অপরিচিতা ক্রাশ

অপরিচিতা ক্রাশ

সেদিন আমি দেখলাম অনেক গুলো ফেন্ড রিকুয়েস্ট এসেছে আমার আইডিতে। আমি দেখলাম কয়েকটা আইডি থেকে অনেক ম্যাসেজ ও এসেছে আমার আইডি তে। তো আমি কিছু ম্যাসেজের উত্তর দিলাম। আর ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করলাম। সেখানে সাবিরা সাইমুম সনি নামের একটি আইডি ছিল। আমি কৌতুহলপুর্ণ অবস্থায় একটি ম্যাসেজ দিলাম।
নাজমুল : সালাম নিবেন কে আপনি জানতে পারি..?
সনি: হুম আপনার গল্প পড়ি ভালো লাগে আমি একটা মেয়ে।
নাজমুল : হুম।।
সনি : আপনার গল্প আমার খুব ভালো লাগে।
নাজমুল : ধন্যবাদ। আমি একজন ক্ষুদে লেখক।
সনি : আমার তো আপনার গল্প ভালো লাগে।
নাজমুল : আপু আপনি আমার কোন কোন গল্প পড়েছেন.?
সনি : পড়েছি।অনেক শেষ পড়লাম ছলনাময়ী ভালোবাসা।
নাজমুল : অহহ আচ্ছা আপনি কিসে পড়েন গো আপু।
সনি : আমি অনার্স ১ম বর্ষে একাউন্টিং এ পড়ি। আপনি কিসে পড়েন.?
নাজমুল : বললে বিশ্বাস করবেন তো.?
সনি : কেন করব না।
নাজমুল : কারন কাউকে বললে বিশ্বাস করে না।
সনি : বলুন।
নাজমুল : ১০ ম শ্রেনিতে পড়ি।
সনি : অহহ আচ্ছা। আপনার বাসা কোথায়..?
নাজমুল : টাংগাইল। আপনার.?
সনি : বগুড়া। এত ছোট বয়সে লেখালেখি পড়ালেখা তো নষ্ট হয়ে যাবে।
নাজমুল : তেমন পড়া লেখার ইচ্ছে নেই তবে লেখক হওয়ার ইচ্ছে আছে অনেক।
সনি : আমার মতো পড়া চোর নাকি?
নাজমুল :হুমম পড়া চুরি করতে ভালো লাগে কিন্তু স্কুল বন্ধ থাকলে মন খারাপ থাকে।
( সেদিন আর কোনো কথাবার্তা হয়নি সনির সাথে আমার পরের দিন সনি ম্যাসেজ দিল )
সনি : Hi…
নাজমুল : Hello…
সনি : কেমন আছেন?
নাজমুল : ভালো আপনি?
সনি :ভালো। আপনার গল্পের পরের পার্ট দিচ্ছেন না কেন?
নাজমুল : পাবেন আজকেই।
সনি : একটা কথা বলি?
নাজমুল : হুমম বলেন….
সনি : আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি..?
নাজমুল : হুমম। Why Not..?
সনি : আচ্ছা। তাহলে তুমি করে বল আমাকে….
নাজমুল : আপনি তো আমার অনেক বড়।
সনি : আমি কি তুমি করে বলতে পারি আপনাকে.?
নাজমুল : হ্যা অবশ্যই।
সনি : তাহলে তুমিও আমাকে তুমি করে বলবা বন্ধু হিসেবে…
নাজমুল : আচ্ছা ঠিক আছে।
সনি : এবার ঠিক আছে। আচ্ছা ভাইয়া তোমার গল্পের নায়িকার সুইট নাম দিবা।
নাজমুল : দিব ঠিক আছে। তবে তো সুইট নাম খুজে পাই না একটা সুইট নাম বলে দাও আমাকে।
সনি : আচ্ছা ভেবে বলতে হবে।
নাজমুল : আচ্ছা। বল তাহলে কি নাম দিব.?
সনি : আমার নাম দিতে পার।
নাজমুল : ”’সাবিরা সাইমুম সনি”’ নামটা তো বড় হয়ে যায়।
সনি : তাহলে সনি দাও।
নাজমুল : আচ্ছা।
সনি : আমি তোমাকে জোর পুর্বক দিতে বলছি না। মন চাইলে দিতে পার
নাজমুল : আচ্ছা।
সনি : আমি না দুইটা পেজে কাজ করতাম…
নাজমুল :হুমম। তবে করো না কেন.?
সনি : আমি পড়ালেখা পরিক্ষা নিয়ে ব্যস্ত থাকি তাই সামলাতে পারি না।
নাজমুল : অহহ আচ্ছা। সরি রিপ্লে দিতে দেরি হওয়ার জন্য।
সনি : বন্ধুত্বের মাঝে কোনো সরি নেই।
নাজমুল : আমার মাঝে মাঝে রিপ্লে দিতে দেরি হয়। এজন্য রাগ করো না।
সনি : আমার রাগ খুব বেশি তবে সবার সাথে করি না।
নাজমুল : আমার ও ঠিক একই অবস্থা।
সনি: আচ্ছা তোমার ছলনাময়ী ভালোবাসা গল্পের পর কি গল্প লিখবা.?
নাজমুল : এখনো ঠিক করি নি।একটা গল্প বলে দাও না….
সনি : আচ্ছা বলব পরে কিন্তু আমার গল্প কিন্তু লিখতে হবে ।
নাজমুল : আচ্ছা লিখব।
সনি : জানো আমি সব সময় সবাইকে হাসি খুশি রাখি, কিন্তু কেউ আমাকে বুঝে না।
নাজমুল : আমারেও কেউ বুঝে না।
সনি : তোমার গার্লফেন্ড নেই.?
নাজমুল : না নেই ছিল চলে গেছে।
সনি : কেন।
নাজমুল : বলব নি কোনো একসময় সে এক বিশাল ইতিহাস।
সনি : আচ্ছা, তুমি এরপর থেকে আর কষ্টের গল্প লিখবা না।
নাজমুল : কেন.?
সনি : তুমি শুধু ভালো গল্প লিখবা। পাগল কষ্টগুলো প্রকাশ না করাই ভালো।
নাজমুল : আচ্ছা। চেষ্টা করব। সব মিলিয়ে লেখার।
সনি : আচ্ছা এখন কি করো তুমি.?
নাজমুল : বসে আছি, বাহিরে যাব।তুমি কি করো..?
সনি : চাচতো বোনদের সাথে আড্ডা দিচ্ছি।
নাজমুল : তাই নাকি, আমাকে একটা দেওয়া যাবে একটা চাচতো বোন তোমার।
সনি : যাবে তো।
নাজমুল : দাও তাহলে।
সনি: এই পাগলা…
নাজমুল : হুমম বলো।
সনি : সব সময় তুমি কি ভাবো.?
নাজমুল : কি যে ভাবি সেটাই তো জানি না।
সনি : আমি জানি তুমি তোমার গার্লফ্রেন্ড কে নিয়ে ভাবো। তোমার গার্লফেন্ড নেই তো কি হইছে। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন।
নাজমুল : হুমম।
সনি: জানো আমার কোনো অভাব নেই। শুধু ভালোবাসার অভাব। কেউ স্বার্থছাড়া কারও সাথে মিশে না।
নাজমুল : জানি আমি। তবে আমি আজ খুব খুশি….
সনি : কেন.?
নাজমুল : কেন আবার। তোমার মতো বন্ধু কি সবার ভাগ্যে থাকে। থাকে না। তোমার মতো ভাল একটা সিনিয়র বন্ধু আছে বলে আমি খুশি।
সনি : এতো বেশি করে বলছো কেন.?
নাজমুল : বলব না কেন। তোমার মতো একটা বন্ধু পাইছি। আমি বলবই।
সনি : আচ্ছা, তুমি কি নামাজ পড়ো.?
নাজমুল : পড়ি মাঝে মাঝে।
সনি : পাচ ওয়াক্ত নামাজ পড়বা। যেন এক ওয়াক্ত ও না মিস হয়। তাহলে খবর আছে তোমার.
নাজমুল : আচ্ছা, তুমি কি নামাজ পড়ো.?
সনি : হ্যাঁ আমি প্রতিদিনই পাচ ওয়াক্ত নামাজ পড়ি, সকালে কোরআন শরীফ পড়ি।
নাজমুল : আচ্ছা। আমি তোমাদের বগুড়া গিয়েছিলাম এক বছর আগে।
সনি : সত্যি বলছো। কেন এসেছিলা গো?
নাজমুল : স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম মহাস্থানগড়।
সনি : মহাস্থানগড় আমাদের এখান থেকে মাত্র ৩০ মিনিটের রাস্তা।
নাজমুল : ইস রে। কেন যে তোমার সাথে এক বছর আগে পরিচয় হলো না।
সনি : হলে কি করতে?
নাজমুল : হলে তোমাকে দেখতাম।
সনি : তাহলে আজ আসো আমি মার্কেটে যাচ্ছি।
নাজমুল : খুব ইচ্ছে করতেছে তোমাকে দেখার।
সনি : তাই। আচ্ছা তাহলে ১৪ই এপ্রিল আসো।
নাজমুল : আসব কোনো একসময়।
সনি : আচ্ছা। তোমার পরিবারে কে কে আছে।
নাজমুল : মা বাবা আমি আর আমার আদরের ছোট বোন। তোমার কে কে আছে…?
সনি :মা বাবা ১ ভাই তিন বোন তন্মধে আমি ছোট।
নাজমুল : অহহ আচ্ছা।
সনি: কি করো গো.?
নাজমুল : বসে আছি। তুমি কি করো.?
সনি : আমিও অন্ধকার ঘরে।
নাজমুল : অন্ধকারে কেন.?
সনি: জীবনের আলো দেখার মতো কেউ নেই।
নাজমুল : না এগুলো করো না।
সনি : আচ্ছা। লাইট জ্বালিয়েছি। বাই
নাজমুল :বাই।

( পরের দিন আবার ম্যাসেজ দিল সনি)
সনি : অই কি করো.?
নাজমুল : তোমার সাথে ম্যাসেজ করি। তুমি কি কর.?
সনি : কিছু না। আমার মন খারাপ।
নাজমুল : কেন.?
সনি: কিছু সময় আছে কারন ছাড়াই মন খারাপ থাকে?
নাজমুল :মন খারাপ করো না।সবসময় হাসি খুশি থাকবা।
সনি : আচ্ছা। তোমার আমাকে দেখতে ইচ্ছে করে.?
নাজমুল : দেখতে ইচ্ছে করে খুব কিন্তু তোমার পিক চাওয়ার সাহস পাই না।
সনি : দাড়াও দেখাচ্ছি…
নাজমুল : আচ্ছা।
( একটা পিকচার দিল সনি)
নাজমুল : তুমি এতো সুন্দর কেন গো.?
সনি : বাড়িয়ে বলো না গো।
নাজমুল : আমি তোমার পিক দেখে ক্রাশ খাইছি।
সনি : ঐ পাগল।
নাজমুল : আমি ক্রাশ খাইছি। আমার সাথে প্রেম করবা?
সনি: আমি তোমার বড়।
নাজমুল : আচ্ছা।
সনি : আমি তোমার বড় আপু।
নাজমুল : যাও মজা করলাম তবে তুমি অনেক সুন্দর। আমি চাই তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হও।
সনি : আমিও সবসময় চাই তোমার মতো ভালো একটা বন্ধু।
(সবার কাছে দোয়া চাই সাবিরা সাইমুম সনির জন্য আর আমার জন্য আমাদের এ বন্ধুত্ব যে আজীবন বেচে থাকে)
উৎস্বর্গ : মেহেদী হাসান আফ্রিদ্রি।
তোমার জন্য আমাদের বন্ধুত্ব এগিয়ে গেছে বহুদুর।

…………………………………………..সমাপ্ত…………………………………………

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত