পরীক্ষায় ফেল

পরীক্ষায় ফেল

নোয়াখালির এক ছেলে পরীক্ষায় অনেক বিষয়ে ফেল করেছে। বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে –

বাবা : তুই কিসে কিসে হেল কইচ্চস?

ছেলে : ইংরেজি, ইতিহাস আর হিটি ( পিটি-শরীরচর্চা)য় হেল কইচ্চি।

বাবা : ইংরেজিতে হেল কইচ্চস কিল্লাই?

ছেলে : টিচার আঁরে কয় ট্রানস্লেশন কর- তোমার মা করিম মিয়ার লগে ঘুরতে যায়। আঁই কইছি, আঁর মা কি খারাপনি যে করিম মিয়ার লগে ঘুরতে যাইব?

বাবা : ইতিহাসে হেল কইচ্চস কিল্লাই ?

ছেলে : টিচার আঁরে জিগায়, পানি পথের যুদ্ধ কেন হয়েছিল ? আঁই কইছি, স্থল পথে সুবিধা কইরতে হারে নাই ইয়াল্লাই হানি পথে যুদ্ধ কইচ্চে।

বাবা : হিডিতে হেল কইচ্চস কিল্লাই। হিডিতেতো আত পাও লারি চারি দিলেই ফাশ করন যায়।

ছেলে : টিচার আঁরে কয় ডাইন আত তোল, আঁই তুইলচি হেরপর কয় বা আত তোল, আঁই তুইলচি। হেরপর কয় বাম পা তোল, আঁই তুইলচি হেরপর কয় ডাইন পা তোল, আঁই কইছি চাইর আত পাও তুলি আই কি আর সোনার উপর খাড়াইতামনি?

বাবা : হুনলাম অংক আর বাঙলায়ও হেল কইচ্চস। অংকে হেল কচ্চস কিল্লাই?

ছেলে – অসৎ ব্যবসার প্রশ্ন কইচ্চে দেহি আই উত্তর দেই নো। প্রশ্ন কইচ্চে ২০ টাকা সেরে ১০ সের দুধ কিনে ৩ সের পানি মিশিয়ে আবার ২০ টাকা করে বিক্রি করলে কত লাভ হবে। আঁর বাপ দাদা চোদ্দপুরুষ কোনদিন এই ব্যবসা কইচ্চেনি? আইয়ো কইত্তামনা কোনদিন। হেরলাই উত্তর দেই নো। বাপের প্রশ্ন, ঠিক আছে, বাংলায় হেল কল্লিকা?

ছেলে – ডাক্তারি প্রশ্ন কইচ্চে আই কেমনে হারুম। প্রশ্ন কইচ্চে, লিঙ্গ ফরিবর্তন কর। আন্নে হারবেন নি? এডা কি কোন জামা-কাফড় নি যে ফরিবর্তন করি ফালামু।

গল্পের বিষয়:
ফ্যান্টাসি
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত