আমি দিকবিজয়ী কলম্বাস বলছি

আমি দিকবিজয়ী কলম্বাস বলছি

ক্যারিবিয়ান দীপপুঞ্জের ডাকাতদের ভয় উপেক্ষা করে,
মহারাণীর ডাকে সারা জাগিয়ে
দিকবিজয়ী হালছাড়া নাবিক কলম্বাস যখন
ভুল করে ওয়াশিংটণের বন্দরে নোঙর না ফেলে,
কোন এক নিশীথেের অন্ধকারে –
অশোকের ধূসর জগতে’র প্রবেশদারে এসেছিলেন,
তোমার মন জয় করতে-

বালিকা,
তোমার “না” ‘অব্যয়’টি তখন কাস্টমসের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল।

এই আমি লিখে দিলাম।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত