সবখানেই যেন বিস্ময়

সবখানেই যেন বিস্ময়

কেমন জানি লাগছে !

গতির ঘন্টা হতে সাধ জাগছে !

চরম বাসরে সেরা অবসর সবাই চায় !

লাল নীল আলোগুলো মাধুর্য ছড়ায় !

গল্পের ব্যাক্তিটি রূপকথা জানে !

সরল  সাঁজে পৌঁছে যাই জীবন আসনে !

বস্তুগত জারিজুরি মানে না বাঁধা!

উপসংহার যেন জীবনের ধাঁধা !

কল্পনায় ফোঁটে আলপনার রং!

খুবই অলস রহস্যের ঢং !

কত গানে জমে আসর !

যদিও আঁধার উৎসবে সবাই নিশাচর !

কখনো ভুলেও যাইনি অতলে হাঁরিয়ে!

জীবনকে বদলাতে দেখেছি শশানে দাঁড়িয়ে !

মুখস্ত থাকে ঠিকঠাক জগতের নিয়ম !

মাঝে মাঝে কষ্ট দেয় অবেলার অনিয়ম !

সত্যের আলো ভরে নেই প্রাণে !

তবু আনমনা রহস্য থাকে দেহহীন মনে !

ব্যাস্ত জগৎ আমায় ব্যাকুল করে !

নিজেকে জীবন্ত রাখি তপ্ত সরোবরে !

বদলে যায় জ্বলন্ত সবকিছু !

আমি ছুটি বিস্ময়ের পিছু !

গতিতে গতি জুড়ে দেই!

সবখানে আমি খুঁজি আমাকেই!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত