মুখস্থ বিদ্যার পরিণাম

মুখস্থ বিদ্যার পরিণাম

ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষার প্যারাগ্রাফ আসে
Your aim in life. ক্লাসের সবাই গণহারে লিখতে থাকে,
তারা সবাই ডাক্তার হতে চাই। তারা কি সবাই বুঝে
লিখছিলো, তারা কি সত্যি ডাক্তার হতে চায়,নাকি
অন্য কিছু জানা নেই। প্রায় সব বইয়ে আছে, ডাক্তার
হওয়ার স্বপ্ন।মুখস্থ করেই লিখা।
.
ক্লাসে ডাক্তার হওয়ার স্বপ্ন ব্যক্ত করা মানুষগুলোর
মাঝে জেনিফার ও তার ব্যতিক্রম নয়। সে ও বাকিদের
মতো লিখলো, সে দিন ডাক্তার হবে।দেশের প্রত্যন্ত
অঞ্চলের মানুষদের সেবা করবে। বিনামূল্যে ঔষুধ দিবে।
মানবতার সেবার জন্য ডাক্তার হবে। আর শিক্ষক সবার
ডাক্তার হওয়ার স্বপ্নে গ্রামার আর স্পেলিং ভুল গুলো
দেখছিলো।প্রয়োজন ও মনে করলো না, একটি ক্লাসের ৬০
জন শিক্ষার্থীদের সবার কিভাবে ডাক্তার হওয়ার স্বপ্ন
থাকে? তার প্রশ্নের অর্থ শুধু বানান ও ব্যাকরণ ভুল
নির্ধারণ করা। শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে বিন্দুমাত্র
আগ্রহ নেই।
.
অপরদিকে একদিন জেনিফার ডাক্তার হয়। তাকে
মানবতার সেবায় নিজেকে নয়, সরকারের পক্ষ থেকেই
প্রত্যন্ত একটি গ্রামে তার পোস্টিং দেয়া হয়।
জেনিফার হতাশ হয়ে পড়ে। এতোদূর, এক গ্রামে কিভাবে
যাওয়া ও থাকা সম্ভব? বার বার উচ্চপর্যায়ের সাথে
যোগাযোগ করতে থাকে কর্মস্থল পরিবর্তনের জন্য। সবাই
তাকে আশা দেয়, কয়েকটা বছর যাক, এরপর না হয় শহরে
বা ভালো এক জায়গায় নিয়ে আনা হবে। জেনিফার
চেয়েছিলো সে শহরের কোনো হাসপাতালে চাকরি
করবে।অনেকটা বছর পার করে সে অবশেষে শহরের এক
সরকারি হাসপাতালে আসতে সক্ষম হয়। সে ভুলে
গিয়েছিলো, সে একদিন লিখেছিলো সে সারাজীবন
গ্রামের গরীবদের সেবায় কাটিয়ে দিবে। চিকিৎসার
অভাব থেকে বঞ্চিতদের সেবা করবে। আসলে এসব
কখনো তার কথা ছিলো না। এসব বইয়ের লেখকের কথা
ছিলো। যে তাকে সপ্তম শ্রেণীতে প্যারাগ্রাফে ১০ এ ৯
তুলতে সাহায্য করছিলো। তখন তো জেনিফার নিজেকে
প্রশ্নই করতে পারে নি সে কি হতে চেয়েছিলো।
ডাক্তার হলেও কি সে কি প্রত্যন্ত গ্রামে সারাজীবন
অবস্থান করে সেবায় কাজ করতে প্রস্তুত কিনা।
পরীক্ষার নম্বর কখনো তাকে এসব ভাবার সুযোগ দেয় নি।
.
সে এখন শহরেই আছে, ভালো আছে। তার পূর্বের কর্মস্থল
প্রত্যন্ত গ্রামটিতে এখন অন্য একজন আছে। যে নিজেও
একদিন জেনিফারের মতো তার স্বপ্ন ডাক্তার হওয়া
লিখেছিলো। আজ সেও শহরের কোনো হাসপাতালে
আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
.
তাই বলে প্রত্যন্ত গ্রাম কখনো তেমন ডাক্তার শূন্য থাকে
না। বদলাতে থাকে,অনেক বেশি বদলাতে থাকে।
.
সেদিন ডাক্তার হওয়া স্বপ্ন নিয়ে লেখা মানুষগুলোর
অনেকেই আজ ব্যাংকার বা ব্যবসা করছে। কিছু কর্মাস
আর আর্টসের বিষয় নিয়ে পড়েছে। কারণ সবার স্বপ্ন
গণহারে এক হতে পারে না। শুধু মুখস্থ বিদ্যায় এক হয়।

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত