সব মেয়েরা এক নয়

সব মেয়েরা এক নয়

মেয়ে: আমি Break Up চাই!

ছেলে: Break Up! করলে তুমি খুশি হবে?

মেয়ে: হুম।

ছেলে: ওকে,তোমার খুশি মানে আমার খুশি। মনে হয় অন্য কাউকে পেয়েছো?

মেয়ে: না,আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শুনেছি অনেক টাকাও আছে ছেলেটার!

ছেলে: কিন্তু,তুমি  আমাকে কথা দিয়েছিলে যে, আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না? এত তাড়াতাড়ি ভুলে গেলে সেইসব কথা!

মেয়ে: না ভুলিনি।

ছেলে: তাহলে কেনো বলেছিলে সেই দিন এই কথা।কেন?

মেয়ে: আবেগের বশে।

ছেলে: ও তাই?

মেয়ে: হুম।

ছেলে: ঠিক আছে,কিন্তু যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে দেখেছো তুমি? মেয়ে: না।

ছেলে: না দেখেই রাজি হয়ে গেলে? কিন্তু,ছেলে কি করে শুনতে পারি কি? মেয়ে: চাকরি করে।

ছেলে: কিসের চাকরি?

মেয়ে: মাল্টিন্যাশনাল কোম্পানিতে!

ছেলে: বেতন কত পায়?

মেয়ে: ১ লক্ষ টাকা।

ছেলে: wOw ১ লক্ষ টাকা? হুম এতক্ষণে বুঝতে পারলাম যে কেনো তুমি Break Up চাইছো?

মেয়ে: কেনো?

ছেলে: কারণ,ছেলেটা বেশি টাকার বেতনে চাকরি করে।তোমাকে অনেক খুশিতে রাখতে পারবে।আর,আমি তো মাত্র ১০ হাজার টাকার বেতনে চাকরি করি।তাই আমার সাথে থাকা তোমার পক্ষে সম্ভব না এজন্য Break Up করতে চাও!

মেয়ে: হুম তাই।তাহলে বুঝতে পারছো যেহুতে আর,প্রশ্ন করছো কেনো?

ছেলে: কাউকে জোর করে ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই! ভাল থেকো সুখে থেকো সুখী হও তোমরা! (ওকে বাই ) এই বলে ছেলেটা রিলেশন Break Up করে চলে গেলো! পরের দিন,মেয়েটার কাছে একটা চিঠি আসলো Break Up হওয়া ছেলেটির চিঠি ছিল! চিঠিতে লেখা

ছিলঃ- ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিবো, কিন্তু না তার আগেই তুমিই আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে!তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে আর কেউ না সেটা আমি! আমি তোমাকে আমার বেতনের অংকটা তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম। কারণ, আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কম বেতনের একজন মানুষকে কতটুকু ভালোবাসো! কিন্তু তুমি টাকাকে ভালবাসো,আমাকে না! জানি অনেক কষ্ট হবে তোমাকে ভুলতে আমার।

কারণ তুমি না হয় অভিনয় করেছো আমার সাথে,কিন্তু আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালবেসে ছিলাম! যারা টাকাকে ভালবাসে তাদের মনে কখনও মানুষের প্রতি ভালবাসা থাকে না থাকতে পারে না! আর,এইটা তোমাকে ভাল না বাসলে কখনও বুঝতাম না যে মেয়ে মানুষ কত লোভী! সব মেয়েরা এক নয়। কিছু কিছু মেয়ে আলাদা।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত