বাস্তবতার গল্প

বাস্তবতার গল্প
– পৃথিবী তে যদি কাউকে ভালবাসতেই হয় ,
তাহলে সব কিছুর বিনিময়ে নিজেকেই
ভালবাসুন ।
যদি কোন কিছুর উপরে ভরসা করতে
হয় , তাহলে নিজের উপরেই ভরসা
রাখুন ।
কারণ আপনি যদি নিজেকেই ভালবাসতে
না পারেন , তা হলে অন্য কাউকে
কেমন করে ভালবাসবেন ।
যদি নিজের উপরেই কোন ভরসা না পান ,
তাহলে অন্যের উপরে কেমন করে
ভরসা পাবেন ।
জীবনটাকে সব সময় নিজের মতো
করে সাজানোর চেষ্টা করুন ।
কারণ আপনি যদি অন্য কারো
মতো করে জীবনটাকে সাজিয়ে নেন ।
তাহলে পরে শুধুই কষ্ট কষ্ট আর   শুধুই কষ্ট ,
করণটা হলো আপনি যেই মানুষটার
মতো করে  জীবনটাকে সাজিয়েছেন
সে কোন না কোন দিন আপনাকে
ছেড়ে চলে যাবেই এটাই সত্যি ।
আর যদি নিজেকে নিজের মতো
করে সাজিয়ে নিতে পারেন তাহলে
নিজের মাঝে কারো শূন্যতার কষ্টটা ভোগ
করতে হবে না ।
আপনার আত্তা কোনদিন আপনার
সাথে ধোঁকা দিবে না ,
একে বারে শেষ পর্যন্ত আপনার
সাথেই থাকবে ।
শুধু বডিটাকে ছেঁড়ে চলে যাবে ,
আর আপনার কল্পনা আপনার চিন্তা
আপনার সকল সৃতি আপনার
সুখ , দুঃখ আপনার সকল
আফসোস সব একই থাকবে ।
আপনার বডি এর আকৃতি থাকবে
কিন্তুু , এখন এর মতো কোন
বড়াই থাকবে না …. হা হা হা কী
আজব তাই না ।
তাহলে কেন এতো রেসারেসি কেন ।
আসলে আমরা যাই বলি না কেন
এই সমাজে এটা বন্ধ হবার না ।
মনটাকে মানাতেই হবে যে আমি আমরা
মতো ।
আমি কারো মতো হতে চাই না ।
জানি এই  পৃথিবীতে ভালো মানুষ এর
সংখ্যা অনেক কম ,
কিন্তুু নিজের প্রতি আস্থা রাখতে হবে ,
সবার জীবনে  একটা ভালো মানুষ এর সন্ধান
মিলবে ।
হতে পারে সে অন্য কারো কাছে খারাপ
কিন্তুু আপনার কাছে ভালো হতে পারে ।
কারণ সকল মানুষ এর ভালো খারাপ দুই দিক আছে
কারো কাছে ভালো নয়তো কারো কাছে খারাপ ।
– আরে সাহরিয়া এতো রাতে স্টেশন  এ বসে থেকে 
বক বক করছিস কার সাথে (রাজু) । 
– কারোর সাথে না নিজের মন কে বুঝাইতেছি । 
– তো স্টেশন  এ কী করছিস । 
– কীছু না ঢাকাই যাবো । 
– ঢাকাই গিয়ে থাকবি কই । 
– এতো বড় একটা দেশ এ থাকার
যায়গা ঠিক হবে ।
– বুঝলাম খাবি কী ।
– শোন ভাই আমি কারো উপরে কোন
ভরসা নিয়ে ঢাকাই যাচ্ছি না ,
আমার নিজের উপরে যথেষ্ট ভরসা আছে ।
যারা অন্য কারো উপরে ভরসা করে
যাবে তারা সেই চিন্তা করবে ।
বিরক্ত না করে কেটে পড় ।
রাতের মধ্যে ঢাকা ………
থাকার যায়গা হয়ে গেছে … স্টেশন এ ।
এবার একটা  চাকরি ।
অনেক অফিসে গেলাম …।
– তাঁদের নাকি আগে টাকা দিতে হবে ।
আমি যেটা পারি সেটা কোন অভিজ্ঞতা না
কোন অফিস কত বছর যাবত চাকরি করছি
সেই অভিজ্ঞতা লাগবে ।
আজব দেশের আজব মানুষ ……।
আর এক অফিসে গেলাম জিজ্ঞেস
করলো …
– কী কী পারো ।
– কাজের মতো কম্পিউটার এর সব
পারি , ভালো কথা বলতে পারি ,
গান পারি ।।
– কম্পিউটার সার্টিফিকেট দেখি ।
– আসলে স্যার  কম্পিউটার সার্টিফিকেট তো আনা হয় নাই ।
আপনি চাইলে আপনার যা ইচ্ছা কাজ দেন আমি
করে দিচ্ছি ।
– না কম্পিউটার সার্টিফিকেট ছাড়া হবে না ।
– এবার দেখেন … হালাই মনে হয়  কম্পিউটার সার্টিফিকেট
ধুয়ে পানি খাবে … নিজের ট্যালেন্ট এর কোন
দাম নাই ।
আর এক অফিসে গেলাম …
– সব ঠিক আছে , কিন্তুু  সার্টিফিকেট দেখে
বলে  কেমিস্ট্রি এর একটু মার্ক খারাপ ।
– মুখের উপরে বলতে লাগলাম ,
আচ্ছা স্যার আমি এখানে ডাক্তার , ইঞ্জিনিয়ারিং
নাকি  বিসিএস এর এক্সাম দিতে আসছি ।
আমি তো একটা ছোট চাকরি এর জন্য
আসছি তাই না ।
তা হলে আপনাদের এতো প্রবলেম কী ।
আপনার কাজের মতো তো সব পারি তাই
না , তা হলে সমস্যা কীসের ।
হ্যাঁ এতো বাহানা না করে বললেই তো
পারেন দিতে পারবেন না ।
ওহহহহহ হ্যাঁ বুচ্ছি হাতে কিছু ধরাই
দিলেই চাকরি হইব তাই না ।
ঘুষ যখন খাবেন লুকিয়ে কেন
সরাসরি বললেই পারেন ।
অতঃপর জেল খানাই …।
কিচ্ছু করার নাই এটাই বাস্তবাতা
আর  এটাই আমাদের সমাজ ।
এই জন্যই আগেই উপরের
কথা গুলো বলে নিছিলাম ।
এখানেই থেমে গেলে চলবে না ,
তাহলে জীবনটা এখানেই শেষ ।
কোথাও হয়তো একজন
 আমার মতো কারোর অপেক্ষা
করছে ।
আর আমাকে সেখানেই পৌঁছাতে
হবে ।
সমুদ্রের মঝে যদি একটা জাহাজ
ডুবে যায় ,
সেখান থেকে তীরে আসাটা যেমন
কঠিন বাস্তবতা ।
তেমনি ওই লোকটির
কাছে পৌঁছাতে  মাঝের যেই সময়টি
প্রবাহিত হয় সেটা ও তেমনি বাস্তবতা ।
এই দুটোর মাঝেই যদি আমরা হাল
আর নিজের প্রতি ভরসা হারাই তাহলে ।
সমুদ্রের মঝে ডুবে যাবো এটা যেমন
সত্যি ।
তেমনি বাস্তব জীবনে মরতে
হবে এটাও ঠিক তেমনি সত্যি ।
তাই আসুন নিজেকে ভালোবাসি ,
শেষ পর্যন্ত চেষ্টা করি ।
হাত গুটিয়ে বসে থাকার চেয়ে
চেষ্টা করে মরে যাওয়া বা
ডুবে যাওয়া ভালো ।
আসলে আমরা যায় করি না কেন
পুরো জীবনটাই বাস্তবতা ।
খারাপ সময়টায় যে বাস্তবতা
সেটা কিন্তুু না ভালো খারাপ সব মিলিয়েই
বাস্তবতা ।
বাস্তবতাকে নিয়ে লেখার কোন
শেষ নেই ।
সবার জীবনের বাস্তবতা গুলো আলাদা আলাদা ,
এটা যেমনটা সত্যি আবার তেমনটা ভুল ।
কারণ একজনের বাস্তবতা ১০০ জনের সাথে
মিলে যেতে পারে … আবার
অন্য ১০০ জনের সাথে না ও মিলতে পারে ।
একটা কথা নিজের মনকে বোঝান ।।
যদি ভাবেন কষ্টে আছি , তাহলে কষ্টে
আছি । যদি কষ্টের মাঝে ও ভাবেন
সুখে আছেন তাহলে সুখে আছেন ।
সব কিছুই আপনার ওপরে  ।
         >>>>>>তাই<<<<<<
আমি তো আমার মতো  হি হি হি ।
        >>সমাপ্ত<<
গল্পের বিষয়:
অনুপ্রেরণা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত