প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন
– আর্যতীর্থ

আবার এলাম ফিরে চেনা দুনিয়ায়,
যেখানে ইমোটিকন সব কথা বলে
গুগল জবাব দেয় এক লহমায়
কাজ বিনোদন সব ফোনের দখলে।

এ ক’দিন ফোনহীন জীবনে ছিলাম
যোগাযোগ থেকে দূর , গাছেদের কাছে
নাগরিক এ বেচারা ঘড়ির গোলাম
কাজের শিকল পরে ছক মেনে বাঁচে।

মাঝে মাঝে ডাক দেয় বুনো আদিমতা
বলে , ওহে ,এভাবেই জীবন চালাবে?
বন্ধকী রেখেছো যে প্রিয় স্বাধীনতা
সেটাকে ছাড়িয়ে নিয়ে চলো না পালাবে!

আমি বলি , খাঁচাটাতে জানি ভালো নেই,
কিন্তু নিয়ম করে পাই দানাপানি,
তোমার ওই আহ্বানে যদি সাড়া দেই,
কিভাবে টানবো ফিরে আবার এ ঘানি?

সে বলে ওসব কথা পরে ভাবা যাবে
বুনো হয়ে থাকি চলো, কটাদিনই সই,
নেটওয়ার্ক আপদ থেকে নিজেকে বাঁচাবে
দরকারে সাথে নিও কবিতার বই।

আমি তাই সব কিছু দিয়ে ছেড়েছুঁড়ে,
ফোন অফ করে দিয়ে বন্য হলাম
ইট কাঠ বালি থেকে গিয়ে বহুদূরে
গাছের আদর পেয়ে ধন্য হলাম।

আবার এসেছি ফিরে পুরোনো খাঁচাতে
পুরো বুনো আর আমি হতে পারি কই
তবুও নিজের থেকে নিজেকে বাঁচাতে
সময় সুযোগ এলে ফের পালাবোই।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত