শেষ তুমাতেই

শেষ তুমাতেই

তোর জন্য মনের মধ্যে বাজায় কেউ সোনার বাঁশি,

তোর শরিরের গহীন গোহায় জ্বালবে আলো সোনারকাঠি ,

তোর স্বপ্নের স্তবক গুলো ছরিয়ে দিবো বিশ্বজুরে

তোর দু্:খের সুরধ্বনী সাধবো মেঘলা অছিন পুরে ,

তোর নিজস্ব তেপান্তরে ছুটিয়ে দেবো পাগলা ঘোড়া

তোর সাথে সব পেয়েছি উল্টে দেবো আগা গোড়া,

তোর আয়নার দু দিকে তেই তৈরি হবে নতুন ছবি

তোর জন্য আত্মহত্যা করবে ৬০৮ টা কবি,

তোর পোষা সেই বিড়ালছানা চড়বে আজ গাছের ডালে

তোর বানানো পালকি খানা মিলিয়ে যাবে দূরে আড়ালে,

তোমার জন্য তোমারই মন তোমার থেকে অনেক দূরে

তোমি তখন কু-ঝিক-ঝিক সাথ সমুদ্র তের নদীর ওপারে,

তোর পুকুরে ছিপ ফেলেছে প্রশান্ত নামের দস্যি ছেলে

তোর আকশে মেঘ হাসে , পাখি উড়ছে ডানা মেলে ,

তোর মহূয়া বনের মধ্য ভাল্লুক খুজে বেরাচ্ছে মৌ

তোর কুটিরে সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে এক নতুন বউ ,

তোর জোনাকি ঝোপেঝাড়ে চোখ টিপছে ভূতের মতোন,

তোর ঘরের পাশ দিয়ে যার হালকা বাতাস শন-শন-শন,

তোর চাঁদ টা আজ আকাশে দেখাচ্ছে বেশ বড়োসরো

তোর নিজস্ব সমুদ্র তট জোসনার আলোয় জরোসরো ,

তোর বাগানের মালিটা আজ হাওয়া খাচ্ছে মুদির দোকানে

তোর পোষা এই পাগল টা আজ হারিয়ে যাচ্ছে অন্ধকারে ,

তোমার যন্য তোমারই মন ভাসছে জীবন স্রৌতের টানে

তুমি তখন কু-ঝিক-ঝিক আমার থেকে অনেক দূরে ,

তোর চিনা সব সিনেমা হলে চলছে ভানুমতির খেলা

তোর কথা তেই তর শহরে বসছে উল্টো রথের মেলা ,

তোর বানানো প্রদীপ গুলো জ্বলছে নীল নদ এর ধারে

তোর জন্য আকাশ প্রদীপ ডুবাইয়ের খলিফা টাওয়ারে ,

তোর জন্য ব্যর্থ গায়ক চোখের জলে দোচ্ছে গিটার সুরে সুরে

তোর জন্য আলিবাবা রত্ন আনছে চুরি করে ,

তোমার জন্য তুমারই মন মরছে আকাশ পাতাল খুড়ে

তুমি তখন শান্ত মুখি আমায় ভুলে অন্যের ঘরে,

তোর লুকানো চোখের জ্বলে রামধনু রা জ্বন্ম নিচ্ছে

তোর ভিতরে ডিগবাজি খায় তর অপূরর্ণ সব ইচ্ছে ,

তোর পাচিলে হলুদ বিকেল ফিরে যাচ্ছে মাথা ঠুকে

তোর জমানো কষ্ট প্রজাপতি জমিয়ে রাখে নিজের বুকে ,

তোর স্বপ্ন -দুস্বপ্ন জমিয়ে জমিয়ে হচ্ছে পাহাড়

তোর হারিয়ে যাওয়া খুশি গেথে গেথে সাত নদীর পার ,

তোর চোখের ইশারাতে ধুলীস্বাত সবুজ বাগান

তোর চোখে চোখ রেখে লিখি ৫ মিনিটে মাতানো গান ,

তোর কুয়াশায় আলপনা দেয় রাতের শিশির ফুলের গন্ধ

তোর বৃষ্টিতে প্রায় ভরিয়ে এলো এই কবিতার ছন্নছন্দ,

এই শহরের অলি গলি উপর থেকে নিচের তলা

দেখবে সবাই অবাক হয়ে আমাদের পা মিলিয়ে চলা ,

তোমার জন্য তোমারই মন স্বপ্ন বুনে রাস্তা বানায়

সারাজীবন আমার বুকে আর শেষের দিন বাঁশের বিছানায় ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত