আরো একবার দেখা হলে

আরো একবার দেখা হলে

আরো একবার দেখা হলে

দ্বীপ সরকার

আরো একবার দেখা হলে
নির্ভুল একটা কিস ছুঁয়ে দেবো কপালে,
তারপর কথার মাখামাখি।

আরো একবার দেখা হলে
এই নয়নাভিরাম সবুজদের বলে দেবো
এটিই আমার মগজের ভেতর গুছিয়ে রাখা ধ্যান,
অতঃপর ব্যাকুল চোখাচোখি।

যতক্ষণ না তুমি বলবে
প্রকৃতি হবে বলে স্তনস্থ্য পর্বত পাল্টে গেছে
এই সব চা বাগান,আর ধবল মেঘ
পাল্টে গেছে গল্পে গল্পে,
তুমিও তাই বদলাতে পেরেছো…

তখন আমার লক্ষ লক্ষ চোখ
দাঁড়াবে এক সাথে
বিশ্বাস গুলো ধ্যান ঝেড়ে বলবে
এসো না; কতযুগ পার হয়েছে স্পর্শহীন।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত