অপ্রাপ্তি

অপ্রাপ্তি

Unknown নাম্বার থেকে ফোন….

মেয়েঃ হ্যালো…

ছেলেঃ……

মেয়েঃ হ্যালো.. চুপ করে আছেন কেনো?

ছেলেঃ কেমন আছো?

মেয়েঃ কে আপনি?

ছেলেঃ এতো তাড়াতাড়ি অচেনা হয়ে গেলাম?

মেয়েঃ মানে?

ছেলেঃ চিনতে পারছোনা?

মেয়েঃ না…কে আপনি?

ছেলেঃ তাহলে পরিচয় টা না দেওয়াই ভালো. তবে,, একসময় শুধু রিংটোন শুনে বুঝতে পারতে আমি ফোন দিয়েছি…

মেয়েঃ ওহ… তুমি….

ছেলেঃ যাক.. চিনতে কষ্ট হলেও ঠিক চিনতে পেরেছো..

মেয়েঃ কেনো ফোন দিয়েছো?

ছেলেঃ সরি.. বলার জন্য..

মেয়েঃ সেটার আর দরকার নেই আমার যা বলার সেদিন ই বলে দিয়েছি..

ছেলেঃ তুমি তো খুব সহজ করে বলেছিলে.. কিন্তু আমি যে সহজে মেনে নিতে পারছিনা…

মেয়েঃ আমার কিছু করার নেই..

ছেলঃ সত্যি কি কিছু করার নেই নাকি করতে চাওনা?

মেয়েঃ যেটা তুমি ভাববে…!!

ছেলেঃ আমার কি আর ভাবার ক্ষমতা আছে তোমাকে ছাড়া..

মেয়েঃ কিন্তু,, আমার কোনো option নেই…

ছেলেঃ তুমি কি তার সাথে সুখী?

মেয়েঃ হ্যা,, অনেক..

ছেলেঃ হুম..ভালো…আচ্ছা আমার অপরাধ টা কি?

মেয়েঃ তোমার কোনো অপরাধ নেই. অপরাধ হলো আমাদের রিলেশনের. আসোলে তোমার সাথে আমার ম্যাচিং হয়না..

ছেলেঃ পৃথিবীতে তো কেউ পারফেক্ট না.. ভালোবাসা মানেই তো তাকে ভালোবাসা দিয়ে নিজের মত গড়ে তোলা..

মেয়েঃ হবে হয়তো..

ছেলেঃ আচ্ছা,, আমি কি এতোটাই অযোগ্য ছিলাম?

মেয়েঃ হ্যা,,

ছেলেঃ আমার উপহার গুলো ছোটো হলেও তার মাঝে রাখা. ভালোবাসা গুলো বৃহৎ ছিলো…

মেয়েঃ সেটা তোমার কাছে আমার কাছে না…

ছেলেঃ সব জেনেই তো ভালোবেসেছিলে.. তাহলে কাদালে কেনো আমাকে?

মেয়েঃ…..

ছেলেঃ উত্তর টা দাও..

মেয়েঃ আমি তোমার জন্য না তাই..

ছেলেঃ তাহলে শুরু তে বলে দিতে.. আমি ফিরে যেতাম..

মেয়েঃ তখন তো বুঝতে পারিনি..

ছেলেঃ তোমার ১ টা বুঝতে বা পারাই.. আজ আমার জীবন টা এতো কষ্টের..

মেয়েঃ সরি..

ছেলেঃ হা হা হা,,,, খুব সহজ এইটা বলা তাইনা..

মেয়েঃ হুম..

ছেলেঃ যাই হোক.. তুমি চলে যাওয়ার কিছুদিন পরে ১ টা চাকরী পেয়েছি…শুরুতে ৩৫ হাজার টাকা বেতন..

মেয়েঃ ওহ.. ভালো..

ছেলেঃ আমার তো বাবা নেই শুধু মা আছেন.. এই বেতন টা কি যথেষ্ট ছিলোনা. আমাদের সংসার এ.?

মেয়েঃ….

ছেলেঃ জানো ঘরটা যদি ছোনের ও হয়. তাতে যদি ভালোবাসা থাকে তাহলে সেটা কোটি টাকার চেয়েও দামি.. আফসোস তুমি সেটা বুঝলেনা…

মেয়েঃ হুম..

ছেলেঃ যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে তোমাকে দামি উপহার দিয়ে সুখী করতে পারবে কিন্তু মনের যে শান্তি সেটা দিতে পারবেনা..

মেয়েঃ হবে হয়তো..

ছেলেঃ আচ্ছা.. ভালো করেছো চলে গেছো..তুমি না গেলে বুঝতাম না..জীবন টা কি..

মেয়েঃ কি বুঝেছো?

ছেলেঃ এই পৃথিবীতে সত্যি ভালোবাসা গুলো সত্যি মূল্যহীন.. দামি উপহার, আর প্রিয় মানুষটার সব ইচ্ছে, আবদার পূরণ করতে পারলে সে পারফেক্ট…

মেয়েঃ এমনটা নয়…

ছেলেঃ তুমি তো এমনটাই করেছো.. জানো.. আজ আমার কাছে সব আছে.. শুধু তুমি নেই..

মেয়েঃ আমাকে দিয়ে কি করবা?

ছেলেঃ টাকা দিয়ে তো জীবন চালাতে পারবো. কিন্তু, জীবন টা গুছাতে তো ভালোবাসা চাই..

মেয়েঃ অন্য কাওকে ভালোবাসো..

ছেলেঃ হ্যা,,, বাসবো..তবে আর রিলেশন নয় একবারে বিয়ে. তবে নিজেকে অপরাধী মনে হচ্ছে..

মেয়েঃ কেনো?

ছেলেঃ যাকে আমি বিয়ে করবো তাকে এই ভালোবাসাটা দিতে পারবোনা..কিন্তু সে হয়তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে অথচ সে জানতে পারবেনা এই মনটা অন্য কাওকে দিয়ে দিয়েছি..

মেয়েঃ…

ছেলেঃ আচ্ছা,, অনেকটা সময় নষ্ট করলাম তোমার এখন বাই জাস্ট তোমাকে মিস করতেছিলাম তাই ফোন দিলাম আমার কি ভাগ্য যে Unknown নাম্বার দিয়ে কল দিতে হলো তোমার কন্ঠটা শোনার জন্য ভুল হলে ক্ষমা করো টা টা..

মেয়েঃ শোনো..

ছেলেঃ হুম…

মেয়েঃ তোমার ভালোবাসা সত্যি ছিলো সে আমাকে রেখে চলে গেছে সুন্দরী মেয়ে পেয়ে

ছেলেঃ মোহো কেটে গেলে এমন ই হয় আমার ভালোবাসা মোহো ছিলোনা তাই ভুলিনি তোমাকে তার ভালোবাসা মোহো ছিলো তাই সে তোমকে ছেড়ে গেছে

মেয়েঃ তোমাকে বলতে চেয়েছিলাম কথাটা কিন্তু সাহস হয়নি বলার মনে হচ্ছিলো তুমি মানবেনা..

ছেলেঃ না মানার কিছু নেই.. আমি জানতাম এমন কিছু হবে.. এই জন্য বার বার বলেছিলাম সময়,,অবস্থান,, পরিস্থিতি কখনো একরকম থাকেনা..

মেয়েঃ হুম..

ছেলেঃ বাই..

মেয়েঃ শোনো..

ছেলেঃ বলো..

মেয়েঃ যদি ফিরে আসি আমাকে গ্রহণ করবে..?

ছেলেঃ আগে যদি বলতে হয়তো মেনে নিতাম একটা সুযোগ দিতাম কিন্তু এখন আর পারবোনা..

মেয়েঃ কেনো?

ছেলেঃ সামনে শুক্রবার আমার বিয়ে..মায়ের শরীর ভালোনা তাই মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হলাম

মেয়েঃ…..

ছেলেঃ জীবন কতোটা অদ্ভুত. তাইনা. আমি যখন তোমাকে চেয়েছি তখন তুমি অন্য কারো আজ যখন তুমি আমাকে চাচ্ছ তখন আমি অন্য কারো..

মেয়েঃ হুম….

ছেলেঃ আচ্ছা বাই আমার মত তুমিও না হয় ভালো ছেলে দেখে বিয়ে করো আর হ্যা তার টাকা,,বা চেহারা দেখে নয় মন দেখে বিয়ে করো তাহলে ভালো থাকতে পারবে..

মেয়েঃ…….

ছেলেঃ টা টা আর ফোন দিবোনা কারণ ভালোবাসা এখন থেকে তাকে দিবো যে আমার বাকি জীবন এর অংশ হবে..

মেয়েঃ তোমরা অনেক ভালো থেকো..

ছেলেঃ চেষ্টা করবো.. তুমিও ভালো থেকো

মেয়েঃ হুম…

(কল টা কেটে গেলো)

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত