আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা

আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা

তোমরা কি শুনবে কেউ আমার কিছু কথা ? আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা ? মাঝে মাঝে নিজেকে লাগে বড় একা, মনের মত বন্ধুর দেখা পাবো আমি কোথা ?

চুপচাপ বসে থাকি কিছুই লাগে না ভাল, অবচেতন মন বলে ওঠে, কিছু একটা কর । কিন্তু কি করবো আমি পাই না কোন কাজ, কখন যে পার হয় সকাল-দুপুর-সাঁঝ !

একা একা কোন কিছুতেই সময় আর না কাটে, ইশ একটা কাজ এখন যদি থাকতো আমার হাতে ! ভাল কিছু যখন আর করার না থাকে, উদ্ভট কিছু চিন্তা ভাবনা মাথায় চলে আসে ।

সেইসব চিন্তা ভাবনার আগা মাথা নাই, চিন্তার সাগরে কখনো ডুবে হাবুডুবু খাই ! মাঝে মাঝে বিরক্ত হয়ে বই নিয়ে বসি, কি আর পড়বো ? এখন তো লাগছে সবই বাসি ।

কখনো কখনো মনে হয় কিছু একটা লেখি, কখনো বা জানালা দিয়ে দূরে তাকায়ে দেখি । চোখের দৃষ্টি মাঝে মাঝে সুদূরে হারিয়ে যায়, মনের গভীর কল্পনা ছেড়ে অনন্ত নীলিমায় । কখনো আমি বন্ধুর কাছে লিখতে বসি চিঠি, উত্তরের প্রতিক্ষায় থাকে আমার নয়ন দিঠি ।

চোখের সামনে ভাসে যে কত রঙ্গীন স্বপ্ন, মনের মাঝে জাগে কত হাজারো জটিল প্রশ্ন । মাঝে মধ্যে লিখে ফেলি ছড়া কিংবা কবিতা, কখনো পড়তে ভাল লাগে রূপকথার গল্প কথিকা ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত