হোক কলরব

হোক কলরব

আমরা যারা রাত্রে বাড়ি ফিরছি
আমরা যারা কুন্ঠাভয়ে থাকছি
বুঝতে পারি এ পথ কিছু পিচ্ছিল
এবার যদি হোক কলরব ডাক দি?

আমরা যারা পাসপোর্টের ঘুষ দি
ফোনের লাইন খারাপ থাকে দশদিন
নিজের মধ্যে মানুষ যাকে পুষছি
রোজ দুবেলা তার জ্বালাতে অস্থির

আমরা যারা বাস পাইনা রাস্তায়
রোজই দেখি বাড়ছে বাজারমূল্য
আমরা যারা আচ্ছে দিনের আস্থায়
ভাবছি আজ কারখানা কি খুললো?

আমরা যারা কলেজ ফি এর ধাক্কা
লোনের আকর টানতে গিয়ে ধুঁকছি
রাস্তা ভাঙা, নল সারানোর পাকখাই
এবং শুনি মন্ত্রী-নেতার উক্তি

আমরা যারা টেবিলের এই পারটা
ঘাড়টি গুঁজে নিচ্ছি তাই যা দিচ্ছে
ফলন কমে, দাম বেড়ে যায় সারটার-
হোক কলরব, তাই আমাদের ইচ্ছে

শিউরে উঠে ভোরের কাগজ পড়ছি
আমরা যারা খবর দেখে অন্ধ
শহর জুড়ে সবাই আছে পড়শি
হোক কলরব সামনে যখন বন্ধ

আমরা যারা সিঁটিয়ে ছিলাম পাশটায়
ক্রমশঃ আজ ঘাড় উঁচিয়ে রাখছি-
বন্ধুরা সব আসবে নেমে রাস্তায়
এবার যদি হোক কলরব ডাক দি

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত