এসো

এসো

আমার উদাস মনে এসো তুমি

সোনালি রোদ হয়ে,

ক্লান্তি ভরা একজোড়া নয়নে

এসো তুমি –

ঘুম হয়ে।

রাত জাগা বিষণ্ন চোখদুটো

আর চাইছে না কোন শ্রান্তি,

শান্তির পায়রার রূপে বার্তা নিয়ে

স্বস্তি যোগাতে এসো তুমি।

তোমাকে এভাবে হারিয়ে

শতশত মেঘে আমার আকাশটা ঢাকা,

কখনো স্বপ্ন

কখনো পিছুটান হয়ে,

আমার প্রাণের সুর তোমার সাথে গাঁথা।।

এসো এসো,তুমি চলে এসো

আমার কবিতা আর গান –

করতে চায় তোমাকে আহ্বান।

বলবে না,কবে আসবে তুমি?

বাদল দিনের তরল মেঘের রূপে?

আমার সবুজ শাড়িটা বরষার আদরে

তোমার গন্ধ গায়ে মেখে নেবে

অথবা, শিশির ভেজা কোন সকালে

শেফালি ফুলের মালা

আমার খোপায় পড়িয়ে দিতে!

নাকি,বসন্ত দূত এসে জানাবে –

তোমার আগমণী সম্ভাষণ?

আলো কিংবা আঁধারের মাঝেও

তুমিই মোর জীবনের দ্যুতি।

রঙিন আকাশে ডানা মেলবো দুজনে

মনে পড়ে কি তোমার,

সেদিনগুলোর স্মৃতি !!

ছায়ার মতন সঙ্গী হয়ে

থাকবে আমার পাশে,

ভালবাসি সেকথা কেন বলবো তোমায়

চোখের অলিখিত প্রশ্রয়ে সব বলা আছে।

তাই এসো এসো, চলে এসো তুমি।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত