ভালবাসার গল্প- আর্তনাদ

ভালবাসার গল্প- আর্তনাদ

কেমন আছিস রে? তোর উপর কেমন যেন মায়া হয়ে গেছে জানিস….?
তুই নিজেও এটা জানিস যে, তুই আমার ক্রাশ! আমার সারাদিনের প্রায় প্রত্যেকটা মুহূর্তে তোর কথা মনে পড়ে। কেন মনে পড়ে তা জানি না!!
ইদানীং তোর কিছু অপ্রত্যাশিত আচরণ উপলব্ধি করতে হচ্ছে।
,
অকারনেই আমাকে ফেসবুকে ব্লক করিস, মেসেঞ্জারে নাম পরিবর্তন করলে বকা দিস, যেকোনো পোস্টে মেনশন করলে বকা দিস ইত্যাদি ইত্যাদি।
কয়েকদিন আগেও ফজরের নামায পড়তে যাওয়ার সময় শীতের যন্ত্রণা থেকে বাঁচতে শার্টের কলার দিয়ে কান ঢাকার ব্যর্থ চেষ্টা করতাম !
,
খুব কষ্ট হতো তখন। কিন্তু বিশ্বাস কর, তোর এই ছোট্ট ছোট্ট মিসবিহেভ এর কারনে এখন তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই। কিন্তু কিছু বলতে পারি না।
তোর ব্যবহারে আমার শীতের কোমল চাদরটা ফালাফালা হয়ে যায় ! কিন্তু কিছু বলতে গেলে ভেতর থেকে কেউ একজন নিষেধ করে।
তবে একটা কথা কি জানিস?
,
কাউকে ‘”ভালবাসি” কথাটা বলার অধিকার অনেক আগেই হারিয়ে গেছে।
নিজের ভালবাসাটা নিজের হাতে মনের কারাগারে বন্দি করেছি।
সেই “ভালবাসা” নামক পাখিটা তোর মতো কোন ললনাকে দেখলেই পাখা ঝাপটে আর্তনাদ প্রকাশ করতে শুরু করে। কি ভয়ংকর সেই আর্তনাদ !
সেই “ভালবাসার ব্যক্তি” টা এখন অন্যের ঘরে খুব ভাল আছে হয়তো!
,
সেটাই থাকার কথা, চার বছরের অভিজ্ঞতার কাছে আমি তো মাত্র চার মাসের অতিথি ছিলাম।
হয়তো মনের কারাগারটা একদিন খুলবে, ভালবাসা নামক পাখিটা খুজে পাবে কোন এক নীড়। কে হবে সেই নীড়? কে জানে….
তুই হয়তো ভাবতে পারিস, আমার বর্ত্তমান পরিপ্রেক্ষিতে এসব কথা আমার সাথে মিলছে না।
হ্যা, না মেলারই কথা।
,
জানিস, একসময় আমিও “বর্তমান স্টাইলিশ” ছেলেদের মতো বখাটে ছিলাম। রাস্তায় অতিরিক্ত গতিতে সাইকেল চালানোর সময় হেডফোনে ফুল ভলিউমে গান শুনতাম, আর বাসায় ফিরে আব্বুর বকুনি শুনতাম (কোন এক হুজুর রিপোর্ট করায়)।
কিন্তু ঠিক কতটা গরম লোহার ছ্যাঁকা খেয়ে একটা বিষধর সাপ সাপুড়ের সাপ খেলার খেলোয়াড় হয় সেটা কি জানিস? জানিস না, আমরা কেউই জানি না।
আসলে জানার কোন ইচ্ছা নেই আমাদের, খেলা দেখলেই তো হলো,তাই না?
,
শুনেছি সময়ের স্রোতে মানুষ বদলে যায়। কে জানে, হয়তো আমিও সেই স্রোতেরই এক নির্বাক যাত্রী !
তবে একটা কথা, আমার সাথে কোন মিসবিহেভ করিস না। না হলে হয়তো দেখবি মিসবিহেভ করার মতো আর কাউকে পাবি না, হয়তো কালের স্রোতে হারিয়ে যাব।
তোকে নিয়ে মাঝে মাঝে কল্পনার দেশে হারিয়ে যাই,জানিস?
,
কি মিষ্টি সেই কল্পনার মুহূর্তগুলো !
মাঝে মাঝে তুইও কল্পনায় হারানোর চেষ্টা করবি।
ইচ্ছে হলে আমায় সাথে নিশ, কেমন?
ঘুম পাচ্ছে রে। ঘুমও এখন বেইমানী করে, জানিস? হালকা ঘুম পায়, কিছুক্ষণ ঘুমানোর পর কোন এক দুঃস্বপ্নে ঘুমটা ভেঙ্গে যায় !
তুইও ঘুমিয়ে পড়, ভয় নেই !
আমি আর তোর স্বপ্নে হানা দেবো না।।।
ভাল থাকিস।।
ইতি…………
.
,
কিছু কথা:
কাউকে অবহেলা করা যে কতবড় বোকামি
সেটা ঐ ব্যক্তি হারানোর পর বোঝাযায়।
তাই যাব যেমন মূল্য তাকে তেমনই মূল্যায়ন করা অতীবও জরুরী!

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত