এক গ্রামে অনেক বানর ছিল

এক গ্রামে অনেক বানর ছিল

এক গ্রামে অনেক বানর ছিল। একবার এক লোক ঘোষনা দিল, সে বানর কিনতে চায় এবং একটি বানর এর জন্য ১০ টাকা করে দিতে রাজী। গ্রাম বাসীরাও দেখল চারিদিকে অনেক বানর আছে, সুতরাং অফার টা খারাপ না। তারা জঙ্গলে ঢুকে বানর ধরা শুরু করল……

লোকটি গ্রাম বাসীর কাছ থেকে ১০ টাকা মুল্যে ১০০০ বানর কিনল। এরপর সে আবার ঘোষনা দিল, এখন প্রত্যেকটি বানর এর জন্য ২০ টাকা করে দেয়া হবে।

গ্রামের লোকজন এই ঘোষনা শুনে পুনরায় বানর ধরার জন্য বেরিয়ে পরলো। খুব শিজ্ঞিরি এলাকায় বানরের সংখ্যা কমে আসলো। মানুষজন ও যার যার বাসায় ফিরে যেতে লাগলো।

লোকটি এবার বানরের দাম ২৫ টাকা করে দিতে লাগলো। বানরের সংখ্যা এবার এতই কমে গেল যে এলাকায় বানরের দেখা পাওয়াই কষ্টকর হয়ে গেল।

এবার লোকটি তার অফার বারিয়ে ৫০ টাকা করে দিলো।
এই অফার দিয়ে লোকটি তার ব্যবসার কাজে শহরে গেল।

তার সহকারী কে তার অনুপস্থিতি তে বানর কেনার কাজ দিয়ে গেল। এবার তার সহকারী গ্রামবাসী কে বানর ভর্তী বিশাল খাচা দেখিয়ে বললো, গ্রামে জংগলে যেহেতু আর কোনো বানর নেই, আমার কাছ থেকে তোমরা ৩৫ টাকা করে একটি বানর কিনতে পারো।

স্যার শহর থেকে ফিরে আসলে তোমরা ৫০ টাকা দিয়ে বিক্রী করতে পারবে। গ্রামবাসীরা লোভনীয় এই অফার লুফে নিলো।

সবাই টাকা পয়সা তুলে তারা সব গুলো বানর কিনে ফেললো। এরপর দিন সেই সহকারী ও হাওয়া হয়ে গেলো। আর কোনদিন সেই গ্রামে ঐ দুজন কে দেখা যায়নি।

Moral of the story : Welcome to the Stock Market !!

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত