মূল্যহীন মা

মূল্যহীন মা

“জি বাংলা টিভি চ্যানেলের নাম শুনেছেন,নিশ্চয়.?হ্যা, সারাদিন সিরিয়াল চলে যেই চ্যানেলে।যেই চ্যানেলের নাম শুনলে অনেকে নাক সিটকায়।মেয়েদের আমৃত্যুর সঙ্গী বলেন যাকে।নাহ, আমি কোন সিরিয়াল চ্যানেলের সাফাই গাইতে আসিনি। সিরিয়ালের চ্যানেল গুলা আমিও কিছুটা অপছন্দই করি।
তবে কিছুটা পছন্দ করি,সেই পছন্দ থেকেই টিভি দেখি। আর এভাবেই, বেশ কয়েকদিন ধরে একটা শো-এর এডভারটাইজ দেখছি।

“দিদি নং-1” শো এর একটা এড-এ দেখলাম কিছু সেলিব্রেটি “বৃদ্ধাশ্রম”-এর কিছু মহিলাকে সাথে নিয়ে খেলতে এসেছে। তার মধ্যে একজনের বৃদ্ধাশ্রমের ইতিহাস ছিলো এইরকম যে

“ওই বৃদ্ধার এক কোটি টাকা সমমূল্যের একটা বাড়ি ছিল।স্বামী মারা গেছেন অনেক আগেই। ছেলের প্রতি ভালবাসা আর আস্থা ছিলো বলেই বাড়িটি ছেলের নামে লিখে দিয়েছিলেন।তার কিছুদিন পরই ছেলেটা তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর বলে,”বয়স হয়ে গেছে,এখানে আর থেকে কি করবে..!!””
আর বৃদ্ধা শো তে বলছেন,” ভাল থাকুক তারা।ওরা সুখে থাকলেই আমি সুখী।”

মহিলাটির মুখের দিকে তাকালেই কি এক আশ্চর্য রকম মায়া চলে আসছে।কেন জানি,চোখের কোনে পানি জমে এসেছিল। শো টা দেখার এক অদম্য ইচ্ছে আছে।

#কি আশ্চর্য,..!! যে মা এত ত্যাগ-তিতিক্ষায়, এত কষ্ট সহ্য করে একটা সন্তানকে বড় করে তোলে,তাকে কি করে বৃদ্ধাশ্রমে পাঠায়.?? “এক কোটি টাকার বাড়ির চেয়ে একটা মা এতটা মূল্যহীন.?
কোথায় আমাদের মূল্যবোধ,কোথায় আমাদের শিক্ষা.??
আমরা যে প্রতিনিয়ত “মায়েদের” কাছে ঋণী হয়ে চলেছি…
সবচেয়ে আশ্চর্য রকমের ঋণী হয়ে যায়,যখন এত কষ্ট দেওয়ার পরেও তারা দূয়া করে যায়”তোরা সুখে থাকলেই আমি সুখী.”

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত