চেনা অচেনা মেয়েটি

চেনা অচেনা মেয়েটি

সকালে ঘুম ঘুম চোখে ফেসবুকে লগইন করলাম।আজকাল ফেসবুকে তেমন একটা আসা হয় না।নানা ব্যস্ততার মাঝে কেটে যায় সময়।আর যার জন্য আসা সে তো অনেক দূরে। হঠাৎ নোটিফিকেশনে একজনের বার্থডে নোটিশ দেখে চমকে উঠলাম।নামটা ভালো করে দেখলাম।ভুল দেখছি না তো? নাহ! ঠিকই দেখছি।আজ ওর জন্মদিন।সেই #অচেনা_মেয়েটি র।তার নাম জানি না।তবুও যেন খুব চেনা। মনে হয় অনেক আপনজন।অনেক কাছের।

মেয়েটির সাথে প্রথম ফেসবুকেই পরিচয়।আমার গল্পগুলো নাকি মেয়েটির খুব ভালো লাগতো।বেশ কিছুদিন যায়…তারপর একদিন একটা মেসেজ দেয়….
-এই যে প্রেমগুরু! রিকুটা ঝুলাইয়া রাখছেন কেন?

আসলে অনেকেই রিকু পাঠিয়েছে।কিন্তু ব্যস্ততার কারণে আর কনফার্ম করা হয় না।মেয়েটির মেসেজের রিপ্লাই না দিয়ে রিকুয়েস্ট কনফার্ম করলাম।একটু পরে মেসেজ দিল…
-Thanks…!
-কেন? আমি
-কনফার্ম করার জন্য।
-Wellcome.
-Kmn Acen?
-Valo.U?
-Hmmm Vlo…

এভাবে প্রায় প্রতিদিন কথা হতো মেয়েটির সাথে।আমরা অল্প সময়েই খুব ভালো বন্ধু হয়ে যাই।ও আমার পোষ্টে লাইক , কমেন্ট করে।লাভ রিয়েক্ট করে।আমিও করি।দিন যত যেতেই থাকে আমাদের কথা বলারও মাত্রা আরো বেড়ে যেতে থাকে।আমি দিন দিন ওর প্রতি দুর্বল হয়ে পড়ি।আমার ভালোলাগা , মন্দলাগার মুহূর্তগুলো ওর সাথে শেয়ার করতাম।সেও শেয়ার করত।আসলে ওর প্রতি এতো দুর্বল হয়ে পড়েছিলাম যে ওর নামটাই জিজ্ঞেস কলতে ভুলে গেছি।মেয়েটি কি ভাবতো জানি না তবে আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি।
ও আমাকে খুব কেয়ার করতো।খেয়েছি কি না? কখন খেয়েছি? কোথায় ঘুরছি? কি করছি? ইত্যাদির খোজখবর নিতো।যদি কখনও খেতে দেরি হতো বা না খেয়ে থাকতাম তাহলে ও আমার সাথে কথা বলতো না।অভিমান করে থাকতো।তারপর অনেক কষ্টে ওর অভিমান ভাঙতাম।খুব ভালো লাগতো তখন। ওর চাওয়াও ছিল ছোট ছোট।আমাকে প্রায়ই বলতো কবিতা লিখতে।তাও আবার তাকে নিয়ে।আমি তাকে মনের মধ্যে কল্পনা করে তাকে নিয়ে কবিতা লিখতাম।আমার সম্পর্কে অনেক কিছুই তাকে বলেছি।সেও অনেক কিছু বলেছে।আমি ওর ছবি দেখি নি।ও দেখতে কেমন জানি না।তবে মনের গহীনে যে ছবি এঁকেছি তা মন্দ হবার কথা নয়।

প্রায় দুই মাস পার হয়ে যায়।আমি মনে মনে সিদ্ধান্ত নেই ওকে মনের কথাটা বলব।তাই ওকে একটা মেসেজ দেই।আমাদের সম্পর্কটা তখন আপনি থেকে তুমিতে চলে এসেছে…!
-কেমন আছো ?
-ভালো।তুমি?
-হুম ভালো। তোমাকে একটা কথা বলতে চাই…!
-আমিও তোমাকে একটা কথা বলতে চাই।তবে তুমি আগে বলো!
আমি তো খুশিতে বাকবাকুম।আমি যা বলতে চাই সেও হয়তো তাই বলতে চায়।তবুও আমার কেন জানি মনে হলো ওর কথা আগে শুনি।তাই বললাম, তুমিই আগে বলো।
-আচ্ছা ঠিক আছে বলছি।আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি।ছেলেটি আমার পিছে অনেক দিন থেকে ঘুরছে।আমাকে অনেক ভালোবাসে সে।

এখন আপনারাই বলেন, এরপর আর আমার কিছু বলার থাকে কি না??
হৃদপিন্ডে কে যেন হাতুড়ি চালাচ্ছে মনে হচ্ছে।ব্যথায় চিনচিন করছে বুকটা।তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, তোমাদের ভালোবাসা চিরকাল অমর হয়ে থাকুক।

কথাটা হয়তো মুখে বললে আমার দুঃখটা কিছু হলেও বুঝতে পারতো।কিন্তু তার উপায় নাই।

-তুমি যেন কি বলতে চাইলে? (মেয়েটি)
-না মানে, আমি এখন থেকে বেশি ফেসবুকে আসতে পারব না।এটাই বলতে চেয়েছিলাম আর কি! (চোখের জল মুছতে মুছতে বললাম)
-ও আচ্ছা।ঠিক আছে।পরে কথা হবে।বাই।
তারপর আর তার সাথে আমার কথা হয় নি।যখনি আমি ফেসবুকে আসি তখন ওর মেসেজিংয়ে নক করি।মাঝে মাঝে ভালো আছে কি না জিজ্ঞেস করি।সীন হয়, বাট কোনো রিপ্লাই আসে না।হয়তো নতুন বন্ধু পেয়ে ভালোই আছে।ভালো থাকুক চিরকাল।

তার মেসেজগুলো দেখি আর চোখের জ্বল ফেলি।খুব ভালোবেসেছিলাম মেয়েটি।তাকে দেখি নি কখনও।তবুও যেন চিরচেনা সেই অচেনা মেয়েটির মুখটি।।।

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত