অধরার জন্মদিন

অধরার জন্মদিন

বিজয় অপেক্ষা করছে… একটা ক্যাফেতে..
আজ অধরার বার্থডে…
সন্ধ্যা হয় হয় অবস্থা..
বিজয় বুঝতে পারছে.. কারো আগমন হচ্ছে..
৫ মিনিট পর..
ক্যাফেতে আগমন একটা নীলপড়ির…!!
অবশ্যই নীলশাড়ি পড়া…
হ্যা ,
অধরা চলে এসেছে..
-ম্যাডামের তাহলে সময় হলো..
-জি স্যার..
-শাড়িটায় তোমাকে অনেক ভালো দেখাচ্ছে…
-বুঝেছি.. আর পাম্প মারতে হবে না…
-যা সত্যি তাই বলেছি (মুড নিয়ে)
-বুঝেছি.. ক্যানো ডেকেছেন.. সেটা বলেন..
-……
-চুপ ক্যানো..
-…..
– কিছু তো বলবা..
– ভাবছি..
– কি?
– ৩ টা জন্মদিন কেটে গেলো তোমার সাথে…
– কই.. কেবল তো ২ টা গেল..
– না.. ৩ টা.
– কিভাবে..
-…
-…
দুজনেই চুপ..
শনশান নীরবতায় দূরের আবছা আবছা চলে যাওয়া গাড়িগুলোর শব্দও ভেসে আছে ক্যাফের ভিতর…
****
হঠাৎ ওয়েটারের আগমন..
-ম্যাডাম , আপনি কি অধরা..
-জ্বি..
-ম্যাডাম , এটা আপনার জন্য..
-কে দিয়েছে..
-পরিচয় বলেনি..
-ওহ.. (অবাক হয়ে)..
***
বিজয় মিটি মিটি হাসছে..
-তুমি হাসছো ক্যানো..
-এমনি..
**
৩০ মিনিট পর..
-চলো যাওয়া যাক..
– আরেকটু বসো…
– ক্যান…
– দেখোই না (নির্বাক জবাব বিজয়ের)
আরো ৫ মিনিট কেটে গেলো…
অধরা আর বিজয় মুখোমুখি বসে আছে..
মাঝে মাঝে দুজনেই মিটিমিটি করে হেসে উঠছে..
কারনটা হতে পারে, ওদের পরবর্তী সুখকর জীবনটা ওরাই সাজিয়ে নিচ্ছে..
ওদের গল্পে আশে পাশের কোনোকিছুই বাধা দিচ্ছে না..
কেটে গেলো আরো কিছুক্ষন
..
হঠাৎ করে পুরো ক্যাফে উজ্জল হয়ে গেল..
অধরা অনেকটা ভয় পেয়ে গেলো..
এতক্ষনে সে লক্ষ্য করল, পুরো ক্যাফে জুড়ে ওরা দুজন ছাড়া আর কেউ নেই…
আড়াল থেকে একটা পরিচিত কন্ঠ ভেসে আসছে,
“হ্যাপী বার্থডে টু অধরা” হুম, কন্ঠটা বিজয়ের..
কিন্তু সে তো তার সামনে বসে আছে..
আড়ালে কে???
ভাবনার শেষ হওয়ার আগেই আড়াল থেকে বেরিয়ে আসলো সোহান, রুমী, হাসান সহ ওদের আরো কিছু ফ্রেন্ড..
সাথে বার্থডে কেক…
অবাক হয়ে তাকিয়ে আছে অধরা..
– এগুলা কি??
অধরার প্রশ্নের উত্তর দেওয়ার মত কেউ যেনো নেই…
পুরোটাই তার অবাক হওয়ার সময়….
..
অন্যরকম বার্থডে সেলিব্রেট হলো অধরার..
..
বিজয় সবসময় ব্যতিক্রমটাই করে, এটা জানা ছিল অধরার কিন্তু এতটা ব্যতিক্রম সে ভাবতে পারেনি…
*****
**
রাত ১১ টা ৫৯ মিনিট..
বিজয়ের ম্যাসেজ..
-গিফটটা কেমন হয়েছে?
..
ম্যাসেজ পেয়েঈ অধরার অবাক..
তার দিনটাই যেনো আজ অবাক হওয়ার…
গিফটা তাহলে বিজয় দিয়েছে..
ঠিক.
৩ বছর আগে.
অধরার একটি বার্থডেতেই..
অচেনা একটা ছেলে.
এই ক্যাফেতেই অধরাকে দেখে.
ওয়েটারের মাধ্যমে একটা গিফট দিয়েছিলো.
যেটা অধরা আজো জানেনা কে দিয়েছিলো…
তবে,
আজকের গিফট আর ৩ বছর আগের গিফটটা.. মিলে গেছে..
**
এবার অধরা বুঝতে পারলো,
বিজয় ক্যানো বলেছিল, অধরার সাথে এটা তার ৩য় বার্থডে..
বিজয়কে মাঝে মাঝেই এমন রহস্যময় আচরনে দেখতে ভালোই লাগে অধরার…
এমন কাউকেই অধরা আশা করেছিল তার জীবনে,
যে তার সময় গুলোকে পাগলামী আর রহস্যের মধ্য দিয়ে আনন্দময় করে তুলবে…

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত