একটি সুইসাইড নোট

একটি সুইসাইড নোট

অনেক অসহ্য যন্ত্রণা হচ্ছে । আর বাচঁতে ইচ্ছে করছেনা ।
যন্ত্রণা এতোই তীব্র যে বারবার সিদ্ধান্ত নিচ্ছিলাম
সুইসাইড করবো । এবার রেজাল্টের পর চারদিকের
মানুষের হাসিঠাট্টা আর সহ্য হচ্ছে না । না এবার আর
রাখবো না এই জীবন ।
.
আজ রাতেই নিজেকে শেষ করে দিবো ভাবছি ।
সারাদিন ছটফট করছি, রাতের জন্য অপেক্ষা । একটি
মানুষ কতটা ডিপ্রেশনে থাকলে নিজেকে শেষ করে
দিতে চায়, বুঝুন একবার । আজ আমিও বুঝলাম মানুষ কেন
সুইসাইড করে ।
.
অবশেষে রাত হলো । বাসার সবাই এখন খেতে বসবে,
আমি রুমে শুয়ে থেকেই সময় কাটাই এই কয়দিন । মানুষের
হাসির পাত্র হবার থেকে একা থাকতেই ভালো লাগে ।
দুইবার মা খেতে ডাকলো, বলেছি খাবো না । এরপর
ভাইয়ারা এসে নিয়ে গেলো । সত্যি বলতে জীবনে কঠিন
সময়ে আমার পরিবারের সবাই খুব পাশে আছে আমার ।
.
আম্মা, আব্বু ভাইয়া সবাই নিজে হাতে তুলে খাইয়ে
দিচ্ছে আমাকে। আজ কেনো জানি অনেক সুন্দর লাগছে
পৃথিবীকে । খুব সুখি মনে হচ্ছে, হয়তো চলে যাবো সেজন্য

.
সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়েছে । আম্মা আর
ভাইয়ারা এসে অনেক বুঝাইছে মানুষের কথায় কিছু মনে
না করতে । নিজের মতো চেষ্টা করে যা । মাথা নাড়িয়ে
সম্মতি জানালাম । সবাই যে যার মতো রুমে চলে গেলো।
আজকে সবার ভালোবাসাটা একটু বাড়ছে। নাকি আমার
কাছে এরকম মনে হচ্ছে বুঝতে পারছি না ।
.
সবাই ঘুমিয়ে গেছে, আমিও রুমের দরজা লক করে একটি
সুইসাইড নোট লিখতে বসলাম । যতোই লিখছি, ততোই
চোখে ভাসছে মা-বাবার স্নেহ ভালোবাসা, আমার জন্য
কত কষ্ট করে বাবা, তা চোখে ভাসছে । ভাইদের
ভালোবাসা চোখে ভাসে । রাতে খালি মানিব্যাগ
টেবিলের উপর রাখি, সকালে দেখি টাকা ভর্তি । বুঝতে
বাকি থাকেনা “আম্মা নাইলে ভাইয়ার কাজ এটা । এতো
ভালোবাসা সুইসাইড নোট লিখতে চোখে ভাসছে ।
.
সুইসাইড নোট লিখতে লিখতে চোখে পানি এসে গেলো ।
মুহূর্তের জন্য থমকে গেলাম, লেখা বন্ধ করে চিন্তা
করলাম আমি কি ঠিক করছি । কার জন্য কেন সুইসাইড
করবো, অন্য মানুষের জন্য কেন নিজের জীবন দিবো ।
আমার কাছে আমার পরিবার তো সব, আমার পরিবার
আমাকে এতো ভালোবাসে, সেখানে অন্য মানুষের কথায়
কি আসে যায় ।
.
সব চিন্তা করে ছিঁড়ে ফেলে দিলাম সুইসাইড নোট ।
চোখের পানি মুছে ফেলে প্রতিজ্ঞা করলাম পরিবারের
ইচ্ছে পূরণ করবো । অন্য কে কি বলছে তাতে কান দিবো
না আর । নিজের জীবন সুন্দর করার প্রতিজ্ঞা করলাম ।
আবারো নতুন করে শুরু করবো ।
.
[বিঃদ্রঃ- এটি আমার জীবন কাহিনী নয়, শুধু তাদের জন্য,
যারা সুইসাইডের মতো মারাত্মক সিদ্ধান্ত নেয়]

গল্পের বিষয়:
অনুপ্রেরণা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত