অস্তিত্বের জয়

অস্তিত্বের জয়

ভাবের সাথে ভাবনা থাকে,
মনের সাথে মন।
ভালোবাসার সুরে হারায়,
তুলে আলোড়ন।

অস্তিত্বে স্পর্শ করে,
ভালোবাসার শিহরণ।
হারায় মানুষ সুখের ভেলায়,
করে ভন ভন ভন।

দেহের মাঝে নেইকো কিছু,
আছে কি হৃদয়ের সুখ?
জৈব সুখের লীলাই শুধু,
মুছেনা কোন দুখ।

মন গভীরে প্রশান্তি আনে,
ভালোবাসার পরশ।
জীবন যেন ভরপুর হয়-
সুখেতে হয় সরস।

এক চিলতে হাসি,
বড্ড ভালোবাসি।
হৃদয় নীড়ে স্বপ্ন গড়ে-
সুখ যে রাশি রাশি।

ফোঁটায় ফোঁটায় চোখের বালি-
ঝরে যদি বেশি।
ভালোবাসার পরম পাওয়া,
অভিমানীর হাসি।

এলোমেলো কেশের ভাঁজে,
রোমন্থন দিবানিশি।
গুঁজে গোলাপ লাল টুকটুক,
ভালোবাসা বেশি বেশি।

নিরব চোখে নিবিড় বন্ধন,
পূর্নিমা রাতের শশী।
সত্য যেন সত্যিই হয়,
আজন্ম বন্ধন দিবানিশি।

সাত আসমানে কলরব হবে,
ভালোবাসার সুর ধ্বনি।
জয়ী হবে, পূর্ণ করবে-
অস্তিত্বে রেখে বন্ধনী।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত