আঁধারে চন্দ্রিমা হাসে

আঁধারে চন্দ্রিমা হাসে

আকাশে চন্দ্র হাসে
জ্যোতি ছড়াচ্ছে তাতে,
রাতের আধার ঘনঘটে
সুদশর্ন মাঝে জ্বলে সূদূর আকাশে।
মিটিমিটি আলো জ্বলে
তারাগুলো খেলা করে,
মোর দিকে হেসে
আলো আধারের কন্যা অপলকে আছে চেয়ে ।
রাতের আধার ঘনঘটে
জ্যোতিময় বদনে হেসে,
মম দিকে চেয়ে
অপরূপা চন্দ্রিমা আধারে আশা জাগিয়েছে প্রাণে;
আধারে ভয় নহে
আঁধারে চন্দ্রিমা হাসে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত