তুমি যদি চাও

তুমি যদি চাও

তুমি তো জাননা-
তোমার কাজল কালো চোখে
চোখ-রাঙানি একদমই মানায় না।
ও চোখে যে সাগর নীলের স্বচ্ছতা!
ওখানে সাতার দিতে পারি আমি অহর্নিশি,
পারি হারিয়ে যেতে অতল জলের গভীরে;
শুধু তুমি যদি চাও।

তুমি তো বোঝনি-
তোমার কান্না আমার বুকেও রক্ত ঝরায়,
ঝর্নার জল হয়ে ঝরে যায় অবিরাম।
তোমার বুকের তেষ্টা মেটাতে-
আমি ভাসতে পারি বিষাদ নীলের দুঃখ-নদীতে।
শুধু তুমি যদি চাও।

তুমি যদি হাত বাড়াও-
আমিও সঙ্গী হব,
যদি বৃষ্টি হও-
আমিও ঝরবো অঝোর ধারায়;
আর, যদি জোছনা হও-
আমি আবার হারাবো কবিতায়।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত