর শুরু হলো আমাদের হাতে হাত রেখে চলা।

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত