কালরাত্রি

কালরাত্রি

প্রসাদবাবু নিবিষ্ট চিওে যথারীতি দাবা খেলছিলেন আমাদের ক্লাবে। আমরা সবাই তাঁর ভ্রুকুটি অগ্রাহ্য করে চারদিকে ঘিরে বসে পড়লুম । বললুম, ‘অনেকদিন আপনার জীবনের কাহিনী শুনিনি আমরা রায়মশাই, আজ একটা শোনাতেই হবে।’

চিত্তপ্রসাদ বিরক্ত মুখে বললেন, ‘উ: জ্বালিয়ে মারলেন আপনারা । আপনাদের এই ক্লাবে আসা দেখছি বন্ধ করতে হবে। যা হোক, গল্প শুনতে চাইছেন যখন, শোনাব। কিন্তু এই শেষ । আমরা সমবেত ভাবে মাথা নেড়ে বললুম, ‘না, না, তা কি করে হয় ? তবে এইটে শোনার পর আর মাসখানেক কিছু শুনতে চাইব না, কথা দিচ্ছি আমরা ।’

চিত্তপ্রসাদ বললেন, ‘বেশ। মাসখানেক পরে আমাকে আার ইহজগতে দেখতে পাবেন কিনা আপনারা কে জানে। এখন গল্প যে শুনতে চাইছেন, কিসের গল্প শুনতে চান, বলুন। আমার জীবনে অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতা তো বড় কম হয়নি। কাজেই, কি ধরনের গল্প শুনতে চান জানালে সুবিধে হয় ।

বিকাশ বলল, ‘আচ্ছা রায়মশাই, আপনি তো বিখ্যাত উকিল আবার আইনসভার সদস্য ছিলেন। মানে, আপনি আইনের স্রষ্টা এবং ব্যখ্যাতা দুই-ই। আপনি জেনেশুনে, ইচ্ছে করে কোনদিন আইন ভেঙেছেন ? চিত্তপ্রসাদ গম্ভীর মুখে কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘আইন আমি অনেকবারই ভেঙেছি । তার জন্যে জেলও খেটেছি। তবে সে আইন ছিল বিদেশী সাম্রাজ্যবাদীর, আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া আইন । আপনি বোধ হয় সে রকম আইনের কথা বলছেন না। আপনি জানতে চাইছেন, আমি এমন কোন অপরাধ করেছি কিনা যা সর্বদেশে সর্বকালের সামাজিক আইনে বিরোধী, তাই না ? হ্যাঁ, করেছি । আমার চোখের সামনে ঘটা একটা হত্যাকাণ্ডের সমস্ত সাক্ষ্য প্রমান লুপ্ত করেছি এবং হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দিইনি। এই কাজ কোন দেশের আইন সহ্য  কবে না, তা দেশ স্বাধীন বা পবাধীন যাই হোক না কেন ?’

আমরা বিস্ফারিত চোখে সমস্বরে বললুম, কী সর্বনাশ। এরকম কান্ড করতে গেলেন কেন ? চিত্তপ্রসাদ দাবার বোর্ড সবিয়ে রেখে বললেন, ‘করেছিলুম ; সে কাহিনীই তাহলে শুনুন । তবে  সেটা একটা এতই অবিশ্বাস্য ঘটনা যে আপনারা হয়তো সব শুনে বলবেন বুড়োর ডবল ভীমরতি হয়েছে । তা, যা খুশি আপনার বলতে পারেন, আমাব কিছুই যায় আসে না । আগে এ সব অভিজ্ঞতার গল্প বলতে ভয় পেতুম, আজ আর পাইনে । জীবনের প্রান্তে দাডিয়ে এসে সমালোচনা, প্রশংসা সবই আমার কাছে তুলামূল্য।

“উনিশশো তিরিশ থেকে উনিশশো চল্লিশেব মধ্যে আমি অজস্রবার জেল খেটেছিলুম। এই একটা জ্বালাময়ী বক্ততা দিলুম, ধরে নিয়ে তিন মাস পুরে দিলে। । আবার বেবিয়ে এসে বিলিতি কাপড়ের দোকানের সামনে পিকেটিং করলুম, দু মাসের জন্য ঢুকিয়ে দিলে । এই রকম চলছিল । এরই মধ্যে আমার ওকালতিও চলছিল, নামও হচ্ছিল ।

এই সময় বোধ হয় উনচল্লিশ কি চল্লিশ সাল হবে, হ তাৰ একদিন আমার কাছে আমার বন্ধু চন্দ্রশেখরের জরুরী তলব দিযে এক টেলিগ্রাম এসে হাজির । চন্দ্রশেখর ছিল বর্তমান মান্দী জেলার বকুলপুর গ্রামের জমিদার, আমার ছোট বেলাকার বন্ধু। তার আহ্বান অগ্রাহ্য করতে পারিনে। কাজেই একদিন বসন্তকে সঙ্গে নিয়ে বকুলপুর রওনা দিলুম।

এখানে বসন্ত সম্পর্কে দুটো কথা বলে রাখা ভাল কারণ এই গল্পে তার ভূমিকাই প্রধান বলা চলে।

বসন্তেব সঙ্গে আমার পরিচয় হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে। আমি সেখানে রাজ বন্দী। বসন্ত আমার দেখাশুনো করত। ও শ্যামপুকুরের আদিত্য সিংহের বাড়ির লক্ষ টাকা দামের মূর্তি চুরির জন্য তার লম্বা সাজা হয়েছিল।

তা, সে সময় আমবা মনে করতাম, জাতীয় চরিত্রের উন্নতি না হলে স্বরাজ আসতে পারে না।  কাজেই দেশোদ্ধারের সঙ্গে সঙ্গে মানুষেব, বিশেষত পণ্ডিত মানুষেব চরিত্ৰ সংশোধন করতে চেষ্টা চালিয়ে যেতুম আমবা আর এই কাজের আদর্শ জায়গা আমাদের তো জেল। আমাদের লেকচার শুনতে শুনতে অনেক চোর বোধহয় চুরি করা ছেড়ে দিয়েছিল এই ভয়ে যে ধরা পডে জেলে আবার না লেকচার শুনতে হয় ।

বসন্তকে এমনি লেকচার দিতে গিয়ে আমার খটকা লাগল। দেখি, লোকটা সাধারণ অপরাধী বলতে যা বোঝায়, তা নয়। লক্ষ্য করলুম সে পারতপক্ষে মিথ্যে কথা বলে না, অন্যায় দেখলে প্রতিবাদ করে আর অবসর সময়ে অন্য কয়েদীদের সঙ্গে খিস্তিখেউর না কবে চুপ করে ধ্যানস্থ হয়ে বসে কী সব ভাবে, তখন তাকে দেখলে রীতিমত সম্রম হয়। এমন লোককে উচিত অনুচিত বা নীতি বিষয়ে বক্তৃতা দিয়ে লাভ কি ? উন্টে আমিই মাঝে মাঝে লেকচার শুনে ফেলতে লাগলুম।

এরকম মানুষটা হঠাৎ চুরি করতে গেল কেন ? একদিন বসন্তের আড়ালে আব এক কয়েদী কার্তিককে ডেকে ব্যাপারটা জানতে চাইম । কার্তিকও চোর ছিল কিন্তু সে বসন্ত কে  শ্রদ্ধাভক্তি করে থাকে।

কার্তিক বলল, “বসন্ত দাদা চুরি কবতেই পারে না, রায়বাবু । তাঁকে শ্যামপুকুবের সিংহী দেব অন্যায় করে ফাঁসিয়েছে।

আমি জিজ্ঞেস করলুম, ‘কেন? সিংহীদের সঙ্গে তোর বসন্তদাদার শক্রতা কিসের ?’ সে বলল, ‘শক্ৰতা নয় রায়মশাই, গেরোর ফের। ব্যাপারটা বলি শোনো । বসন্তদাদা সিঙ্গিদের বাড়ি চাকরের কাজ করত । খোদ বড়াবুর খাস চাকর ছিল তিনি। একদিন হঠাৎ সিংহী দের মন্দির থেকে মা দুর্গার সোনার মূর্তি আর তার যত হীরে-জহরতের গয়না গায়েব হয়ে গেল । চুরিটা হয়েছিল দুপুররাত্রে, কিন্তু হতে না হতেই এক দরওয়ান মন্দিরের দরজা খোলা দেখে মহা হৈচৈ জুড়ে দিলে। তারপর তো হুলস্থূল ব্যাপার। পুলিশ এসে তার ওপর তাণ্ডব জুড়ে দিলে । আর দেবে না-ই বা কেন ? বড়বাবু যে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে বলেছিল, সেটি তো বড় কম টাকা নয় ।

‘আর সবার সঙ্গে পুলিশ এসে বসন্তদাদাকেও ধরলে । তার পব জেরা । বসন্তদাদা সত্যি কথাই বলে, আমি চুরি করিনি । সে ঘরে বড়বাবুও ছিল । তিনি দরোয়ানকে বলল, বসন্তকে আমি চিনি, ও কখনো মিথ্যে বলে না । বলে, হঠাৎ কি খেয়াল হল, বড়বাবু বসন্তদাদাকে জিজ্ঞেস করে বসল, আচ্ছা তুমি চুরি করোনি, তা আমি বিশ্বাস করি । কিন্তু কে চুরি করেছে, তুমি জান ?

‘ব্যস, বসন্তদাদা চুপ । আর কথা কয় না। পুলিশে বড়বাবুতে কত চেষ্টা কাকুতি মিনতি, ভয় দেখানো, বসন্তদাদা কোন কথাই বলে না । তখন বড়বাবুই আবার জিজ্ঞেস করল, চোরাই মাল

কোথায় আছে তুমি জান ?

বসন্ত দাদা বললে, জানি । বড়বাবু জিজ্ঞাসা করল, কোথায় ? বসন্তদাদা বললে, ছোটরাণীমার সিন্দুকে বেনারসী শাড়ির তলায় ।

‘মাথায় বাজ পড়লেও বোধ হয় বড়বাবু এত আশ্চর্য হত না, রায়বাবু সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে খবর গেল । আর চোরাই মাল যেখানে বসন্তদাদা বলেছিল, সেখানেই পাওয়া গেল ।

‘রাগে দুঃখে অপমানে বড়বাবুর মাথায় রক্ত উঠে গেল। আর সেই সবটুকুর ঝালটা গিয়ে পড়ল বসন্ত দাদার ওপরে । বড়বাবু বসন্তদাদার গলা টিপে ধরে বলল, তোমাকে বলতেই হবে কে চুরি করে ওখানে মালটা রেখেছে। ছোট খোকার মহলে তুমি কোনদিন যাওনি, ছোটরাণীর ঘরে ঢোকা তো দূরস্থান, তুমি কি করে জানলে যে মালটা ওখানে আছে ? বসন্তদাদা কিছুতেই বলবে না। তখন বড়বাবু হান্টার দিয়ে বসন্তদাদাকে পিটতে শুরু করল। যখন আর সহ্য করতে পারে না, তখন বসন্তদাদা বলেই ফেলল, চুরি করেছে ছোটবাবু। মদ খায়, মেয়েমানুষে এত দেন যে এমন একটা কিছু না করলে আর মুখ দেখানোর উপায় থাকবে না। বড়বাবু জিজ্ঞেস করল, তুমি কি করে জানলে, নিজের চোখে দেখেছ ? বসন্তদাদা বলল, হা ।

ছোটবাবুকে ডেকে আনা হল। ছোটবাবু বলল, সব বাজে কথা । যদি আমি চুরি করেই থাকি, ও নিজের চোখে দেখল কি করে ? কারণ বসন্ত তো সেদিন রাত্রে দাদার শ্বশুরবাড়িতে কি কাজে সন্ধেবেলা গিয়ে পরদিন সকালে ফেরে। তা হলে, সে মিথ্যে কথা বলছে। আসলে সে রাত্রে বসন্তই গোপনে ফিরে এসে চুরি করে মাল সিন্দুকে রেখে আবার ফিরে গিয়েছিল।

‘কথাটা মন্দ নয়। বড়বাবু বসন্তদাদাকে জিজ্ঞেস করল, তুমি সেরাত্রে বেলেঘাটায় ছিলে ? বসন্তদাদা বলল, ছিলুম। বড়বাবু বলল, তাহলে তুমি দেখলে কি করে । বসন্ত দাদা বলল, আমি মাঝে মাঝে দেখতে পাই ।

আচ্ছা একথা কে বিশ্বাস করবে, রায়মশাই ? পুলিশ ছোটবাবুর কথাই মেনে নিল । তারা বলল, বসন্ত দাদা তাদের জেরায় নিজের জালে নিজেই জড়িয়ে গেছে। বলে, তাকে চালান করে দিলে । বড়বাবুও তাদের কষে পেট ভরে খাইয়ে দিল। পরিবারের সন্মানটা তো বাঁচল । একটা বসন্ত গেলে পাঁচটা বসন্ত পাওয়া যাবে কিন্তু ইজ্জত একবার খোয়ালে তাকে ফিরে পাওয়া বড় শক্ত, না কি বলেন রায়বাবু?

আমি বললুম, “দেখ কার্তিক, লালবাজারের সঙ্গে আমার সম্পর্কটা তো এমন কিছু মধুর নয়, কিন্তু তবুও আমি বলব পুলিশ বোধ হয় খুব অন্যায় করেনি এক্ষেত্রে । তোর বসন্তদাদা বেলেঘাটায় বসে  শ্যামপুকুরের চুরি দেখতে পায়, এ কথা আমাকে স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির এসে বললেও আমিও বিশ্বাস করতুম না।

কার্তিক হাত নেড়ে বলল, তা বিশ্বেস করবে কেন ? আপনারা তো লেখাপড়া শিখেছ, ইংরিজিতে কাগজ পড়, ফটফট করে বক্তৃতা দাও যার কোন মাথামুন্ডু হয় না, আপনারা বিশ্বেস করবে কেন ? বসন্তদাদার তো ভর হয়। তখন বসন্তদাদা অনেক কিছু দেখতে পায়। আপনি শুনলে আশ্চর্য হবেন। রায়বাবু, বসন্তদাদার পরিবার তান্ত্রিকের পরিবার । তাঁদের কত যুগের সাধনা । আজ তো আর সে সবের কোন মূল্য নেই। পেটের দায়ে বসন্তদাদা চাকরের কাজ করে। চোর বলে জেল খাটে । বলে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল কার্তিক ।

তাতে অবশ্য কিছুমাত্ৰ বিচলিত বোধ করিনি আমি। আজকালকার দিন হলে স্বতন্ত্র কথা ছিল, হয়তো কৌতুহলী হয়ে উঠতুম। কিন্তু আজকের মত সে যুগে তো আমরা এই এক্সট্রা সেনসরি পারসেপশন বা ক্লেয়ারভয়েন্স বা টেলিপ্যাথি ইত্যাদির নাম শুনিনি। তখন ইংরিজি শিক্ষায় শিক্ষিত নব্যযুবক আমরা এসব তন্ত্রমত্র, ভূত-প্ৰেত, ভর হওয়া ইত্যাদি সমস্তই বুজরুকি বলে উড়িয়ে দিতুম । পাত্তাই দিতুম না।

আর বসন্তও কোনদিন আমাকে তার কোন অতীন্দ্রিয় ক্ষমতার গল্পও করেনি বা তার পরিচয়ও দেইনি। দেবার চেষ্টাও করেনি। কেবল একদিন ছাড়া। সে কথায় পরে আসছি।

চন্দ্রশেখরের যেদিন টেলিগ্রাম এল, তার কিছুদিন আগেই আমি আর বসন্ত একসঙ্গে জেল থেকে ছাড়া পেয়েছি। আমি তখন রাজা দীন স্ট্রীটে একটা ঘরভাড়া করে থাকি। বসন্তও এসে আমার সঙ্গে জুটে গেল। আমি ব্যাচেলার লােক, বসন্তের মত এসিস্ট্যান্ট পেয়ে বেঁচে গিয়েছিলুম। সে যুগে বকুলপুর যাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। কিছুটা ট্রেনে, কিছুটা বাসে আর শেষটুকু পথ গাড়িতে করে যেতে হত । বসন্তকে সঙ্গে করে নিয়ে যাওয়ায় বেশ সুবিধেই হয়েছিল। এতটা দীর্ঘ পথ, সঙ্গে একজন সঙ্গী থাকলে পথের কষ্ট অনেকটা লাগব হয়, বিশেষ করে যদি বসন্তের মত সঙ্গী হয়, যে সাহায্য করার জন্যে উন্মুখ হয়েই আছে।

চন্দ্রশেখর আমাকে নেবার জন্য স্টেশন পর্যন্ত এসেছিল। সে কিন্তু দেখলুম, বসন্তকে দেখে যেন একটু অসন্তুষ্টই হয়েছে। বুঝলুম, বাসে আর গরুর গাড়িতে যেতে যেতে তার আমাকে কিছু বলবার ছিল, বসন্ত সঙ্গে থাকায় ব্যাপারটায় একটু অসুবিধে হয়ে গেল। সারাটা রাস্তাই দেখলম, চন্দ্রশেখর কেমন যেন একটু গম্ভীর আর সন্ত্রস্ত হয়ে রইল।

চন্দ্রশেখর আজ বেঁচে নেই, থাকলে দেখতে পেতেন, তার মত দিলখােলা আমুদে ফুর্তিবাজ মানুষ খুব কম দেখা যায়। তার চেহারাটা ছিল ছােটখাটো, কিন্তু অন্তরটা ছিল মস্ত বড় । আজকের মত সে যুগে ক্লাস স্ট্রাগল বা ক্লাস হেটরেড ব্যাপারটা খুব চালু হয়নি, তাই জমিদার হলেও তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করতাম। এ হেন একটা মানুষকে গম্ভীর আর দুশ্চিন্তাগ্রস্ত দেখলে একটু অস্বস্তি হয়ই। আমি আর ওকে সারা রাস্তা ঘাটালুম না ।

যখন বকুলপুরে এসে পৌছলাম, তখন প্রায় মাঝরাত। গ্রামের রাস্তা স্বভাবতই অন্ধকারে জনমানবহীন। কিন্তু আপনারা শহুরে লােক বিশ্বাস করবেন কিনা জানি না , মাঝরাতে গ্রামের রাস্তার কতগুলাে শব্দ আছে, যারা তার সঙ্গে পরিচিত তাদের কানে সেই শব্দ ধরা পড়ে। আমি গ্রামের ছেলে, আমারও হঠাৎ মনে হল, কী অদ্ভুত শব্দহীন গ্রাম, মনে হয় যেন এখানে কোন জীবিত প্রাণী বাস করে না। লণ্ঠনের আলােয় দেখলুম, চন্দ্রশেখরের মুখ দিকে, বােধ হয় খানিকটা আতঙ্কিত ।

হঠাৎ সেই নির্জন ভেঙে গাড়ির সঙ্গে আসা চারজন পাইক সমস্বরে চিৎকার করে কথা বলতে আরম্ভ করল। ‘ওহে পঞ্চানন, ঠিক আছ তাে হে?’ বা ‘মামু হে, কথা কও না কেন ?’ প্রভৃতি চিৎকার যার অর্থ স্পষ্টতই এরা সবাই ভয় পেয়েছে।

গাড়ি যখন প্রকাণ্ড জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল, দেখি তার সামনে চত্বরে একগাদা হ্যাজাক জ্বালিয়ে একদল পাইক বসে আছে। আমরা ঢােকা মাত্র তারা আলাে নিয়ে সামনে এগিয়ে এসে আমাদের মালপত্র নামাতে শুরু করল।

বাড়ির ভেতরেও দেখি বারান্দায়, সিডিতে আলাে জ্বলছে। ওপরে উঠতে উঠতে চন্দ্রশেখর জিজ্ঞেস করল, তােমার সঙ্গে লােকটি কি তােমার চাকর ?

আমার তখন ঘুমে চোখ জুড়িয়ে এসেছে। বললুম, ‘না, চাকর নয়, ভ্যালে বলতে পার।’

চন্দ্রশেখর হাসল না । বলল, ‘ও কি নিচে অামাদের চাকরদের মহালে শুতে পারে ? আমি বললুম, পারে।’

‘বেশ।’ বলে চন্দ্রশেখর একজন পাইককে বলল, ‘এর সঙ্গে যে লােকটি এসেছে, তাকে তােমাদের মহালে নিয়ে যাবে।’

বসন্ত আমার ব্যাগটা নিয়ে পেছনেই আসছিল। চন্দ্রশেখরের কথা শুনে দৃঢ় ভাবে মাথা নেড়ে বলল, ‘না, আমি রায়বাবুর ঘরের বাইরেই শোব। আমার কেমন যেন গােলমাল লাগছে।’

চন্দ্রশেখর’ ভয়ানক গম্ভীর হয়ে বলল, ‘না। ঘরের বাইরে শোয়া চলবে না। এই মহালেই শুতে হবে তােমায়।

বসন্ত ঘাড় গোঁজ করে দাঁড়িয়ে রইল। আমি তর্কাতর্কি থামানাের জন্যে বললুম, ‘ঘরের বাইরে শুলে আমার আপত্তি। ভেতরে শুতে পারে ?

চন্দ্রশেখর ছিল দৃষ্টিতে চেয়ে বলল, “পারে, যদি তােমার কোন আপত্তি না থাকে।’

আমি বললাম, ‘আমার আবার আপত্তি কিসের ? এসব ব্যাপারে আমার কোনই প্রেজুডিস নেই, তুমি তাে জানাে।’

চন্দ্রশেখর বলল, ‘বেশ । তাহলে সেই ভাল।’ তারপর যেন খানিকটা নিশ্চিন্ত হয়ে বলল, “সমস্ত দরজা জানলা ভাল করে বন্ধ করে শোবে, ভাের হবার আগে দোর খুলবে না, কেউ ডাকলেও না, এমন কি আমি ডাকলেও না।’

এইবার আমার ঘুম কেটে গেল। বললুম, তার মানে? এসব রহস্যের মানে কি? আর জানলা না খুলে আমি ঘুমুতেই পারি না।’

চন্দ্রশেখর স্নান হেসে বলল, ‘রহস্যটা কাল শুনাে। আর জানলা খুললে তােমারই অসুবিধে হবে, কারণ তোমার জানলার নিচেই পাইকরা আন জ্বেলে বসে বাকি রাতটুকু গল্প গুজব করবে। তুমি ঘুমতে পারবে না।’

আমি প্রতিবাদ করে বললুম, আমার জানলার নিচে পাইক ? কেন ? এসব তাে আগে কখনও দেখিনি। বলি, ব্যাপারটা কি?

চন্দ্রশেখবে সব থেকে বেরিয়ে যেতে যেতে বলল, “কাল শুনাে।’ বসন্ত ঘরের কোণায় দাঁড়িয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করলুম, কিছু বুঝলে? ডাকাতি ফাকাতির ব্যাপার কি ?

বসন্ত মাথা নাড়ল। বলল, ‘না রায়বাবু, ডাকাতির ব্যাপার নয়। ব্যাপার অনেক খারাপ । এই গ্রামে কালবাত্রি নেমেছে, আমি তার গন্ধ পাচ্ছি।’

কালরাএি নেমেছে, তার আবার গন্ধ ? বুঝলুম, এটা রাস্তার ধকল আর এতসব রহস্য একসঙ্গে হজম করা আমার সম্ভব না। অতএব আমি আর বাক্যব্যয় না করে লম্বা হলুম।

রাত্রে ঘুম বড় মন্দ হল না। ভােরবেলা উঠে হাতমুখ ধুয়ে বাইৱের বারান্দায় গিয়ে দেখি চন্দ্রশেখর একটা চেয়ারে বসে আছে, তার সামনে টেবিলে দুকাপ চা। আমাকে দেখে মৃদু হেসে বলল, ‘এস চিত্তপ্রসাদ, চা তৈরি।’

আমি বললুম, তা তাে দেখতেই পাচ্ছি। কিন্তু হে জমিদার নন্দন, তুমি কি স্রেফ আমাকে চা খাওয়াবে বলেই এই সাতসকালে বিছানা ছেড়ে উঠে বসে আছ ?”

চন্দ্রশেখর স্মিতমুখে ঘাড় নাড়ল। বলল, না, তােমার সঙ্গে কথা বলব বলে বসে আছি। বেলা বাড়লে কথা বলার সুযােগ নাও পেতে পারি।’

আমি একটা চেয়ার টেনে ওর মুখােমুখি বসে বললুম, ‘ব্যাপারটা কি বল তাে ? গােলমাল যে একটা পেকেছে, সেটা তাে বুঝতেই পারছি। আমাকে ডেকে কি বন্ধু হিসেবে পরামর্শ দেবার জন্যে, উকিল হিসেবে কনসালটেন্সির জনাে ?

চন্দ্রশেখর বলল, ‘দুই-ই। ব্যাপারটা কি তােমাকে তা পুরােপুরি বােঝাতে পারব কিনা জানি না, তবে চেষ্টা করতে হবে। ব্যাপারটা এতদূর অবিশ্বাস্য যে আমার তােমাকে বলতে অস্বস্তি হচ্ছে।’

আমি বললুম, ‘দ্যাখাে চন্দ্রশেখর, ধানাই পানাই করাে না। আমি উকিল, আমাকে নিঃসঙ্কোচে তােমার মনের কথা খুলে বল। ভনিতা যদি কর তো বল, উঠে চলে যাই।’

চন্দ্রশেখর হাত নেড়ে বলল, ‘না, ভনিতা করব না।’ বলে বেশ কিছুক্ষণ চুপ করে মাটির দিকে চেয়ে রইল । তারপর হঠাৎ মুখ তুলে আমাকে জিজ্ঞেস করল, ‘ভ্যামপায়ার কাকে বলে, তুমি জান ? এমন একটা অদ্ভুত আকস্মিক প্রশ্নের জন্যে আমি একদম প্রস্তুত ছিলাম না। থতমত খেয়ে বললুম, ‘হ্যাঁ, জানি, দক্ষিণ আমেরিকার একরকম রক্তচোষা বাদুড়।’

চন্দ্রশেখর ফ্যাকাশে মুখে বলল, ‘হ্যাঁ, তাই বটে, তবে পুরােটা নয়। যে কোন রক্তচোষা জীবকেই ভ্যামপায়ার বলা হয়। জাপানী উপকথায় একরকম ভ্যামপায়ার ক্যাট বা রক্তচোষা বেড়ালের কথা আছে, তেমনি য়ুরােপে রক্তচোষা মানুষরা শুধুই ভ্যামপায়ার, যেমন কাউন্ট ড্রাকুলা।’

আমি বললুম, ‘সে সব উপকথা বা আষাঢ়ে গল্প । তা, আমাকে এতটা পথ ডেকে এনে কি তােমার ভ্যামপায়ার কথামৃত শােনাবার জন্যে নাকি ?

চন্দ্রশেখর মাথা নেড়ে বলল, ‘চিত্তপ্রসাদ, এতদিন আমি তােমার মত বলতুম যে ভ্যামপায়ার একটা কুসংস্কার বা আষাঢ়ে গল্প। কিন্তু আজ আর তা ভাবি নে। আমাদের এই বকুলপুর গ্রামে এমন একটা কিছুর আবির্ভাব হয়েছে, যেটাকে ভ্যামপায়ার ছাড়া আর অনা কোন বিশেষণেই ব্যাখ্যা করা চলে না।’

আমি চন্দ্রশেখরের কথা শুনে হাসতে শুরু করেছিলুম, কিন্তু সে একটা উচ্ছল ছির দৃষ্টি দিয়ে। আমাকে থামিয়ে দিয়ে বলে চলল, ‘তোমার খুব হাসি পাচ্ছে, নয় ? তুমি থাকো কলকাতায়, সেখানে সন্ধে হলে হাজার আলাের রােশনাই, ট্রাম বাসের ঘড়ঘড়ানি, সিনেমা সার থিয়েটারে মাঝরাত পর্যন্ত সরগরম। আর ওই সামনের দিকে তাকিয়ে দেখ। ওখানে শুধুই অন্ধকার, পদে পদে ভয়। দারিদ্র্য আর অশিক্ষা, অসুখ-বিসুখ আর প্রাকৃতিক বিপর্যয়, হিংস্র জানােয়ার আর বিষাক্ত সাপ, ওরা যেন সব সময় ওৎ পেতে বসেই আছে। এখানে বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই মৃত্যুর সঙ্গে লড়াই করার জন্য খরচ হয়। আমার বাবা, ঠাকুরদা তাঁদের গ্রামের দিকে তাকাননি, তােমাদের কলকাতা তাদের টেনে নিয়ে চলে গেছল। কিন্তু আমি যেতে পারিনি। আমার সামান্য ক্ষমতায় আমার গ্রামেব জন্যে কিছু করব, এই আশায় রয়ে গেছি এইখানেই। দেখেছি, এখানকার প্রায় সব সমস্যাই মানুষের, বিশেষত কলকাতার মানুষেরই সৃষ্টি। এখানে থেকে অবিচলিত ভাবে চেষ্টা চালিয়ে গেলে হয়তো একদিন এই সবেরই সমাধান সম্ভব হবে। কিন্তু চিত্তপ্রসাদ, আজ যে সমস্যার সামনে এসে দাঁড়িয়েছি,

তােমাদের আলােকোজ্জল কলকাতায় আসতে পারে না, এই অন্ধকার গ্রামই তার আশ্রয়, আর এই সমস্যার মােকাবিলা করা বোধ হয় আমার সাধ্যের বাইরে।’

আমি ভয়ানক আশ্চর্য হয়ে বললুম, ‘তুমি যে রীতিমত সিরিয়াস হয়ে উঠছে । এত লেখাপড়া শিখে শেষ পর্যন্ত এরকম একটা কুসংস্কারে বিশ্বাস আরম্ভ করলে ? কি হয়েছে কি ? গ্রামে কি লােক রক্তহীনতায় মারা গেছে আর গণকঠাকুর শুনে নিয়ে বলেছেন গ্রামে রক্তচোষা এসেছে, এই তো ? ওটা যে অ্যানিমিয়া…’

চন্দ্রশেখর প্রবল ভাবে মাথা নেড়ে বলল, “থাম চিত্তপ্রসাদ, এবার তুমি আমাকে হাসালে। একটা সুস্থ জোয়ান লোেক রাত্রিবেলা ঘরের বাইরে বেরােল আর সব পরদিন তার রক্তহীন ছিবড়ে হয়ে যাওয়া দেহটা পাওয়া গেল গ্রামের বাইরে ধানক্ষেতের পাশে, এটা আানিমিয়া, না অন্য কিছু? এই টার পুনরাবৃত্তি ঠিক গুণে গুণে একুশ দিন পর পর, এটাও কি অ্যানিমিয়ার লক্ষণ?’

আমি বললুম, ‘তুমি কি নিজের চোখে এ ঘটনা একটাও দেখে ছো, না সবই তোমার শােনা কথা ?”

চন্দ্রশেখর বলল, ‘শেষ ঘটনাটা ঘটেছে আজ থেকে ষোল দিন আগে আমারই বাড়িতে। আমার ধাই-মা’কে তােমার মনে পড়ে ? তাঁর মৃত্যু ঘটে এমনি ভাবেই আমাদের পেছনের উঠোনে।’

এইবারে আমাকে সামলে নিতে হল। বললুম, ‘কী সর্বনাশ ! বল কি ? একেবারে তোমার বাড়ির ভেতরে ? ব্যাপারটা আমাকে একটু বিশদভাবে বলবে?

দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রশেখর বলল, ‘আর কি বলব? রাত্রিবেলা ধাই-মা যখন শুতে যান, তখন তিনি দিব্যি সুস্থ, আমাকে একটা পান খাওয়ালেন, সুমিত্রাকে একটা দিলেন, কোন গােলমাল নেই। সকালবেলা উঠোনের ওপর তাঁর মৃতদেহ প্রথম আবিষ্কার করল আমাদের রাধুনী ঠাকরুণ। সেই একই রকম মৃত্যু। গলার ওপর দুটি রক্তের ফোঁটা, যেন কিছু দাঁত ফুটিয়েছে আর শরীরের সমস্ত রক্ত জল।’

আমি জিজ্ঞেস করলুম, তার মানে ? রক্ত বের করে নেওয়া হয়নি ? চন্দ্রশেখর মাথা নাড়ল। বলল, ‘না। মানে, ব্যাপারটা কি রকম জান ? অনেকটা অ্যানিমিয়ার মতই। যেন রক্তের সমস্ত লাল কণিকাগুলাে কোন অজ্ঞাত কারণে ভেঙে নষ্ট হয়ে গেছে। আর সেটা হয়েছে মুহূর্তের মধ্যে। ফলে অ্যানিমিয়ার যেসব লক্ষণ, যেমন হাত-পা ফোলা, পেট ফুলে ওঠা, সেসব কিছু নেই । মৃত্যুর অব্যবহিত কারণ অক্সিজেনের অভাবে অ্যাজফিসিয়া।’ ‘এরকম হওয়ার কারণ ?

‘জানি না। গলার দাগ দুটি দেখে মনে হয়, এই গ্রামে কোন একটি নিশাচর জীবের আর্বিভাব হয়েছে, যে গলায় কামড়ালে আক্রান্ত ব্যাক্তির শরীরে এমন একটা বিষ ঢুকে যায় যা সঙ্গে সঙ্গে রক্তের কণিকাগুলো অজ্ঞাত কারণে ভেঙে নষ্ট হয় এ যায়।

লাল কণিকাগুলাে মেরে ফেলে। ফলে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়।’
‘কি বিষ ?

‘তাও জানি না। কোন কেমিক্যাল বিষ হতে পারে, তবে তার সম্ভাবনা কম। কারণ সেক্ষেত্রে একজন দুর্বত্ত বা হত্যাকারী বা ক্রিমিন্যাল থাকার সম্ভাবনা। আবার সেই সঙ্গে এই অপরাধের একটা উদ্দেশ্য থাকা দরকার। কিন্তু এই হত্যাকাণ্ডগুলাে এতই পরস্পরের সঙ্গে সম্পর্কহীন যে কোন একটা উদ্দেশ্য খুঁজে বের করা প্রায় অসম্ভব। তাই মনে হয়, বিষটা যেমন সাপের বা কাঁকড়াবিছের বিষ এবং নিহত লােকেদের এমনি বিষধর কোন প্রাণীর কামড়েই মৃত্যু হয়েছে। আর একটা সম্ভাবনা হল, ভ্যাম্পায়ার জাতীয় কোন প্রাণী এদের রক্ত চুষে খেয়ে তাদের শরীরের ভেতরে কোন অজ্ঞাত একটা তরল পদার্থ ঢুকিয়ে রেখে যায়। কিন্তু সেখানে একটা অসুবিধে
“কি অসুবিধে ?

দ্যাখাে, আমাদের এখানে প্রথমে মানুষ মরতে শুরু করেনি । সব রিপাের্ট তাে পাইনি, তবে প্রথম মারা যায় একটা গরু। আমাদের পাশের গ্রাম যদুতলির এক গাড়িওলা অস্তা কাহার বলে একজনের গরু ছিল সেটা। তারপর মরে আর একটা গরু, ওই যদুতলিরই আর একজন গােয়ালার। এখন, গরু মরা গাঁয়ের মানুষের কাছে সহজ ব্যাপার নয়। গরু তাদের একটা সম্পদ। কাজেই হৈচৈ পড়ে যায়। আমার কানেও কথাটা আসে। আমি তখন ভেবেছিলুম গােমড়ক লেগেছে বুঝি। তাই এ গাঁয়ের লােকেদের ডেকে সাবধান করে দিই। কিন্তু তার পর অদ্ভুত অদ্ভুত সব খবর কানে আসতে লাগল। শুনলুম, ওরা নাকি এক গােবদ্যি ধরে এনেছে, সে বলেছে অসুখ বিসুখ কিছু নয়, গরুগুলাে মরছে রক্তচোষার কামড়ে।

‘তােমারই মত আমি ব্যাপারটা কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছিলুম। কিন্তু এর পরের আঘাতটাই এল যদুতলির পণ্ডিতমশাই নগেন ভট্টাচার্যি মশায়ের বাড়িতে। পণ্ডিতমশায়ের গরু মঙ্গলা একই রকম ভাবে মারা যায়। পণ্ডিতমশায়ের কাছে যা শুনলুম, তাতে তাে আমার চক্ষুস্থির।

গােবদ্যির কথা শুনে তিনি মঙ্গলাকে গােয়ালঘর থেকে বের করে এনে বাড়ির ভেতরের উঠোনে বেঁধে রেখেছিলেন আর নিজে শুতেন বারান্দার ওপর। যেদিন মঙ্গলা মরে, সেদিন তিনি অনেক রাত অবধি পড়াশুনাে করে আলােটা নিয়ে বাড়ির পেছনে কুয়ােতলায় গিয়েছিলেন হাত-পা ধুতে। সেখান থেকে মঙ্গলাকে দেখা যায় না। হঠাৎ তিনি একটা ধপ করে আওয়াজ্জ শােনেন এবং তারপরেই তাঁর মনে হয় কিছু একটা রাঙচিতার বেড়া ভেঙে প্রচণ্ড বেগে ছুটে বাইরে চলে গেল। তিনি দৌড়ে এসে দেখেন, মঙ্গলা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আস্তে আস্তে, তাঁর চোখের সামনে, গড়িয়ে মাটির ওপর পড়ে যায়।

‘এখন, এর থেকে দুটো জিনিস প্রমাণ হয়। এক, রক্তচোষাই হােক বা যাই হােক, যে জীবটি বেড়া ভেঙে বেরিয়ে গিয়েছিল, সে মঙ্গলার রক্ত চুষে খায়নি। কারণ একটা গরুর শরীরে কত সের রক্ত থাকে আমি জানি না, কিন্তু দুনিয়ায় বােধ হয় কোন শক্তি নেই যা সেই পরিমাণ রক্ত এক মুহূর্তের মধ্যে চুষে খেয়ে সেই পরিমাণ তরল পদার্থ শরীরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। অর্থাৎ মঙ্গলার মৃত্যু হয়েছে কোন বিষে। দুই, জীবটি সাপ জাতীয় কোন প্রাণী নয়, কারণ বেড়ার মধ্যে যে গর্ত হয়েছিল, তার মধ্যে দিয়ে কোন বড় জানােয়ারই বেরিয়ে যেতে পারে, কোন সরীসৃপ নয়। আর ধপ করে শব্দটাও তাই প্রমাণ করে।’

আমি জিজ্ঞেস করলুম, ‘তােমাদের পণ্ডিতমশায় লােক কেমন ? ‘অতিশয় সজ্জন। গাজা-ভাঙ তিনি পান না, কদাচ মিথ্যে কথা বলেন না, শুদ্ধাচারী নিষ্ঠাবান, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। তাছাড়া, আমি নিজে মঙ্গলাকে দেখেছি, ভাঙা বেড়াটা দেখেছি। বীভৎস ব্যাপার।’ অন্যান্য মৃত্যুগুলাে দেখনি?
‘দেখেছি। তবে সবগুলাে নয়।’
‘তাদের সম্পর্কে কিছু বল।

“দ্যাখাে, পণ্ডিতমশায়ের ব্যাপারটার পর যদুতলির চণ্ডীমণ্ডপে আমি একটা মিটিং ডেকেছিলুম। ওখানে একটা নাইট ওয়াচের জন্য ভলান্টিয়ার পার্টি তৈরি করেছিলুম, প্রত্যেক গােয়ালের সামনে যাতে সারা রাত আগুন জ্বলে আর কেউ না কেউ জেগে পাহারা দেয়, তারও বন্দোবস্ত করেছিলুম। ফলে হিতে বিপরীত হল। অন্যদিকের গ্রাম পাখনায় গরু মরতে আরম্ভ করল। পাখনায় লােকেরা যখন ভলান্টিয়ার পার্টি বানাল, তখন মানুষ মরতে শুরু করল।
“কি রকম?’

প্রথমে তাে ভলান্টিয়ার পার্টির লােকই মরতে আরম্ভ কবল। কেউ একটু একা হয়ে গেছে বা একটু অন্ধকারের দিকে চলে গেছে বা গাছতলায় বসে ঢুলুনি এসেছে, “ব্যস, মরণ ছােবল তাকে একেবারে বৈতরণী পার করে দিয়েছে। এই সময়েই আবার আবিষ্কার করলুম, এই ছােবলটা আসে প্রতি কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে।

‘ফলে, ভলান্টিয়ার পাটি বন্ধ হয়ে গেল। গাঁয়ের লোক তাদের গরু ছাগল নিয়ে সন্ধে হতে না হতেই ঘরের মধ্যে ঢুকে আগল আটকে দিতে লাগল । কিন্তু সারা রাতে একবারও কেউ বাইরে বেরােবে না, এ তাে হয় না। যে বের হয়, সেই মরে। ‘কিন্তু তারপরে যা শুরু হল, তা আবও অবিশ্বাস।’ ‘কি ? আমি ঞ্জিজ্ঞেস করলুম।

চন্দ্রশেখর আমার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ‘নিশির ডাক।’ আমি আকাশ ফাটিয়ে অট্টহাস্য হেসে উঠতে যাচ্ছিলুম। চন্দ্রশেখর আমাকে থামিয়ে দিয়ে এল, হেসাে না চিত্তপ্রসাদ, হেসাে না। তিনটে গায়ের লোক যখন পেট খারাপ হলেও বাড়ির বাইরে বেরােনাে বন্ধ করল, তখন যার মরণ ঘনিয়ে এসেছে, তাকে একটা অদ্ভুত সুরেলা কণ্ঠ নাম ধরে ডেকে ঘরের বাইরে টেনে নিয়ে যেতে শুরু করল। এর এখনও সেই বকমই চলেছে। সেই ডাক নাকি প্রতিরােধ্য। যাকে ডাকে, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখলেও সে কি সব ছিড়ে বেরিয়ে চলে যায়।’

‘যখন বেরিয়ে যায়, তখন তার আত্মীয় স্বজন অনুসরণ করে না ?
দেখ, যারা আতঙ্কে অর্ধমৃত হয়ে আছে, তাদের কাছ থেকে তুমি এরকম কিছু আশা করতে পার
, পার কি ? আর অনুসরণ কবেই বা কী হবে? গ্রামের পথ নিশ্চয়ই ভুলে যাওনি। সেই অন্ধকার
কি হ্যারিকেন লণ্ঠনের আলাে ভেদ করতে পারে।’
‘ওই নিশির ডাক কি তুমি শুনেছো ?
চন্দ্রশেখর অনেকক্ষণ চুপ কবে বইল। তালপর মাথা নেড়ে বলল, ‘না, শুনিনি।’

এরপর আর কথা এগুলো না । ভেতর শাড়ির থেকে ডাক এল স্নান করতে যাবার, চন্দ্রশেখরের। কাছারি যাওয়ার সময় হল। আমার কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ, খচখচ করতে লাগল। চন্দ্রশেখর যা বলেছে সেটা সত্যি কি মিথ্যে জানিনে, কিন্তু সে সত্যি ভেবেই বলেছে। তবে, সেটাও বড় কথা নয়। আমার সন্দেহ হল, সে কিছু কথা গােপন করে যাচ্ছে, আমাকে প্রাণ খুলে সবটা বলছে না। অথাৎ রহস্যটা যে কেবল বাস্তব তাই নয়, ওপর থেকে যা মনে হয়, তার চেয়েও গুরুতর।

চন্দ্রশেখর কাছারি চলে গেলে, আমি গ্রামটা ঘুরতে বের হলুম। বকুলপুর গ্রাম আমার বহুদিনের পরিচিত। ছোটবেলায় অনেকবার এখানে এসেছি, বড় হয়েও বেশ ক’বার। শেষবার এসেছিলুম চন্দ্রশেখরের বিয়েতে বছর তিনেক আগে বরযাত্রী যাব বলে। তবে যাওয়া হয়নি, সন্ধেবেলা পুলিশ এসে ধরে নিয়ে গেল। তাই নিয়ে মহা হাঙ্গামা হয়েছিল। তা সে অন্য কথা।

চন্দ্রশেখরের বিয়ে হয়েছিল মালদা জেলারই গঙ্গাযমুনা গ্রামের জমিদার ঘনশ্যাম রায়ের একমাত্র মেয়ের সঙ্গে। ঘনশ্যামের সঙ্গে আমার পরে পরিচয় হয়েছিল কলকাতায়। লােকটি যেন কেমন অদ্ভুত বলে তখন আমার মনে হয়েছিল। কখনও সােজা মুখের দিকে তাকিয়ে কথা বলেন না, চেপে চেপে প্রতিটি কথা বিচার করে করে বলেন। আমার প্রথমেই ধারণা হয়েছিল লােকটি অত্যন্ত ঘুঘু। তবে চন্দ্রশেখরের স্ত্রী সুমিত্রা অবশ্য তার বাপের মত নয় বলেই শুনেছি। সে জমিদার বাড়ির বউ, অসম্পশ্যা, কিন্তু তার গৃহিণীপনার গল্প আমাদের কানে এসেছিল।

আর কানে এসেছিল তার
অসাধারণ সৌন্দর্যের কথা। তাকে নিয়ে আর তার জমিদারিটি নিয়ে কত সুখেই না থাকতে পারত চন্দ্রশেখর। তা নয়, কোখেকে কী এক ভয়াবহ একটা প্রাণী এসে সব ছারখার করে দিলে । এই সব ভাবতে ভাবতে মনে মনে প্রতিজ্ঞা করলুম, চন্দ্রশেখর আমার বন্ধু, কেবল বন্ধু বলব না, আমার অনেক বিপদে আপদে পাশে এসে দাঁড়িয়েছে সে, আমার সেই বন্ধুর এই দুঃসময়ে, সেটা সত্যি বা কাল্পনিক যাই হােক না কেন, তার পাশে আমি দাঁড়াব, তাকে উদ্ধার করব।

এমন সময় হঠাৎ শুনি কে আমার নাম ধরে ডাকছে, ‘চিত্তবাবু, ও চিত্তবাবু।’ তাকিয়ে দেখি, বকুলপুরের বর্ধিষ্ণু চাষী সন্ন্যাসী কৈবর্তর ছেলে বিষ্ণুপদ কৈবর্ত ।

বিষ্ণুপদ কলকাতায় লেখাপড়া
করতে গিয়েছিল, বেশিদূর সেটা চালাতে পারেনি বটে, তবে নিজের গ্রামের প্রতি অশ্রদ্ধাটা পুরােপুরি রপ্ত করে ফেলেছিল। হেদোর কাছে একটা ওষুধের দোকানে চাকরি করত আর গােয়াবাগানে একটা মেসে থাকত। মানিকতলার পাঞ্জারে তার সঙ্গে মাঝে মধ্যে আমার দেখা হত।

বিষ্ণুপদ বলল, ‘একি চিত্তবাবু, আপনি এখানে কি করছেন? আমি বললুম, ‘আমি তাে এখানে আসতেই পারি বিষ্ণুপদ, এখানে আমার বন্ধুর বাড়ি। বরং তুমি

এখানে কি করছ বল তাে ? তােমার সঙ্গে তাে যখনই দেখা হয়, তুমি বল, গ্রামে নাকি ভদ্রলােকের থাকা অসম্ভব। তা, তুমি কি আবার ছােটলােকদের দলেই ভিড়লে নাকি ?

বিষ্ণুপদ মাথা নিচু করে বলল, “ওসব কথা বাদ দিন, চিত্তবাবু। বাবা মারা গেছেন, এত জমিজমা ফেলে কোথায় থাকব? কলকাতায় পড়ে থাকলে তো পাঁচভূতে লুটে নেবে।’

আমি দুঃখিত হয়ে বললুম, সন্ন্যাসীদা মারা গেছেন নাকি ? কবে ? কি হয়েছিল ? বিষ্ণুপদ বলল, বাবা মারা গেছেন মাস দুয়েক হল । আর কি হয়েছিল ? কেন, জমিদারবাবু,
আপনাকে কিছু বলেননি ?’
আমি বললুম, ‘রক্তচোষা ?
বিষ্ণুপদ মৃদু হেসে বলল, হ্যাঁ, লােকে তাই বলে বটে। কিন্তু আমি বিশ্বাস করিনে।’

‘তুমি কি বিশ্বাস কর ?
‘আমার ধারণা, এটা একটা কোন নতুন ধরনের ছোঁয়াচে রােগ, যা জীবজন্তু মানুষকে রক্তশূন্য করে ফেলে। আর এই রােগটা এমন একটা জীবাণু থেকে হয়, যা কোন মানুষ বা জন্তুর শরীরে ঢুকলে কুড়ি-বাইশ দিন সময় নেয় তৈরি হয়ে নেবার । যেমন, ধরুন ম্যালেরিয়া ।’

ম্যালেরিয়া ? না বিষ্ণুপদ, তােমার উপমাটা ঠিক হল না, তবে তুমি যে কি বলতে চাইছ, তা বুঝতে পারছি। তার মানে, ও গাঁয়ের পণ্ডিতমশাই যা দেখেছেন বা এই তিনটে গাঁয়ের লােক যে নিশির ডাক-টাকের কথা বলছে, সেগুলাে তুমি মনে কর মিথ্যে।’

ঠিক মিথ্যে নয়, বলব কুসংস্কার । আর এ সবের জন্যেই তাে আমি গ্রাম জুড়ে কলকাতায় গিয়ে থাকি।’

আমাদের কথাবার্তা হতে দেখে ইতিমধ্যে চারপাশে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে পড়েছিল। তাঁদের মধ্যে চন্দ্রশেখরের খাজাঞ্চী নিমাই পাটোয়ারীর ছােট ভাই গােবিন্দও ছিলেন। গােবিন্দ লেখাপড়া বেশি করেননি, কিন্তু সৎ সজ্জন লােক বলে পরিচিত ছিলেন। তিনি বিষ্ণুপদর কথা শুনে হঠাৎ চটে উঠলেন। বললেন, ‘তােমার ওখানে গিয়েই থাকা উচিত বিষ্ণু। তােমার মত অপদার্থ গাধার এ গাঁয়ে ঢােকাই উচিত নয়।’

আমি আশ্চর্য হয়ে বললুম, “কি হল গােবিন্দদা ? এত চটে উঠলেন কেন?’ গােবিন্দ হাত নেড়ে বললেন, ‘চটব না ? যেখানে আমাদের জীবন মরণের সমস্যা, সেখানে উনি বলছেন কিনা, এটা আমাদের কুসংস্কার ? এমন লােককে জুতােপেটা করতে ইচ্ছে করে কিনা তুমিই বল চিত্তপ্রসাদ ।

আমি বললুম, আপনি এই নিশির ডাক শুনেছেন?’
গোবিন্দর মুখের ভাবটা কেমন একরকম হয়ে গেল । কথা বলতে গিয়ে একবার ভয়ে ভয়ে
চারদিক চেয়ে বললেন, ‘হ্যাঁ, শুনেছি।’
‘কিরকম শুনলেন ?

ফ্যাকাশে মুখে গােবিন্দ বললেন, ‘কি রকম ? কি রকম আবার ? অনেকটা এই মেয়েছেলের গলার মত। আমাদের পাশের বাড়ির জগন্নাথকে ডাকলে, তখন শুনেছি। জগন্নথ নেই, মরে গেছে।’

গােবিন্দর কথা শুনে আমার এইবার আর হাসি পেল না। গােবিন্দর কথা বলার মধ্যে এমন একটা স্বাভাবিকতা ছিল যে তার কথা অবিশ্বাস করা সম্ভব হল না। আমি বলতে যাচ্ছিলুম, ‘আপনি তা ভুলও শুনে থাকতে পারেন। কিন্তু তার আগেই ভিড়ের ভেতর থেকে অতুল মণ্ডল বলে, ‘হ্যাঁ গোবিন্দদা, মেয়েছেলের গলাই বটে। যেদিন বাঁদর কামড়ালে, সেদিন শুনেছিলুম। ইস! তখন যদি, আমি বললাম, ‘বাঁদর কামড়ালে মানে? কাকে বাঁদর কামড়াল ? কি হয়েছিল ?

অতুল মণ্ডল মাথা নেড়ে বলল, ‘বাঁদর কাউকে কামড়ায়নি গাে ! তিনিই বাঁদরকে কামড়ালাে। সেই গতবার তাে জমিদারবাবুর ধাইমা মারা গেল তার আগের বার। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত,  আর তাঁর আসবার সময় হয়েছিল। তাই গাঁ-শুদ্ধ লােক দু দিন ধরে জেগে বসেছিল। আর নিশির ডাক শুরু হয়েছে তাে, তাই সবাই চিৎকার করছিল, কোন কোন বাড়িতে খানিক অন্তর অন্তর শাঁখ বাজছিল আর বৃষ্টিও নেমেছিল বটে। নিশি ডাকলেও শােনা যেত কিনা সন্দেহ।

‘তা, আমার বাড়ির পাশে একটা ঝুপসি বটগাছ আছে। কিছুদিন হল সেখানে একদল বাঁদর আশ্রয় নিয়েছিল। সে রাতে যখন বৃষ্টিটা একটু বেছে, হঠাৎ শুনি গাছের ওপর একটা লুটোপাটি আওয়াজ। আর তারপরেই ধপ । মনে হল যেন একটা ভারী কিছু ওপর থেকে পড়ল। তারপর আবার একটা ধপ। আর সঙ্গে সঙ্গে একটা মেয়েমানুষের গলায় চিৎকার। মানে ব্যথা পেলে তারা যেমন ককিয়ে ওঠে, তেমনি। আমি শুনে ছুটে বেরুতে যাচ্ছিলুম, আমার পরিবার আমার কাছা চেপে ধরলে, বেরুতেই দিলে না।’

আমি জিজ্ঞেস করলুম, ‘তারপর ?
অতুল বলল, তারপর আর কি? পরদিন সকালে গাছতলায় গিয়ে দেখি একটা গােদা বানর মরে পড়ে আছে আর বটগাছ খালি। ভাের হতে না হতেই পুরাে দলট পা ছেড়ে পালিয়ে গেছে।’

শুনতে শুনতে আমার কেমন যেন মনের মধ্যে সব গোলমাল পাকিয়ে যেতে লাগল। এতগুলাে শিক্ষিত, অর্ধশিক্ষিত বা সম্পূর্ণ নিরক্ষর লােক একসঙ্গে জোট পাকিয়ে অনবরত মিথ্যে কথা বলে যাচ্ছে ? কার স্বার্থে? আমাকে বােকা বানিয়ে মজা পাওয়া এর উদ্দেশ্য হতে পাবে না। এক পেছনে কোন একটা সত্য লুকিয়ে আছে, অশিক্ষা আর কুসংস্কারের গােলকধাঁধায় পড়ে হয়তাে তার এমন একটা হাস্যকর রূপ তৈরি হয়েছে । সেই সত্তটা কি ? এতগুলাে প্রাণ গেছে, সেটা তাে রসিকতা নয় । তা ছাড়া কাল শুতে যাবার আগে বসন্ত একটা কথা বলেছিল, তার মানেই বা কি? আমি হঠাৎ গােবিন্দদার দিকে ফিরে বললুম, ‘আচ্ছা, গােবিন্দদা, কালরাত্রি কি ?

গােবিন্দ গম্ভীর মুখ তুলে আমার দিকে তাকালেন। বললেন, ওহ, তুমিও শুনেছ, কথাটা। পণ্ডিতমশাই বললেন, কালরাত্রি মানে যে রাত্রে মানুষের ঘরে মৃত্যু নেমে আসে। যে রাত ভীষণ বিপদের রাত। আমাদের গাঁয়ে সেই কালরাত্রি নেমেছে চিত্তপ্রসাদ, কেউ আমাদের উদ্ধার করতে পারবে না। একে একে আমরা সবাই যাব! তবে হ্যাঁ, মৃত্যুটা বােধ হয় খুব তাড়াতাড়ি আসে। বেশি কষ্ট পেতে হয় না। সেটাই যা বাঁচোয়া।’

আমি উত্তেজিত হয়ে বললাম, ‘কালরাত্রি নেমেছে আর আপনারা সবাই মহানন্দে তার ছােবলের জন্য গলা বাড়িয়ে দেবেন? বাঁচবার চেষ্টা করবেন না ? সবাই একজোট হয়ে দাড়িয়ে এই বিপদের মােকাবিলা করবেন না ?”

গােবিন্দ মৃদু হেসে ঘাড় নাড়লেন, কোন লাভ নেই চিত্তপ্রসাদ। চেষ্টা কি আমরা করিনি ? কিন্তু দৈব বড়ই প্রবল হে, তার সঙ্গে লড়াই করার সাধ্য আমাদের নেই।’

আমি বললুম, ‘দৈবকে হারানাে যায় না, আমি তা বিশ্বাস করি না গােবিন্দদা। একটু চেষ্টা, একটু মনের জোর থাকা চাই। আর সাধ্য ? টাকা-পয়সা ? আমি কলকাতায় গিয়ে আপনাদের এই বিপদের কথা বলে আন্দোলন করব, দেখবেন সমস্ত দেশের মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে। টাকা-পয়সা যা দরকার আমি তার ব্যবস্থা করব। আর চন্দ্রশেখর তাে আছেই।’

আমি চন্দ্রশেখরের নাম করতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। স্তম্ভিত হয়ে দেখি, চন্দ্রশেখরের নাম শুনেই সেই ভিড়ের প্রায় প্রত্যেকটি লোক মুখ বিকৃত করল। আমি তাে অবাক। এতদিন আমার ধারণা ছিল বকুলপুর গ্রামের প্রত্যেকটি লােক চন্দ্রশেখরকে দেবতার মত শ্রদ্ধা করে। কিন্তু, এ কি হল ? আমি এত আশ্চর্য হয়েছিলুম যে বােধ হয় আমার মুখ দেখে সেটা সবাই বুঝতে পেরেছিল।

গোবিন্দ তাড়াতাড়ি ব্যাপারটা সামলানাের জন্যে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তাে বটেই। জমিদাররা, আছেন, তুমি আছ, দেশের আর পাঁচজন আছেন। দেখ, যদি কিছু করে উঠতে পার। আমি ততক্ষণে বিস্ময়টা কাটিয়ে উঠেছি। আর এও বুঝেছি যে গােলমালটা অনেক গভীরে পৌছেছে। কাজেই সাবধানে বললুম, ‘নিশ্চয়ই করব গোবিন্দ দা। আর আপনাদের সঙ্গে পরামর্শ করেই করব। আজ সন্ধেবেলা আপনারা আসুন না চন্দ্রশেখরের বাড়িতে, একটা আলােচনা করা যাবে।’

গােবিন্দ বললেন, ‘আলােচনা ? আলােচনা তাে অনেক হল চিত্তপ্রসাদ, তাতে আর লাভ কি হবে? এর আগে পরামর্শ করে যা কিছু করা হয়েছে, তাতে সুরাহা তাে কিছু হয়নি, উল্টে কতগুলো প্রাণ বেঘােরে গেছে। তার চেয়ে এখন আমরা যেমন ভাবে চালাচ্ছি, তেমনি ভাবেই চলুক। তাই আসবার তাে সময় হয়ে এসেছে। এখন সন্ধে হলেই যে যার ঘরে দোর দিয়ে সারা রাত জেগে শঙ্খ আর কাঁসর বাজাবে, চিৎকার করবে যাতে বাইরের কোন শব্দ শােনা না যায় আর কেউ যেন বাইরে না থাকে। তা হলেই হবে। আর নতুন করে কোন পরামর্শের কোন দরকার দেখি না চিত্তপ্রসাদ।

যদি তুমি নিজের বিবেচনায় কিছু করতে পারলে কর।’ বলে গােবিন্দদা আস্তে আস্তে চলে গেলেন। ভিড়ের লােকজনও যে যার চলে গেল। দেখি হতবাক হয়ে দেখি আমি আর বিষ্ণুপদ  দাঁড়িয়ে আছি।

বিষ্ণুপদ মৃদু হেসে বলল, ‘দেখলেন তাে চিত্তবাবু, এই আমাদের গাঁয়ের লােক।

আমি চটকা ভেঙে বললুম, গাঁয়ের লােককে দোষ দিও না বিষ্ণুপদ। ওরা যে একটা ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে, এতে তাে কোন সন্দেহ থাকতে পারে না। ওদের সহানুভূতি দেখাতে না পার ঠাটা কর না। কিন্তু একটা ব্যাপারে আমার ভীষণ খটকা লাগছে। এরা চন্দ্রশেখরের ওপর অসন্তুষ্ট কেন ? কি করেছে সে ?

বিষ্ণুপদ গম্ভীর হয়ে গেল। বলল, ‘আপনি ওদের পর সহানুভূতি দেখাতে বললেন, না “ কোখেকে সহানুভূতি আসবে বলতে পারেন। এমন একটা অকৃতজ্ঞ জাত ! যে জমিদারবাবু নিজের সুখস্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে এখানে পড়ে থেকে এদের জন্যে এত কিছু করলেন, আজকে এ তাঁকেই’ বলতে বলতে বিষ্ণুপদ থেমে গেল।

আমি বললুম, ‘থেমােনা বিষ্ণুপদ। কি হয়েছে বল । এরা চন্দ্রশেখরকে সন্দেহ করছে ? ভাবছে এই মৃত্যুগুলাের পেছনে চন্দ্রশেখরের হাত আছে ?

বিষ্ণুপদ নীরবে ওপরে নিয়ে ঘাড় নাড়ল। আমি উত্তেজিত হয়ে বললুম, কিন্তু কেন ? তার অপরাধ?
বিকৃত মুখ করে বিষ্ণুপদ বলল, ‘অপরাধ ? প্রথমত, তিনি যেসব নাইট ওয়াচ বসিয়েছিলেন।

তাদের অনেকেই মারা গেছে। দ্বিতীয়ত, যদিও তিনি প্রায় প্রত্যেক রাত্রে গ্রামের রাস্তায় রাস্তায় বন্দুক হাতে টহল দিয়ে বেড়ান, কিন্তু যেদিন মৃত্যুগুলাে ঘটে সেদিন আর তাঁকে দেখা যায় না।

‘আচ্ছা, আপনিই বলুন, এসব কি কোন যুক্তি ? আরে, ওদের কথাই যদি মেনে নিতে হয়, তাহলে জমিদারবাবুকে তাে সন্দেহ করার কোন প্রশ্নই ওঠে না।’

আমি জিজ্ঞেস করলাম, ‘ওদের কি কথা ?
বিষ্ণুপদ তিক্ত হাসি হেসে বলল, “জানেন না ? সেই যে তিনি, মানে যিনি কামড়ে থাকেন, তাঁকে তো দু’তিনজন দেখেছে। তার বর্ণনার সঙ্গে আর যার মিলই থাকুক, জমিদাবাবুর নেই।’ আমি উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিলুম। বললুম, বল কি বিষ্ণুপদ ? তাকে কে
দেখেছে ? বর্ণনাটা কি রকম ?

‘ওঃ, সে ভারি মজার। বর্ণনাটা মােটে কোন গােটা মানুষেরই না। মানে, আধখানা মানুষের বাকি আধখানা গিরগিটির। মানে, একটা গিরগিটি যদি পেছনের পায়ে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়ায় তাহলে যেমন দেখাবে তেমনি। এমন কি একটা মােটা ল্যাজও আছে।’ বলে বিষ্ণুপদ হাসতে লাগল। আমিও হেসে ফেললুম। বললুম, তবু লােকে চন্দ্রশেখরকে সন্দেহ করে ? কি ভাবছে তারা, এট
ওর ছদ্মবেশ ?”
‘হাঁ, তাই বটে।’

আমি মাথা নেড়ে বললুম, “কোন গন্ধটা বসন্ত ? আমার নাকে তাে নানা রকম গন্ধ আসছে। বসন্ত স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, “কালরাত্রির গন্ধ, মৃত্যুর গন্ধ।’

আমি শুয়ে পড়ে বললুম, ‘মৃত্যুর গন্ধ যে কেমন, তা তো আমার জানা নেই বসন্ত। কাজেই সে বাড়ছে না কমছে, তা বলব কি করে?

বসন্ত আমার কথার খোঁচাটা বুঝল কি না কে জানে। অনেকক্ষণ চুপ করে বসে রইল তারপর। আমার যখন প্রায় ঘুম এসে গেছে, তখন হঠাৎ আমাকে ডেকে বলল, ‘রায়বাবু, আমার চোখটা একটু দেখবেন।’

আমি একটু চটেই গেলুম। বললুম, ‘কি পাগলামাে হচ্ছে, বসন্ত । শুয়ে পড়।’ আর বলতে বলতেই ওর দিকে চোখ পড়ায় বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলুম। দেখি ওর চোখ দুটোর মধ্যে মণি নেই পুরােটাই সাদা। কোনরকমে বললুম, ‘কি করছ, বসন্তু? এমন চোখ কপালে তুলে বসে আছ কেন?

বসন্ত চোখ বন্ধ করে মৃদু হাসল। বলল, চোখ কপালে তুলিনি রামবাবু। মণিদুটো দেখতে পাননি, না? যাক, ভালই হয়েছে।’

‘ভাল হয়েছে মানে? কি ভাল হয়েছে ? মণি না দেখতে পাওয়ার মধ্যে ভালটা কোথায় ? ‘আছে, রায়বাবু। একে আমরা বলি চক্ষুঙ্গীর। এটা চোখের ওপর এলে, তখন চোখ অন্য দেখতে পায় না, দেখতে পায় বােধ হয় মন। কিভাবে হয় জানি না, তখন অনেক কিছু দেখতে পায় যা সাদা চোখে কখনও দেখা যায় না। সব সময় তাে এটা আসে না, কখনও সখনও কালে ভদ্রে আসে। যখন আসে, তখন পৃথিবীটার রূপই পাটে যায়। মনে মনে বড় চাইছিলুম, এটা যে আসে। প্রার্থনা করছিলুম যদি কোন পুণ্যফল আমার থাকে, তাহলে এই ভীষণ বিপদের দিনে যে এটা পাই।’

আমি আবার লম্বা হয়ে বললুম, ‘দেখ বসন্ত, সারা দিন ধরে নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছে, তার ওপর তুমি এলে তােমার চক্ষীর না চক্ষুস্থির, কি সব নিয়ে। আর সহ্য করতে পারছি না। এবার ঘুমােতে দাও। কাল আবার সকালবেলা বেরােতে হবে মােটা ল্যাজওলা আধখান মানুষ আব আধখানা গিরগিটির সন্ধানে। কি যে সব হচ্ছে, কে জানে। বুঝতে পারছি না যে, আমি কি একটা পাগলা গারদের মধ্যে এসে পড়লুম না সবাই আসলে সৎ, কেবল আমিই পাগল হচ্ছি।

বসন্ত বলল, ‘পাগল কেউই হয়নি রায়বাবু : কেবল একটা কথা মনে রাখা দরকার, আমরা রােধ যা চোখে দেখি বা কানে নি, তার বাইরেও অনেক কিছু হয় বা আছে, যা কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব।

আমি বললুম, ‘ : শেক্সপীয়রও এরকমই কি একটা কথা যেন বলেছিলেন বটে।’

পরদিন ভােরবেলা উঠে বাইরের বারান্দায় গিয়ে দেখি, চন্দ্রশেখর বসে আছে। কিন্তু তার মুখে দিকে চেয়ে আমি স্তম্ভিত। কী এক প্রচণ্ড অসহ্য বেদনায় সে মুখ বিকৃত হয়ে রয়েছে। আ মি জিজ্ঞেস করলুম, “কি হয়েছে?

চন্দ্রশেখর ক্লিষ্ট কণ্ঠে বলল, সুমিত্রা আমাকে আল্টিমেটাম দিয়ে দিয়েছে গতকাল। যেভাবে হােক, আজ রাত্রের মধ্যে ও চলে যাবেই। আমি যতক্ষণ ব্যবস্থা না করছি, ততক্ষণ সে অন্নজল গ্রহণ করবে না বলে দিয়েছে।’

আমি বললুম, ‘বল কি? এ তো মহা বিপদ দেখছি। ঘনশ্যামবাবুর কাছ থেকে কোন খবর পেলে ?’

মাথা নেড়ে চন্দ্রশেখর বলল, “না। আজ আসবে হয়তাে।’
তবে তুমি ভেতরে গিয়ে বৌঠানকে বল যেন আজকের দিনটা অপেক্ষা করেন, তারপরে কাল  হয় অন্য ব্যবস্থা নেওয়া যাবে।’

“কি ব্যবস্থা নেবে তুমি ? ধাইমা মারা গেছেন আজ সতেরাে দিন হল। আর একটা মৃত্যু আসবে আর দিন তিন-চারেকের মধ্যে। গাঁয়ের লােক রাত্রে বেরােনাে বন্ধ করেছে। পাইকদের বেহারাদের কাউকে বললেও কেউ এখন বেরােবে না। কেটে ফেললেও না।’

“দিনে দিনে যাবে, দিনে দিনে চলে আসবে। কি আছে তাতে ?

আরে, তুমি শুধু তাদের নিরাপত্তার কথা ভাব। তাদের তাে পবিবার রয়েছে । তারা তাে তাদের কথা ভাবছে।’

সে কথা ঠিক। তাহলে কি করবে?

তাই তো বুঝতে পারছি না । সুমিত্রা আমাকে যা-ই সন্দেহ করুক না কেন, তার জন্যে যদি নাওয়া খাওয়া ত্যাগ করে ভয়ের চোটে একটা ভালমন্দ করে বসে, তাহলে আমি কোথায় যাব বলতে পার ?

আমি বললুম, ‘সত্যি তাে! এ তাে মহা অসুবিধে দেখতে পাচ্ছি। তা এমন কেউ নেই, যার পরিবার টরিবার নেই ?”

চন্দ্রশেখর চিন্তিত মুখে বলল, ‘আছে। তার গরুর গাড়িও আছে। আমাদের রামকেষ্ট গাড়োয়ান। কিন্তু সে ব্যাটা বদ্ধ মাতাল। অন্তত দুটো পাইক ছাড়া সুমিত্রাকে তার হাতে ছারি কি করে ? দু’দিনের পথ ।

‘তুমি সঙ্গে যাও না ?
না, চিত্তপ্রসাদ, তা হয় না। বললুম না, সময় হয়ে এসেছে।’
আমার বুকের ভেতরটা কেমন ছ্যাক করে উঠল। বললুম, ‘তুমি এখন কিছুতেই যেতে পার না? দৃঢ়ভাবে মাথা নেড়ে চন্দ্রশেখর বলল, ‘না, অন্তত এই কটা দিন নয়।’

কেমন যেন ধাঁধা লেগে গেল আমার। কোথায় একটা গােলমাল লাগছে, মনটা স্থির করে নিমাল লাগছে, মনটা স্থির করে

কিছুতেই একটা পরিষ্কার মীমাংসায় আসতে পারছি না। চন্দ্রশেখর কাছারি চলে গেলে, অন্যমনস্ক ভাবে আমি বের হলুম শ্যামচরণ আর নীলুর খোঁজে।

নীলুর একটা মুদীর দোকান ছিল। তাকে সেখানে গিয়ে ধরলুম ; জিজ্ঞেস করলুম, তুমি নাকি কী সব দেখেছ ? কি দেখেছ ?

নীলু বা নীলকণ্ঠ আধবুড়ো মানুষ, আমার কথা শুনে কেঁপে-ঝেপে অস্থির। প্রবল বেগে মাথা নেড়ে বলল, ‘না, না, আমি কিছু দেখিনি রায়বাবু। বুড়াে লােক আমি, অন্ধকারে কার ছায়া দেখি ।

সেসব কি ধরতে আছে ? আমি বললুম, “আমাকে ভাওতা দিও না নীলকণ্ঠ । কি দেখেছ, বল! কিছুতেই বলবে না। শেষটা হঠাৎ মাথায় একটা আইডিয়া এসে গেল। ওর পাশে রাখা হিসেব লেখার শ্লেট আর পেন্সিলটা তুলে নিয়ে বিজ্ঞান বইয়ে যে ডাইনোসরের ছবি আঁকা থাকে সেরকম একটা মােটামুটি স্কেচ একে ওকে দেখালুম। মুহূর্তের মধ্যে নীলকণ্ঠের মুখ ভয়ে সাদা হয়ে গেল। ফিসফিস করে আমাকে জিঞ্জেস করল, ‘তবে তুমিও দেখেছ রায়দাদা ?

আমি কোনরকমে নিজেকে সামলে নিয়ে বললুম, হ্যাঁ দেখেছি। তবে অনেকদূর থেকে তাে, কতটা উচু বুঝতে পারিনি। তুমি বলতে পার?

নীলকণ্ঠ বলল, ‘আমি তো খুব কাছ থেকে দেখিনি। আর এক লহমার জন্যে তাে! তবে মনে হয় এক মানুষ কি তার চেয়ে একটু বেশি উঁচু হবে।’

শ্লেটটা ধার নিয়ে গেলুম শ্যামচরণের কাছে। সে মাঠে কাজ করছিল। আমার ছবি দেখে সে আমার শিল্পপ্রতিভার উচ্ছ্বসিত প্রসংশা করতে লাগল। আর তারও মত দেখলুম সেটা এক-মানুষ সমান উচু হবে। আর চক্ষের পলকে ছুটে বেরিয়ে যায়। শরীরটা যতই ভারী দেখাক না কেন, অবিশ্বাস্য তার গতিবেগ।

শ্যামচরণের কাছ থেকে ফিরে আসতে আসতে দেখলাম মনটা কেমন সাড় হয়ে যাচ্ছে। এটা কি দুঃস্বপ্ন ? এতে কোন সন্দেহ থাকতে পারে না যে নীলকণ্ঠ আর শ্যামচরণ আলাদা আলাদা সময়ে সাদা চোখে, অবশ্য আবছায়া অন্ধকারে, একটা অতিকায় সরীসৃপের অবয়ব দেখেছে। তারা মিথ্যে কথা বলছে না কারণ আমার মত ঘাঘু উকিলকে এরকম পর্বতপ্রমাণ ধাপ্পা দেওয়া তাদের সাধ্যাতীত। তাছাড়া, এতে এদের কোন স্বার্থও থাকতে পারে না।

তাহলে, এরকম একটা জীব দিন কুড়ি বাইশ কোথায় লুকিয়ে থাকে ? চারদিকে যে জঙ্গল আছে সেগুলাে এমন কিছু মারাত্মক গভীর বা সেখানে একদম কোন লােকজন চলাচল করে না, এখন নয়। আর জঙ্গলের দিকে যারা থাকে তারা তাে তেমন মরেনি, বরং বেশি মারা গেছে তারা সবাই গ্রামের ভেতরের দিকে থাকে। অতএব, ধরে নিতে হয়, সেই প্রাণীটি গ্রামের ভেতরেই কোথাও লুকিয়ে থাকে।

কিন্তু, সকলের দৃষ্টি এড়িয়ে সে থাকে কোথায় ? কেউ কি তাকে লুকিয়ে রাখে? আর দিন কুড়ি বাইশ অন্তর অন্তর সে ক্ষুধার্ত হলে তাকে ছেড়ে দেয় ? তাহলে নিশির ডাক ? সেটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে কেউ সেই সরীসৃপটি সঙ্গে নিয়ে বেরােয়, তাকে শিকার ধরে দিতে সাহায্য করে। সে কে ? আর, এরকম একটা অতিকায় সরীসৃপ লুকিয়ে রাখার মত জায়গাই বা কোথায় :

জমিদার বাড়ি ?
অসম্ভব নয়। ও বড়ি তাে মাত্র একটা অংশে চন্দ্রশেখর থাকে। আর বেশির ভাগ অংশই তে তালাবন্ধ হয়ে পড়ে থাকে। ওদিকে কি কিছু আছে ?

দুপুরবেলা খেতে বসে চন্দ্রশেখরকে আমার গবেষণার কথা বললুম। চন্দ্রশেখর স্থির উজ্জল দৃষ্টিতে সব কথা শুনল। কিন্তু কোন মতামত প্রকাশ করল না। খাওয়া শেষ হলে অন্দরের ভেতরে গিয়ে একটু বাদেই বেরিয়ে এল এক হাতে একটা রাইফেল আর অন্য হাতে একটা চাবির গােছ নিয়ে । বলল, ‘চল, অন্য মহলগুলাে একটু খুঁজে দেখি ।

আমি বললুম, ‘চল।’ বসন্ত কাছেই ছিল। সেও জুটে গেল । কেবল জুটে গেল নয়, আঠার মতো আমাদের সঙ্গে সেঁটে গেল বলা যায়।

কিন্তু কোন লাভ হল না। কিছুই পাওয়া গেল না। আমরা হতাশ হয়ে ফিরে এলুম ।

বৈঠকখানা ঘরে এসে বসতেই একজন পাইক একটা টেলিগ্রাম দিল চন্দ্রশেখৱের হাতে। সেই পড়ে চন্দ্রশেখরের মুখটা হাইয়ের মত ফ্যাকাশে হয়ে গেল।
আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলুম, ‘কি হল?

ভশ্ন কণ্ঠে চন্দ্রশেখর বলল, “শ্বশুর মশায়ের তার। উনি আসছেন, তবে আরও সাতদিন বাদে।’ সেদিন সন্ধেবেলা চন্দ্রশেখর আমাকে ওর অন্দরমহলের বসবার ঘরে ডেকে পাঠাল।

ঘরে ঢুকে দেখি ঘরের মাঝখানে চন্দ্রশেখর দাঁড়িয়ে রয়েছে, মুখটা লাল টকটক করছে আর এ কোণে পেছন ফিরে ঘােমটা টানা একটি মেয়ে, বুঝলুম সুমিত্রা । আর এও বুঝতে পারলু দাম্পত্য কলহে কিছুতেই জিততে না পেরে চন্দ্রশেখর আমাকে ডেকে পাঠিয়েছে সাহায্যের জন্যে। চন্দ্রশেখর আমাকে দেখে চাপা গলায় বলল, ‘তােমার বৌঠানকে একটু বুঝিয়ে বল তাে চিত্ত প্রসাদ, যে আজ রাত্রে তার পক্ষে এ গ্রাম ছেড়ে যাওয়া সম্ভব নয়। কোনমতেই সম্ভব নয়। ঘােমটার আড়াল থেকে সরােষ প্রশ্ন এল, ‘কেন সম্ভব নয় ? সম্ভব করলেই সম্ভব! সরােষ প্রশ্ন বললম বটে, কিন্তু কী গলা। মনে হল যেন একটা সেতার বেজে উঠল। একটা একটা আশ্চর্য মিষ্টি সুরেলা গলা আজ পর্যন্ত আর শুনিনি।

আবার সেতার বেজে উঠল,কারাের সাহায্যেরও দরকার হত না। পাটা যদি না মচকাতো, তাহলে আমি একাই হেটে চলে যেতাম।’

চন্দ্রশেখর বলল, ‘তােমার পা মচকায়নি, হাড় কেটে গেছে। এ অবস্থায় গরুর গাড়ি করে ঐ অন্ধকারে কখনও কি কারাের যাওয়া সম্ভব? মেয়েমানুষের কথা বাদ দাও, কোন পুরুষমানুষই নি এরকম অবস্থায় যেতে পারে ? কেন তুমি এরকম করছ ? তুমি আমাকে বিশ্বাস না কর, ঘরে খিল দিয়ে থাক, বাইরে দশটা পাইক বসিয়ে দিচ্ছি।’

‘না, না, না। আমি তােমাকে বিশ্বাস করি না, তােমার পাইকদের বিশ্বাস করি না, কাউকে না। ধাই-মা মারা গেছেন, এবার আমার পালা। এমন ভাবে পড়ে পড়ে আমি মরতে পারব না। আমি চলে যাব, আজই চলে যাব।’

চন্দ্রশেখর আমার দিকে ফিরে বলল, ‘আতঙ্কের এমন ভয়ঙ্কর রূপ এর আগে কখনও দেখেছ চিত্তপ্রসাদ ?

আমি কিন্তু তখন অন্য কিছু দেখছিলুম। মনে মনে একটা কুৎসিত ছবি একে ফেলছিলুম। আমি মােটামুটি শিক্ষিত লােক, ভদ্র সন্তান, একটা আদর্শের অনুগামী যে আদর্শের একটা প্রধান ভিত্তি হচ্ছে সচ্চরিত্রতা, কিন্তু সেই আমার মনের মধ্যে অদ্ভুত কুলষিত চিন্তা অবচেতনের ক্লেদাক্ত গহর থেকে সাপের মত ফণা তুলে দাঁড়াল। সুমিত্রার গলা শুনে আমার মাথার মধ্যে কেমন সব গােলমাল হয়ে গেল। আমি ভাবলুম, সুমিত্রা শুনেছি অপরূপ সুন্দরী, এমন কণ্ঠধব যার সে অসাধারণ না হয়ে যায় , তার ওপর তার পা ভাঙা, অতএব প্রায় চলচ্ছক্তিহীন বলা চলে! একটা মাতাল গাড়ােয়ানের গাড়িতে একে নিয়ে অন্ধকার পথ দিয়ে যাওয়ার সুযােগ একটা পুরুষ মানুষের জীবনে দুবার আসে না। চন্দ্রশেখর জাহান্নামে যাক, এমন সুযােগের সদ্ব্যবহার করব না এমন নিবোধ বন্ধু আমি নই । আমি বললুম, “ঠিক আছে, বৌঠান যখন এত ব্যস্ত হয়ে পড়েছেন, এখন আমিই না হয় ওঁকে পৌঁছে দিয়ে আসব।

চন্দ্রশেখর অত্যন্ত আশ্চর্য হয়ে বলল, ‘তুমি যাবে ? বেশ, তাই হক। তবে সঙ্গে বসন্তকে নিয়ে যাবে। আমার মাথায় চড়াৎ করে রক্ত উঠে গেল। কোন রকমে সামলে নিয়ে বললাম, কেন, বসন্ত কেন? তুমি কি মনে কর, আমি নিজেকে রক্ষা করতে পারি না?’

চন্দ্রশেখর স্থির গলায় বলল, “না, তা নয়। যদি তোমাদের কেউ আক্রমণ করে, তাহলে একজন পালিয়ে গিয়ে খবর দিতে পারবে । সুমিত্রা রা রামকেষ্টর পক্ষে সেটা সম্ভব হবে না। আর তুমি যদি বিপদের মােকাবিলা করতে থাক, তাহলে বসন্ত পালিয়ে তাে যেতে পারবে।’

আমি আবার প্রতিবাদ করতে যাচ্ছিলুম। কিন্তু সুমিত্রার গলা শুনতে পেলুম আবার, আপনি আপত্তি করবেন না, চিত্ত ঠাকুরপাে। চলুক না আপনার বসন্ত আমাদের সঙ্গে। অসুবিধা কিছু হবে না, দেখবেন।’

সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে অনেকগুলাে চিন্তা দ্রুত গেলে এল। এক, যদি বসন্তকে নিয়ে গােলমাল পাকাই, হয়তো যাওয়াটাই বন্ধ হয়ে যাবে । দুই, যদি বসন্ত যায়, এক বাহানা দিয়ে বিদেয় করে দেওয়া অসুবিধে হবে না ! তিন, বসন্ত যদি গোলমাল কবে, ওকে না হয় শেষই করে ফেলা যাবে। পরে এসে বলব, রক্তচোষা মেরেছে।

কাজেই বললুম, ‘ঠিক আছে, বসন্ত চলুক আমাদের সঙ্গে।’
চন্দ্রশেখর বলল, “বেশ, তাহলে তৈরি হয়ে নাও। আর অস্ত্রশস্ত্র কিছু সঙ্গে আছে, না একটা বন্দুক দিয়ে দেব সঙ্গে ?

আমি বললুম, ‘আমি তৈরিই আছি। আর অস্ত্রের দরকার কি ? তােমার মত অত ভয় আমার নেই। তাছাড়া, আমি বন্দুক চালাতেই জানি না।’

চন্দ্রশেখর বলল, ‘না, অস্ত্র ছাড়া আমি তােমাদের কিছুতেই যেতে দেব না। তুমি না নাও, বসন্ত নিক। ওকে ডাক, দেখি অন্তত শড়কি চালাতে জানে কিনা।’

বসন্ত ঘরে ঢুকেই একটা ঝাঁকানি দিয়ে শরীর শক্ত করে দাঁড়িয়ে গেল। চন্দ্রশেখর একটু বিস্মিত হয়েই জিজ্ঞেস করল, ‘কি হল বসন্ত ? বসন্ত একটা অস্বাভাবিক গম্ভীর গলায় বলল, ‘গন্ধটা বড্ড বেশি ।

চন্দ্রশেখর আবার কি একটা প্রশ্ন করতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বললুম, ‘তােমার ওই ন্যাকামাে বন্ধ কর তে বসন্ত। জমিদারবাবু যা প্রশ্ন করছেন, তার জবাব দাও। গন্ধ গন্ধ করে মাথা খারাপ করে দিল একেবারে।’

আমার রূঢ়তায় বসন্ত চমকে উঠল। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, ‘কি প্রশ্ন ? বলতে বলতে দেখি ওর চোখের ওপর একটা অস্বচ্ছ ঘন তরল আবরণ নেমে এসে মণিদুটোকে আড়াল করে দিচ্ছে। দেখে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল, ওকে চিৎকার করে গালাগালি কতে ইচ্ছে হল।

কিন্তু আমি কিছু করার আগেই চন্দ্রশেখর জিজ্ঞেস করল, ‘তুমি কি বন্দুক চালাতে জানাে, বসন্ত ? বসন্তু মাথা নেড়ে বলল, ‘না।’

‘শড়কি চালাতে পারাে ? বা বর্শী?

‘হ্যাঁ, পারি। শড়কির খেলায় আমি গুরু যাদবচন্দ্র পালের শিষ্য । বলে দুহাত জোড় করে মাথা ঠেকাল বসন্তু।

চন্দ্রশেখর একটা দেয়াল আলমারির ভেতর থেকে একটা রুপাে বাঁধান লাঠি বের করে নিয়ে এল। সেটার মাথাটা খুলতেই ভেতর থেকে প্রায় একহাত লম্বা একটা চকচকে ইস্পাতের ফলা বেরিয়ে এল। সেই প্রাণঘাতি অস্ত্রটাকে বসন্তের হাতে ধরিয়ে দিয়ে চন্দ্রশেখর জিজ্ঞেস করল, ‘এ ব্যবহার করতে পারবে? এটা আমার ঠাকুরদাদার গুপ্তি, তাঁর বংশের মর্যাদা রেখেছে অনেকবার।’ বসন্ত গুপ্তিটা ভক্তিভরে নাড়াচাড়া করে বলল, হ্যাঁ, এ অস্ত্র ব্যবহার করতে পারব। কিন্তু কেন ? কোথায় ব্যবহার করতে হবে ?

এবার আমি কথা বললুম, ‘বৌঠাকুরাণী আজ এখুনি বাপের বাড়ি যাবেন। গরুর গাড়িতে যাবে, সঙ্গে আমি থাকব। তোমাকে সঙ্গে যেতে হবে।’

বসন্তু দৃঢ়ভাবে ঘাড় নাড়ল। বলল, না, আপনার যাওয়া হতে পারে না, রায়বাবু। গন্ধটা আজ বড় বেশি আর আপনার ভেতরে সে কথা থাক। আমি আপনাকে কিছুতেই যেতে দেব না।’

বসন্তের কথায় রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি চিৎকার করে বললুম, ‘তুমি আমায় যেতে দেবে না ? কোথাকার লাটসাহেব তুমি? তুমি না যাও, ওই গুপ্তি নিয়ে আমি একাই যাব। ওটা দাও আমাকে।’

বসন্ত বিনা বাক্য ব্যয়ে অস্ত্রটা আমার হাতে দিয়ে দিল, কিন্তু আমি সেটা ভাল করে ধরার আগে চন্দ্রশেখর আমার হাত থেকে টেনে নিল সেটা। বলল, ‘না, না, চিত্তপ্রসাদ, এ জিনিস চালানাে বড় সহজ নয়। কায়দা জানা না থাকলে, নিজেই আহত হয়ে পড়বে, এমন কি কোন গুরুতর বিপদ কিছু ঘটে যাওয়াও অসম্ভব নয়। তারপর বসন্তের দিকে তাকিয়ে বলল, ‘যাও না বসন্ত, আমি বৌঠাকুরাণীকে কথা দিয়েছি যে তাঁকে আজ বাপের বাড়ি রওনা করিয়ে দেবই।’ বসন্ত ঘাড় নিচু করে বলল, না জমিদারবাবু, সেটা অসম্ভব।’

তখন ঘরের কোণ থেকে আবার সেই শততন্ত্রী বীণা বেজে উঠল, কিন্তু যেতে যে আমাকে হবেই বসন্ত। তুমি না নিয়ে গেলে আমি যাব কি করে ?

ঘরে যে একজন তৃতীয় ব্যক্তি রয়েছেন, সেটা এতক্ষণ বসন্ত বুঝতে পারেনি। সুমিত্রার গলা শুনে পূর্ববৎ ঘাড় নিচু করেই একটু অস্বস্তিভরা গলায় বলল, “আমাকে ক্ষমা করবেন মা, আমি বুঝতে পারিনি আপনি ঘরেই আছেন। তবে ছেলের বেয়াদবি মাপ করবেন, আমি কিছুতেই যাব না, রায়বাবুকে যেতে দেব না। মানে, আমি জীবিত থাকতে উনি যেতে পারবেন না।’

শুনে আমি বলতে গেলুম যে জীবিত তুমি থাকবে না, কিন্তু তার আগে সুমিত্রা বলে উঠল, ‘আমার অনুরােধ তুমি রাখবে না বসন্তু?’ বলতে বলতে এসে বসন্তের সামনে দাঁড়াল।

বসন্ত যথারীতি চোখ নিচু করে বলল, ‘না বৌ ঠাকরুণ, আমাকে মাপ করতে হবে। আজ গন্ধটা বড্ড বেশি।’

তখন সুমিত্রা একটা অদ্ভুত কাজ করল, এমন কাজ যা সে-যুগে কোন জমিদার বাড়ির বৌয়ের পক্ষে করা শুধু অদ্ভুত নয়, অসম্ভব ছিল। বসন্তের সামনে সে মুখের ঘােমটা সরিয়ে পিঠের ওপর ফেলে দিল। বলল, আমাব মুখের দিকে তাকাও বসন্ত। বল, আমাকে এখান থেকে উদ্ধার করবে না ?

আমি আর চন্দ্রশেখর স্তম্ভিত বিস্ময়ে সুমিত্রার দিকে চেয়ে রইলুম। সে কী আশ্চর্য রূপ! একজন সীতার জন্যে যে লঙ্কা ধ্বংস হতে পারে, একজন হেলেনের অনন্য নিশ্চিহ্ন হতে পারে ট্রয় বা একজন দ্রৌপদীর জন্যে নির্বংশ হতে পারে কুরুরাজ বংশ, তাতে আজ আর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।

সেই রূপ আমার সর্বাঙ্গে বাসনার আগুন জ্বালিয়ে দিল। ইচ্ছে হল এই দেবভােগ্য সৌন্দর্যে অধিকার শুধু আমার, চন্দ্রশেখর আর বসন্ত দুজনকেই গলা টিপে মেরে একে বুকে নিয়ে অন্ধকারে পালিয়ে যাব, কেউ বাধা দিতে এলে শেষ করে দেব তাকেও। আমার এই চিন্তার মধ্যেই সুমিত্রা আবার বীণায় ঝঙ্কার তুলল, ‘তাকাও বসন্ত, আমার দিকে তাকাও।

নতনেত্ৰ বসন্ত আস্তে আস্তে মুখ তুলে ঘােলাটে চোখ রাখল সুমিত্রার মুখে এক মুহূর্ত।

তারপরেই মাতালের মত তীক্ষ তীব্র চিৎকার করে উঠল, ‘কে তুমি ? কে তােমাকে এখানে এনেছে ?

চন্দ্রশেখর এক পা এগিয়ে বিস্ময়-কম্পিত গলায় বলল, ‘উনিই বউ থাকুরণ বসন্ত। উনিই বাপের
বাড়ি যাবেন।’

‘বাপের বাড়ি ! কোথায় বাপের বাড়ি ?”

‘ওর বাপের বাড়ি গঙ্গাযমুনা গ্রামে। এখান থেকে দুদিনের পথ।’

‘গঙ্গাযমুনা গ্রামে ? দুদিনের রাস্তা ? হা হা করে হেসে উঠল এসও। ‘ওর বাপের বাড়ি নরকে জমিদারবাবু, পৃথিবীর পেটের মধ্যে, পাতালে — যেখানে গনগন করে আগুন জ্বলছে। এই পিশাচীরা উঠে আসে সেখান থেকে। এরা যা কিছু ছোঁয় তাই অপবিত্র হয়, যার দিকে তাকায় সেই অপবিত্র হয়ে যায়। এদের বেসাতি লালসার, এদের তৃপ্তি মৃত আর ধ্বংসে। এদের গলার মধ্যে বিষ জমে। ওঠে, সেই বিষ ঢেলে একটা প্রাণ না নিলে এরা নিজেরাই সেই বিষের তুলায় জ্বলে মরে । তার তাে সেই বিষ ঢালার সময় হয়ে এা না শয়তানী ? এই বাড়ির মধ্যে পাইক পেয়াদায় আটকা পরে, ঠাং ভেঙে অসুবিধে হচ্ছে, নয় ? তাই ভেবেছিস বাইরে গিয়ে একজনের ওপৰ বিষ ঢালবি। তাই এত আকুলি বিকুলি, এত ছটফটানি ?

আমি বসন্তের কথা শুনে রাগে দিশেহারা হয়ে সামনে দিকে ছুট যাচ্ছিলুম ওকে মারব বলে, চন্দ্রশেখর আমাকে পেছন থেকে টেনে ধরল । নিঃশব্দে আঙুল দিয়ে সুচিত্রার পায়ের দিকটা দেখাল। যেখানে একটু আগে দেখেছিলাম একজোড়া রাঙা পদ্মের মতো পা, সেখানে কী দেখলুম !

বসন্ত তখনও বলে চলেছে, আর তা হতে দিচ্ছিন। আমি তাকে কিছুই জিততে দেব না। তুই নিজের বিষে জ্বলে পুড়ে মরবি, তাই আমি দেখব।’ সুমিত্রার গলা বলল, “আমি মরব না রে…মরবি তুই। মর, ওই মর।’

বলতে বলতেই ফড়ফড় করে কাপড় ছেড়ার শব্দ হল । আমি যে বিভীষিকার দিকে স্তম্ভিত হয়ে তাকিয়ে ছিলাম তারা ঢেকে গেল কতগুলাে ছড়া শাড়ি জামা ও ভাঙা গয়নায়। তারপর একসঙ্গে দুটো শব্দ শুনলুম, একটা বসন্তের ক্ষীণ হাহাকার আর একটা খ্যাক করে আওয়াজ। মুখ তুলে দেখলুম, সেই ভয়ঙ্কর আকৃতি, যেটা একটু আগে ছিল পরমা রূপসী সুমিত্রা, তাল বর্ণনা দেবার চেষ্টা করব না ; কারণ তাহলে আপনারা বলবেন বুড়াে বয়সে আমার কেবল ‘ভীমরতিই ধরেনি, আমি গাঁজাও ধরেছি। কাজেই সেটা থাক। সেই ভীষণাকর একটা প্রাণীর মৃত্যু যন্ত্রণায় অাছড়িপিছড়ি খাচ্ছে। তার গলায় চন্দ্রশেখরের হাতের গুপ্তিটা আমূল বিধানো। আমি সম্মোহিতের মত দাড়িয়ে রইলুম আর দেখতে লাগলুম সেই অতিকায় দংষ্ট্রাকরাল বীভৎস মুখটা আকাশের দিকে উচু হয়ে খাবি খেতে খেতে আস্তে আস্তে স্থির হয়ে নেতিয়ে পড়ল। শেষ সংক্ষোভে শরীরটা বারকয়েক ঝাকানি খেলাে । তারপর সব স্তব্ধ।

তবে বিস্ময়ের এখানেই শেষ ছিল না। আবার আমাদের চোখের সামনে সেই নারকীয় দুঃস্বপ্নের একটা পরিবর্তন ঘটতে লাগল। বােধ হয় পাঁচ মিনিট। তারপরেই দেখি বসন্তের রক্তহীন মৃতদেহের পাশে পড়ে আছে আর একটি নিরাবরণ শরীর, মৃত্যুযন্ত্রণায় বিকৃত হলেও সেই অসাধারণ রূপের বিশেষ কোন পরিবর্তন হয়নি। কিন্তু, ‘আশ্চর্য এই যে সেই রূপ দেখে এবার আমার মনের মধ্যে যে ভাব জেগে উঠল তা আতঙ্কের । মনে হল, এক্ষুনি পালিয়ে যাই। যদি ওটা আবার বেঁচে ওঠে, যদি গলায় বেঁধা গুপ্তিটা খুলে ফেলে উঠে দাঁড়ায়।

চন্দ্রশেখরের দিকে তাকিয়ে দেখি সে তখনও আতঙ্ক, অবিশ্বাস, ঘৃণা, বিস্ময় মেশান বিস্ফারিত দৃষ্টিতে মৃতদেহ দুটির দিকে তাকিয়ে আছে। তখন আমার সম্বিত ফিরে এল আমার আইনাত মস্তিষ্ক দ্রুত কাজ শুরু করে দিল। আমি এশিয়ে গিয়ে সুমিত্রার গলা থেকে গুপ্তিটা টেনে বের করে একটা চাদর দিয়ে দেহটা ঢেকে দিলুম। তারপর চন্দ্রশেখরের কাছে গিয়ে তাকে স্পর্শ করলুম। সঙ্গে সঙ্গে সে সংজ্ঞা হারিয়ে পড়ে গেল।

চন্দ্রশেখরের যখন জ্ঞান ফিরে এল, তখন তার মুখের দিকে তাকিয়ে মনে হল যেন সে দীর্ঘকাল কোন দুরারােগ্য অসুখের পর সদ্য সুস্থ হয়েছে। ক্লান্ত অবসন্ন গলায় বলল, ‘ব্যাপারটা যে এরকমই কিছু সে সন্দেহ আমার বেশ অনেক দিনই হয়েছিল। মৃত্যু গুলাে যে রাত্রে ঘটত সেই রাত্রিগুলাের কোন স্মৃতিই আমার থাকত না। সেই রাত্রিগুলাের দু-একদিন আগে থেকেই সুমিত্রা কেমন অদ্ভুতভাবে ছটফট করে বেড়াত। ওর গায়ে আমি কতগুলাে কাটা এবং আঁচড়ের দাগ দেখেছি যেগুলাের কোন উপযুক্ত ব্যাখ্যা ও দিতে পারেনি। আর, যেদিন বাঁদরটা মারা পড়ল সেদিন ওর পায়ের হাড় ভাঙার কোন কারণই খুঁজে পাচ্ছিলুম না। বাথরুমে পড়লে ওরকম হতে পারে না। তারপর যখন ধাই-মা মারা গেলেন তখন আমি প্রায় নিঃসন্দেহ হয়েছিলুম। অন্তত এটুকু বুঝেছিলুম যে আমার বিয়ের পর থেকেই এখানে যে কাণ্ড শুরু হয়েছে তার শেকড়টা রয়েছে আমারই বাড়িতে। তবে ব্যাপারটা যে এমন ভয়ঙ্কর, তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আর কিছু করতেও পারছিলুম না। কেমন যেন সম্মােহনের মধ্যে ছিলুম। তবে আমার অবচেতন বােধ হয় তৈরি হচ্ছিল। তাই আজ চোখের সামনে ওই দৃশ্য দেখেই আমার হাত গুপ্তিটা ছুরল লক্ষ্যস্থলে, কিন্তু তাকে আমার বােধশক্তি চালায়নি, চালিয়েছে আমার অচৈতন্য। আসলে আমার চিন্তা করার শক্তিই বােধ হয় চলে গিয়েছিল।’

কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, এবার আমরা কি করব চিত্তপ্রসাদ ?

পুলিশে খবর দেব ?

আমি ততক্ষণে মনস্থির করে নিয়েছি। বললুম, ‘না। পুলিশে খবর দিলে তারা এসে তােমাকে ফাঁসিতে ঝােলাবে, আমরা যা দেখেছি তার শতাংশের একাংশও বিশ্বাস করবে না। করতে পারবেও না। তুমি মানুষের কল্যাণ করে খুনী বলে পরিচিত হবে। এ আমি হতে দিতে পারি না, কেবল তােমার বন্ধু বলে নয়, একজন মানুষ বলে।’

‘তবে আমরা কি করব ?

‘তুমি এখুনি গাঁয়ের লােককে খবর দাও। বল, এবার রক্তচোষার শিকার দুজন, বৌঠাকুরাণী আর তাঁকে বাঁচাতে গিয়ে বসন্তু। বসস্তের মৃতদেহ দেখলে সবাই নিশ্চিন্ত হবে। সুমিত্রাকে তুমি স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দাও আর ঘােমটা আর কাপড় দিয়ে যতটা সম্ভব মুখটা ঢেকে দাও। সবাইকে বলে দাও, যত শীঘ্র সম্ভব দাহ শেষ করে যেন চলে আসে। কেউ কোন সন্দেহ করবে বলে মনে হয় না। মৃত্যুভয় তার পরেও থাকবে। থাকুক। যখন অপঘাত মৃত্যুগুলাে বন্ধ হবে, তখন আতঙ্কটা আস্তে আস্তে কেটে যাবে।’

‘তুমি আমার কাছে থাকবে তো।’

হ্যাঁ, নিশ্চয়ই। অন্তত যতদিন ঘনশ্যামবাবু না আসছেন।

ঘনশ্যাম এসে নাক কুঁচকে বললেন, “রক্তচোষা মেরেছে ? আমি এ সবে বিশ্বাস করি না। তােমরা ওকে খুন করে ছ। আমি পুলিশে যাব, আমার মেয়েকে খুন করার জন্যে তােমাদের হাঁড়ির হাল করে ছাড়ব। ওই ফচকে উকিল সামনে ধরে তুমি পার পাবে না চন্দ্রশেখর।’

আমি বললুম, ‘ঘনশ্যামবাবু, আপনি অনেক মামলা মােকদ্দমা লড়েছেন, আমি জানি। অতএব একথা নিশ্চয়ই আপনার জানা আছে খুনের মামলা বড় বিষম বস্তু, তাতে অনেক কিছু নিয়েই টান পড়ে। সে টানা পােড়েন সইতে পারবেন তাে?”

ঘনশ্যাম রায় আমার দিকে অবজ্ঞার চোখে তাকিয়ে বললেন, ‘আমার কি নিয়ে টান পড়বে, উকিল মহাশয় ?

‘আপনার স্ত্রী তো বেঁচে আছেন ? ডাক্তারী পরীক্ষায় ধরা পড়ে যদি তিনি নিঃসন্তান? সুমিত্রা আপনার মেয়ে নয় ?

“তাতে কি হল? আমার মেয়ে না হলেই তাকে খুন করতে হবে ?

‘আপনার কুলপুরােহিত শুনেছি দুবার আপনার প্রায়শ্চিত্ত করিয়েছিলেন। এও শুনেছি, শিশুহত্যা করতে গিয়েছিলেন তাই। কথাটা সত্যি নাকি ?

‘তাতে কি প্রমাণ হয় ?

“কিছুই না, কিছুই না। তবে শুনেছি, সুমিত্রার এগারাে বছর হওয়ার সময় থেকে আর তার বিয়ে হওয়া পর্যন্ত আপনার গাঁয়ের মুসলমান প্রজাদের ঘরে অনেকগুলাে মৃত্যু হয়েছে, যেগুলোর সঙ্গে এখানকার অপঘাত মৃত্যুগুলাের অনেক মিল ! তারা নাকি শপথ করেছে যে এ মৃত্যু গুলাের জন্যে যে বা যা কিছুই দায়ী হােক না কেন, জ্ঞান দিয়েও বা তাকে শেষ করে ছাড়বে। এখন কেউ যদি তাদের গিয়ে এখানকার মৃত্যুগুলাের কথা বলে, ‘তাহলে বা কি ভাববে বলুন তাে ?”

ঘনশ্যাম গুম হয়ে গেলেন। বললেন, “কি ভাবে ?

‘ভাববে, আপনি জেনে শুনে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তারা ভাববে, আপনি ইচ্ছাকৃত নর হত্যাকারী, তাদের আত্মীয় পরিজন পরিবারের সর্বনাশের মূল কারণ। তখন, তাদের বিচারে আপনার কি শাস্তি হবে, তা ভেবে দেখেছেন?

‘তুমি আমাকে ভয় দেখাচ্ছ ?”

‘আপনি অতি জঘন্য অপরাধী । আপনাকে ভয় দেখানাে নীতিগত অধিকার আমার আছে। আপনার দুর্ধর্ষ লাঠিয়ালরা আপনার ওই মুসলমান প্রজারাই। আপনি তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। এখন এসেছেন চন্দ্রশেখরের হাঁড়ির হাল করতে।’

‘তুমি এত কথা জানলে কোথেকে ?

‘ঘনশ্যামবাবু, আমি ফচকে উকিল হতে পারি, কিন্তু নির্বোধ নই। আপনাকে চিনতে আমার একটুও ভুল হয়নি এবং আপনি যে এরকমই একটা কাণ্ড করবেন, তা আগে ভাগে বুঝে নিয়ে, সুমিত্রার মৃত্যুর পরদিনই আমি আপনার গ্রামে চলে গিয়েছিলুম। সেখান থেকে সব খবই নিয়ে এসেছি। আর খানিকটা ছেড়েছি আন্দাজে । তবে আমার ভুল হয়নি।’

দীর্ঘশ্বাস ফেলে ঘনশ্যাম বললেন, ‘না, তা হয়নি। ঠিক আছে। যা করবে, করে ফেলো। আমি তাহলে এখন চলি।’

আমি বললুম, ‘দাঁড়ান । সুমিত্রা আপনার নিজের মেয়ে নয় তাতে সন্দেহ নেই, কার মেয়ে সে ?’

ঘনশ্যাম বললেন ‘আমি তার পরিচয় জানি না। আজ থেকে বছর কুড়ি আগে একদিন একটা ভবঘুরে এসেছিল আমাদের গায়ে তার ভেল্কি দেখতে । অতি অদ্ভুত ছিল তার খেলা । কিন্তু তার খেলার চেয়েও যেটা আমায় সবচেয়ে অবাক করেছিল তা হচ্ছে তার খেলার চুবড়ির পাশে ছেড়া ন্যাকড়ায় শোয়নো একটি প্রায় সদ্যোজাত শিশু। অবাক করেছিল, কারণ লােকটি ছিল অবিশ্বাস্য রকমের কুৎসিত, এত কদাকার যে তাকে দেখলেই ভয়ে বুক কেঁপে ওঠে আর মেয়েটি ছিল তেমনি সুন্দর, ফুটফুটে । আমার নিজের সন্তান ছিল না। এই লোকটিকে ডেকে বাচ্চাটা কিনে নিতে চাইলুম। পঞ্চাশ টাকায় রফা হয়েছিল।

পরে বাচ্চাটার স্বরূপ বুঝতে পারি। তাকে দু’বার মারতেও গিয়েছিলুম। কিন্তু কেমন যেন মােহগ্রস্ত হয়ে পড়েছিলুম যে শেষ মুহূর্তে আর পারিনি।’

চন্দ্রশেখর কাতর কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে আপনি তার বিয়ে দিলেন কেন? আমি তো আপনার কোন ক্ষতি করিনি। আমার এমন সর্বনাশটা করলেন কেন?

ঘনশ্যাম কাষ্ঠ হেসে বললেন, “ভেবেছিলুম, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। এখন দেখছি ভুল করেছিলুম। তা সে যাক তাে । সব তাে চুকে বুকে গেছে। এখন আবার সব ঠিক হয়ে যাবে।’

চন্দ্রশেখর ক্লান্ত গলায় বলল, ‘হবে কি? বসন্তু যা বলে গেছে তা যদি ঠিক হয়, তবে তাে এরা আবার উঠে আসবে আর আপনার মত লােক যদি পায়, তবে তাকে আশ্রয় করে আবার এ নিয়ে আসবে কালরাত্রি। তবে বসন্তের মত লােকও নিশ্চয়ই থাকবে যারা কেবল চোখ দিয়েই দেখবে না, মন দিয়েও দেখবে। সেটাই যা ভরসা। তা না হলে এই সুন্দর পৃথিবীটা তাে কবেই বিষের জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যেত।

(সমাপ্ত)

গল্পের বিষয়:
ভৌতিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত