প্রজ্ঞা তোমাকে

মজনু বেশে করছি সময়ের অপচয়

সবই তোমার জন্য প্রজ্ঞা

বর্তমানের আসামি আমি

তোমার ভবিষ্যতে একটু দাও ঠাঁই!

মাতালের মমতা সাগরের মতো

বন্দি আমি, তাই আত্মা দিয়ে তোমাকে ছুঁই

আমার মাতাল সাগরে দাও নিজেকে ভাঁসিয়ে

যেমন আমি তোমাতে করেছি আত্মসমর্পন!

পাপি আমি তাই আছে আমার দারিদ্র

যত্ন করতে ভুলে যাই যৌবন আবেগকে

আলোর মতো সত্য আমার ভালোবাসা

তবু নিহত আমি সপ্নীল পটে!

চেহেরায় বড্ডো ভয়ঙ্কর হিংস্রতার জীবন

চতুর্দিকে চলে ভয়ানক জংলী খেলা

তবু বিশ্বাসের অজুহাত পোঁটলায় ভরে

আবেগের রাস্তায় হেঁটে যাই!

শিশুর মতো হাসিখুশি আমি

হত্যা করো না আমায় পাষাণী রূপে

যদি পারো করো দংশন

জাদুর ভেলায় ভেসে হেলেদুলে করবো গতির খেলা !

তোমার আমার অস্তিত্ব আল্লাহর হাতে

তিঁনি চাইলেই আমরা পাবো অসীমে আশ্রয়

প্রজ্ঞা, তুমি হবে আমার !

প্রজ্ঞা, আমি হবো তোমার!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত