কালো বউই ভালো

কালো বউই ভালো

আজকে অফিসে কাজের চাপ কম থাকার কারনে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম..ভাবলাম একটা ঘুম দিবো..কিন্তু মা আমার পুরো পরিকল্পনা ভেস্তে দিলো…

:–চয়ন তোকে শেষ বারের মতো বলছি একটা বিয়ে কর..আমি আর এই ভুতের খাটনি করতে পারবোনা..

:–আচ্ছা বিয়ে করবো..তবে আমার একটা পছন্দের মেয়ে আছে..আমার কলিগ।।ওকে দেখবা যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবো..নাহলে ২বছরের আগে বিয়ের কথা বলবানা

:–আচ্ছা…তুই মেয়েটার বাসার ঠিকানাটা দে..আমি আর তোর বাবা কাল গিয়ে দেখে আসবো…
:–হুম…নাও(ঠিকানাটা দিলাম)

মায়ের সাথে কথা বলে রুমে চলে আসলাম..এবার পরিচিত হওয়া দরকার..আমি চয়ন..বর্তমানে অনার্স ৩য় বর্ষে পড়ছি..তার পাশাপাশি একটা পার্টটাইম চাকরি করছি..

আর যে মেয়ে কলিগের কথা বললাম..ওর নাম সুস্মিতা..আমার সেম ইয়ার।।।মেয়েটা কালো..আর ওরা অনেক গরিব।।তাই চাকরি করে..মেয়েটা কালো হলেও অনেক মায়াবী,ভদ্র,মিষ্টভাষী।এই কারনেই ওকে আমার খুব পছন্দ..আর আমি পড়াশোনার কারনে বাড়ি থেকে ৮কিঃমিঃ দুরে থাকি এজন্য মা বাড়ি থেকে এখানে এসে রান্না করে দিয়ে যাই…কারন আমি বাইরে খাবার খেতে পারিনা..

যাহোক রাতে খেয়ে শুয়ে পড়লাম….

পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তখনি মায়ের ফোন…

:–হ্যালো..মা বলো..
:–বলছি শুন..আমরা মেয়েটাকে দেখতে যাবো..এখন কি মেয়েটাকে বাড়ি পাওয়া যাবে?
:–হুম..মনেহয় পাবে।।
:–আচ্ছা..তোর বাসার চাবিটা নিচ তলার আন্টির কাছে রেখে যাস..মেয়ে দেখে তোর বাসায় যাবো..
:–আচ্ছা…আমি কলেজ যাচ্ছি।একবারে অফিস করে ফিরবো…চাবি আন্টির কাছে রেখে যাবো।।
:–আচ্ছা..সাবধানে যাবি
:–হুম..

অতঃপর মায়ের ফোন রেখে আমি কলেজে চলে আসলাম..প্রয়োজনীয় কয়টা ক্লাস করে..তারপর অফিসের পাশে একটা দোকানে গিয়ে বসলাম।।কারন আমার ডিউটি শুধু হতে এখনো ৩০ মিনিট বাকি…এককাপ চা খেলাম।তারপর বসে বসে গেমস্ খেলছি..মনে হলো কেউ আমার পাশে বসলো..তাই পাশে তাকালাম।।দেখি সুস্মিতা বসে আছে..ওকে খুব বিষন্ন দেখাচ্ছে তাই বললাম..

:–কি ব্যাপার?মন খারাপ মনে হচ্ছে।
:–হুম ঠিক ধরেছো…আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছিলো
:–এটাতো ভালো কথা..তোমাকে পছন্দ করেছে ছেলেপক্ষ?
:–এখনো কিছু বলেনি..তবে মনেহয় ওরা রাজি হয়ে যাবে।।কিন্তু আমি এই বিয়েটা করতে পারবোনা
:–কেনো?কি সমস্যা?
:–আসলে আমি একজনকে ভালোবাসি..আর তাকেই বিয়ে করতে চাই…

সুস্মিতার কথা শুনে মনটা খারাপ হয়ে গেলো..ও অন্য কাউকে ভালোবাসে।আর আমি ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি..না বাড়ি গিয়ে এই বিয়ের ব্যাপারে এগোতে বারন করবো..

:–কি হলো চুপ আছো কেনো?কিছু বলো..
:–হুম..তোমার ভালোবাসার কথা বাড়িতে জানাও..দেখো তাহলে বিয়েটা ভেঙ্গে যাবে।

:–ভালোবাসার কথা বাড়িতে কি করে বলবো..ছেলেটা আমাকে ভালোবাসে কিনা আমি জানিনা..শুধু আমিই তাকে ভালোবাসি..

:–এ আবার কেমন ভালোবাসা..ছেলেটাকে তোমার ভালোবাসার কথা এখনো জানাও নি কেনো?
:–ভয় করে…আমিতো কালো।যদি আমাকে ফিরিয়ে দেয়।।

:–আরে না..তুমি কালো হলেও অনেক মায়াবী..তুমি ছেলেটাকে তোমার ভালোবাসার কথা বলে দাও।দেখবে ছেলেটা রাজি হয়ে যাবে

:–সত্যি?বললে রাজি হবে?
:–একদম..
:–আচ্ছা বলবো..কিন্তু তুমি রাগ করবেনা..
:–আজব..আমি কেনো রাগ করবো?
:–কারন..আমি যাকে ভালোবাসি সেই ছেলেটা তুমি..

:–কিইইইই…তুমি কিভাবে ভাবলে আমি তোমার ভালোবাসা গ্রহন করবো?কোথায় তুমি আর কোথায় আমি..ভেবে দেখেছো একবার?(বুঝলাম সুস্মিতা জানেন আমার বাবা মা ওকে দেখতে গেছি..তাই একটু অভিনয় করবো)

:–দেখো..বকা দিবা না।তুমি বললে ভালোবাসার কথা জানিয়ে দিতে তাই বলে দিলাম।এখন তুমি আমার ভালোবাসা গ্রহন করবা কিনা এইটা তোমার ব্যাপার..

:–দুঃখিত..তোমার ভালোবাসা আমি গ্রহন করতে পারলাম না..
:–আচ্ছা…

বলেই সুস্মিতা অফিসে ঢুকে গেলো..আমিও ঢুকলাম।তারপর অফিস শেষে বাসাতে ফিরলাম…
অফিস শেষে বাসাতে ফিরে আসলাম..ঘরে ঢুকে দেখি বাবা আর মা বসে ঢিভি দেখছে..তাই আমি ফ্রেশ হয়ে এসে তাদের কাছে বসলাম..তখন বাবা বললো

:–চয়ন আমরা মেয়েটাকে দেখে এসেছি..মেয়েটা কালো হলেও তার ব্যাবহার খুব ভালো।।আমাদের পছন্দ হয়েছে..আর তোমার মায়ের প্রতিদিন দুই জায়গায় রান্না করা যাওয়া আসা খুব কষ্ট হচ্ছে..তাই ভাবছি বিয়েটা দুই একদিনের ভিতরে সম্পন্ন করবো..এতে তোমার আপত্তি আছে?

:–না..আপনার যা ভালো মনেহয় সেটাই করুন..
:–আচ্ছা..তাহলে আমি বিয়ের কথাবার্তা সেরে ফেলছি..
:–আচ্ছা..মা খেতে দাও।
:–হুম..টেবিলে গিয়ে বস।খাবার দিচ্ছি
:–আচ্ছা..

অতঃপর খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম।ভাবছি সুস্মিতাকে ফোন দিবো তবে কলিগ হিসেবে নয়..হবু বর হিসাবে..তাই একটা নতুন নাম্বার থেকে কল দিলাম..২য় বার ফোন রিসিভ হলো..

:–হ্যালো কে বলছেন?পরিচয় দিয়ে কথা বলবেন..অপরিচিত হলে ফোন রাখবেন..
:–আমি আপনার অপরিচিত..তবে পরিচিত হওয়ার জন্য ফোন দিয়েছি..
:–দুঃখিত আপনার সাথে পরিচিত হওয়ার কোন ইচ্ছা নাই আমার..
:–নিজের হবুবরের সাথে পরিচিত হবেননা?
:–ওহ..আপনি?
:–হুম কেমন আছেন?
:–ভালোনা..একটা ছেলে আজ আমাকে বকা দিছে
:–ওমা!!কেনো?

:–আমি ছেলেটাকে ভালোবাসতাম..তাই আজ ওকে আমার ভালোবাসার কথা জানিয়েছিলাম..তাই আমাকে বকা দিয়ে ফিরিয়ে দিছে

:–ওহ..তা আপনি কি বিয়েতে রাজি?
:–হুম..রাজি
:–তাহলে আপনার ভালোবাসা?
:–দরকার নেই অমন অহংকারী ছেলের ভালোবাসা
:–ওহ..

এভাবে ফোনে অনেক কথা হলো..
তারপর ৩দিন পর আমাদের বিয়েটা হয়ে গেলো..সুস্মিতা এখনো জানেনা আমার সাথে ওর বিয়ে হয়েছে..
অতঃপর বাসর ঘরে ঢুকলাম..তারপর সুস্মিতার কাছে গিয়ে ওর ঘুমটা তুললাম..সাথে সাথে ও আমার কাছ থেকে পিছিয়ে গেলো..

:–এই তুমি এখানে কেনো?
:–তো আমি ছাড়া অন্য কেউ থাকবে?আমার বৌয়ের সাথে?
:–মানে তোমার সাথে আমার বিয়ে হইছে?
:–হুম…
:–তারমানে তুমি প্রথম থেকেই জানতে আমাদের বিয়ের ব্যাপারে?আর আমার সাথে তুমি কথা বলতে
:–হুম..আমিই বাবা মাকে দিয়ে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম
:–কেনো পাঠিয়েছিল?তুমিতো আমাকে ভালোবাসনা.. 
:–পাগলিটাকে খুব ভালোবাসি তাই..
:–আমিও খুব ভালোবাসি.. 

পাগলীটা আমার বুকে মুখ লুকালো..আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম…

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত